নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাড়িতে বসে মার্কেট নজরদারি করার জন্য মার্কেটে আইপি ক্যামেরা বসানোর পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। আজ মঙ্গলবার ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত এক সভায় তিনি এ পরামর্শ দেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘আমাদের পুলিশ সার্বক্ষণিক সতর্ক পাহারায় থাকবে। মার্কেটের নিরাপত্তার ক্ষেত্রে স্থানীয় থানার অফিসার ইনচার্জের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন। এ ছাড়া বাড়িতে বসে মার্কেটের নজরদারি করার জন্য মার্কেটে আইপি ক্যামেরা বসাতে পারেন।’
সম্প্রতি বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা পর্যালোচনা ও করণীয় নির্ধারণ এবং আসন্ন ঈদুল ফিতর ও ঈদ-পরবর্তী সময়ে মার্কেটের নিরাপত্তা নিয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে ডিএমপির এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, শপিং মল, জুয়েলারি মার্কেটসহ বাজারকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। সভায় ব্যবসায়ী নেতারা তাঁদের পরামর্শ ও প্রস্তাব তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, প্রত্যেক মার্কেটে অগ্নিকাণ্ড যেন না ঘটে তার ব্যবস্থা ও হঠাৎ কোনো কারণে অগ্নিকাণ্ড ঘটলে তা নির্বাপণের প্রয়োজনীয় প্রস্তুতি থাকতে হবে। বিশেষ করে আগুন লাগলে ফায়ার সার্ভিসকর্মীরা কোন পথে প্রবেশ করবেন, কোন পথে মালামাল বের করা হবে তার বিস্তারিত পরিকল্পনা থাকতে হবে। এ ধরনের পরিকল্পনা সবার সুবিধার্থে প্রকাশ্য স্থানে টানিয়ে রাখা যেতে পারে।
খন্দকার গোলাম ফারুক আরও বলেন, অগ্নিকাণ্ডের অন্যতম কারণ হচ্ছে পুরোনো ইলেকট্রিক্যাল লাইন সংস্কার না করা, নকল, সস্তা ও মানহীন ইলেকট্রনিকস পণ্য ব্যবহার করা। অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়ানোর জন্য মানসম্মত ইলেকট্রনিকস পণ্য ব্যবহার ও যেসব মার্কেটে সিসিটিভি ক্যামেরা নেই, নিরাপত্তার স্বার্থে দ্রুত সিসি ক্যামেরা বসানোর পরামর্শ দেন ডিএমপি কমিশনার।
যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকারের সঞ্চালনায় সমন্বয় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশ হেডকোয়ার্টার্স, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, স্পেশাল ব্রাঞ্চ, ফায়ার সার্ভিস, বাংলাদেশ দোকান মালিক সমিতি, বাংলাদেশ জুয়েলারি সমিতি, ঢাকা মহানগর দোকান মালিক সমিতি, এফবিসিসিআইসহ ঢাকার বিভিন্ন থানার স্থানীয় ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় একের পর এক আগুন লাগার ঘটনা নাশকতা হতে পারে মন্তব্য করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, রাজধানীর প্রায় প্রতিটি মার্কেটে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
ডিবি প্রধান বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি ঈদের আগে একের পর এক আগুন লাগার ঘটনা ঘটছে। সম্প্রতি বড় দুটি আগুন লাগার ঘটনা প্রায় একই সময়ে ঘটেছে। এ আগুন লাগার ঘটনা নাশকতা হতে পারে। এ জন্য রাজধানীর প্রায় প্রতিটি মার্কেটে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।’

বাড়িতে বসে মার্কেট নজরদারি করার জন্য মার্কেটে আইপি ক্যামেরা বসানোর পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। আজ মঙ্গলবার ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত এক সভায় তিনি এ পরামর্শ দেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘আমাদের পুলিশ সার্বক্ষণিক সতর্ক পাহারায় থাকবে। মার্কেটের নিরাপত্তার ক্ষেত্রে স্থানীয় থানার অফিসার ইনচার্জের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন। এ ছাড়া বাড়িতে বসে মার্কেটের নজরদারি করার জন্য মার্কেটে আইপি ক্যামেরা বসাতে পারেন।’
