নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সকল চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি করে ন্যূনতম ৩৫ বছর করাসহ ৪ দফা দাবি জানিয়েছে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ। আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানান পরিষদের সদস্য তাসলিমা লিমা। এ ছাড়াও নিয়োগ দুর্নীতি ও প্রশ্ন ফাঁস বন্ধ করা, নিয়োগ পরীক্ষার (প্রিলি ও রিটেন) মার্কসহ ফলাফল প্রকাশ করা, চাকরিতে আবেদনের ফি সর্বোচ্চ ১০০ টাকা করা এবং একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করে সমন্বিত নিয়োগ পরীক্ষার ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা।
সংবাদ সম্মেলনে পরিষদের সদস্য তাসলিমা লিমা লিখিত বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট এর কারণে সকল শিক্ষার্থীকে শিক্ষাজীবন শেষ করতে কমপক্ষে ২ থেকে ৩ বছর সময় বেশি অতিবাহিত করতে হয়। করোনা আরও ২ বছর কেড়ে নিয়েছে। এর পরিপ্রেক্ষিতে বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি ও ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে দীর্ঘ দিন ধরে রাজপথে আন্দোলন করছি।’
তাসলিমা লিমা আরও বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যাকডেট নামক প্রহসনমূলক বয়স ছাড়ের প্রজ্ঞাপন জারি করেছে। এতে নির্ধারিত তারিখে শুধুমাত্র যাদের বয়স ৩০ তারাই উপকৃত হয়েছে। প্রজ্ঞাপনে ২১ মাসের কথা বলা হলেও প্রকৃতপক্ষে এটি ৪ মাস সমন্বয় করা হয়েছে। হাতেগোনা কয়েকটি চাকরির বিজ্ঞপ্তিতে সেই সুযোগ দেওয়া হয়েছে যেগুলোর বেশির ভাগ তৃতীয় ও চতুর্থ শ্রেণির। ব্যাকডেট দেওয়ার মাধ্যমে সকল বয়সী শিক্ষার্থী তথা চাকরি প্রত্যাশীদের ক্ষতিপূরণ সম্ভব হয়নি। তাই চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধির কোন বিকল্প নেই।’
সংবাদ সম্মেলনে উপস্থিত রিগান মাহমুদ বলেন, ‘আপনারা তরুণ সমাজকে কাজে লাগান। চাকরির প্রবেশের বয়সসীমা বেঁধে দিয়ে তাদের বঞ্চিত করবেন না।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের সদস্য আব্দুল্লাহ-আল-মামুন, মানিক হোসেন রিপন, ওমর ফারুক, ইমতিয়াজ হোসেন, ইবনে তানজিরসহ প্রমুখ।

সকল চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি করে ন্যূনতম ৩৫ বছর করাসহ ৪ দফা দাবি জানিয়েছে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ। আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানান পরিষদের সদস্য তাসলিমা লিমা। এ ছাড়াও নিয়োগ দুর্নীতি ও প্রশ্ন ফাঁস বন্ধ করা, নিয়োগ পরীক্ষার (প্রিলি ও রিটেন) মার্কসহ ফলাফল প্রকাশ করা, চাকরিতে আবেদনের ফি সর্বোচ্চ ১০০ টাকা করা এবং একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করে সমন্বিত নিয়োগ পরীক্ষার ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা।
সংবাদ সম্মেলনে পরিষদের সদস্য তাসলিমা লিমা লিখিত বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট এর কারণে সকল শিক্ষার্থীকে শিক্ষাজীবন শেষ করতে কমপক্ষে ২ থেকে ৩ বছর সময় বেশি অতিবাহিত করতে হয়। করোনা আরও ২ বছর কেড়ে নিয়েছে। এর পরিপ্রেক্ষিতে বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি ও ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে দীর্ঘ দিন ধরে রাজপথে আন্দোলন করছি।’
তাসলিমা লিমা আরও বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যাকডেট নামক প্রহসনমূলক বয়স ছাড়ের প্রজ্ঞাপন জারি করেছে। এতে নির্ধারিত তারিখে শুধুমাত্র যাদের বয়স ৩০ তারাই উপকৃত হয়েছে। প্রজ্ঞাপনে ২১ মাসের কথা বলা হলেও প্রকৃতপক্ষে এটি ৪ মাস সমন্বয় করা হয়েছে। হাতেগোনা কয়েকটি চাকরির বিজ্ঞপ্তিতে সেই সুযোগ দেওয়া হয়েছে যেগুলোর বেশির ভাগ তৃতীয় ও চতুর্থ শ্রেণির। ব্যাকডেট দেওয়ার মাধ্যমে সকল বয়সী শিক্ষার্থী তথা চাকরি প্রত্যাশীদের ক্ষতিপূরণ সম্ভব হয়নি। তাই চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধির কোন বিকল্প নেই।’
সংবাদ সম্মেলনে উপস্থিত রিগান মাহমুদ বলেন, ‘আপনারা তরুণ সমাজকে কাজে লাগান। চাকরির প্রবেশের বয়সসীমা বেঁধে দিয়ে তাদের বঞ্চিত করবেন না।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের সদস্য আব্দুল্লাহ-আল-মামুন, মানিক হোসেন রিপন, ওমর ফারুক, ইমতিয়াজ হোসেন, ইবনে তানজিরসহ প্রমুখ।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পাঁচ দিন পিছিয়ে ২৫ জানুয়ারি ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই তারিখ ধার্য করেন।
১১ মিনিট আগে
নির্বাচন কমিশনে আপিল মঞ্জুর হওয়ায় টাঙ্গাইলের দুই নারীসহ ১৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর ফলে টাঙ্গাইলের আটটি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৫৫। টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
১২ মিনিট আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত র্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেনের প্রথম জানাজা চট্টগ্রামে র্যাব কার্যালয়ে সম্পন্ন হয়েছে। এ সময় তাঁর সহকর্মীরা তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন। জানাজা শেষে তাঁর লাশ নিয়ে অ্যাম্বুলেন্স কুমিল্লায় নিজ গ্রামের পথে রওনা দিয়েছে বলে
১৩ মিনিট আগে
‘গণভোটের ব্যাপারে সরকারের যে তৎপরতা দেখছি, দুষ্কৃতকারীদের দমনে সেই তৎপরতা দেখছি না। তফসিল ঘোষণার পর ১৫ জন নেতা-কর্মী নিহত হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন কী করছে?’
৩৪ মিনিট আগে