সম্প্রতি বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা পর্যালোচনা ও করণীয় নির্ধারণ এবং আসন্ন ঈদুল ফিতর ও ঈদ-পরবর্তী সময়ে মার্কেটের নিরাপত্তা নিয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে ডিএমপির এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, শপিং মল, জুয়েলারি মার্কেটসহ বাজারকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। সভায় ব্যবসায়ী নেতারা তাঁদের পরামর্শ ও প্রস্তাব তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, প্রত্যেক মার্কেটে অগ্নিকাণ্ড যেন না ঘটে তার ব্যবস্থা ও হঠাৎ কোনো কারণে অগ্নিকাণ্ড ঘটলে তা নির্বাপণের প্রয়োজনীয় প্রস্তুতি থাকতে হবে। বিশেষ করে আগুন লাগলে ফায়ার সার্ভিসকর্মীরা কোন পথে প্রবেশ করবেন, কোন পথে মালামাল বের করা হবে তার বিস্তারিত পরিকল্পনা থাকতে হবে। এ ধরনের পরিকল্পনা সবার সুবিধার্থে প্রকাশ্য স্থানে টানিয়ে রাখা যেতে পারে।
খন্দকার গোলাম ফারুক আরও বলেন, অগ্নিকাণ্ডের অন্যতম কারণ হচ্ছে পুরোনো ইলেকট্রিক্যাল লাইন সংস্কার না করা, নকল, সস্তা ও মানহীন ইলেকট্রনিকস পণ্য ব্যবহার করা। অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়ানোর জন্য মানসম্মত ইলেকট্রনিকস পণ্য ব্যবহার ও যেসব মার্কেটে সিসিটিভি ক্যামেরা নেই, নিরাপত্তার স্বার্থে দ্রুত সিসি ক্যামেরা বসানোর পরামর্শ দেন ডিএমপি কমিশনার।
যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকারের সঞ্চালনায় সমন্বয় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশ হেডকোয়ার্টার্স, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, স্পেশাল ব্রাঞ্চ, ফায়ার সার্ভিস, বাংলাদেশ দোকান মালিক সমিতি, বাংলাদেশ জুয়েলারি সমিতি, ঢাকা মহানগর দোকান মালিক সমিতি, এফবিসিসিআইসহ ঢাকার বিভিন্ন থানার স্থানীয় ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় একের পর এক আগুন লাগার ঘটনা নাশকতা হতে পারে মন্তব্য করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, রাজধানীর প্রায় প্রতিটি মার্কেটে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
ডিবি প্রধান বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি ঈদের আগে একের পর এক আগুন লাগার ঘটনা ঘটছে। সম্প্রতি বড় দুটি আগুন লাগার ঘটনা প্রায় একই সময়ে ঘটেছে। এ আগুন লাগার ঘটনা নাশকতা হতে পারে। এ জন্য রাজধানীর প্রায় প্রতিটি মার্কেটে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।’

ফেলানীর ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিতে নিয়োগ পেয়েছেন। আজ বুধবার বিজিবির ১০৪ তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনীতে শপথ নেন তিনি।
২ মিনিট আগে
পিরোজপুরে ছাত্রলীগ থেকে অব্যাহতি নিয়ে জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন মো. আতিকুর রহমান খান হৃদয় নামের এক নেতা। আজ বুধবার (১৪ জানুয়ারি) স্ট্যাম্পে অঙ্গীকারনামার মাধ্যমে তিনি ছাত্রলীগ থেকে অব্যাহতি নেন এবং বিএনপির সঙ্গে কাজ করার ঘোষণা দেন।
১ ঘণ্টা আগে
আজ সকালে কারখানা দুটির কয়েক হাজার শ্রমিক কাজ শুরু করেন। এ সময় বিভিন্ন তলায় কর্মরত শ্রমিকেরা অসুস্থ হতে থাকেন। পরে শতাধিক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
১ ঘণ্টা আগে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেরোবি শাখার সভাপতি মো. সুমন সরকার।
১ ঘণ্টা আগে