নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত দরজি ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিত্তবান ব্যবসায়ীদের কাছে সহায়তা চেয়েছেন। ঈদের আগে তারা কর্মহারা হয়ে মানবেতর জীবনযাপন করছেন এমন জানিয়েছে বুধবার দুপুরে ব্যানার হাতে দাঁড়িয়ে সহায়তা চেয়েছেন তারা।
মো. নাজিম নামের এক দরজি ব্যবসায়ী বলেন, বঙ্গবাজার কমপ্লেক্সের তৃতীয় তলায় নাজিম টেইলার্স নামের আমার সেলাইয়ের দোকান ছিল। আগুনে সেটি পুড়ে গেছি ৷ আমার মতো এখানকার সব দরজি ব্যবসায়ী আজ নিঃস্ব ৷ কিন্তু আমাদের কেউ খোঁজ পর্যন্ত নেয়নি। খুচরা ব্যবসায়ীদের আপাতত অস্থায়ীভাবে বসার সুযোগ করে দেওয়া হলেও, আমাদের কোনো ব্যবস্থা করা হয়নি।
নাজিম আরও বলেন, আমার দরজি ব্যবসায়ীরা আমাদের মহানগর কমপ্লেক্স দোকান মালিক সমিতির সঙ্গে কথা বলেছি, তারা আমাদের আশ্বাস দিলেও কোনো সহায়তা এখনো আমরা পাইনি। আমাদের পকেটে চলার মতোও অর্থ নেই। আমাদের দিকটা যদি কেউ না দেখে, তাহলে আমরা যাব কোথায়?
আদর্শ মার্কেটের জাকির টেইলার্সের মালিক আব্দুল কাদের অভিযোগ করে বলেন, আমরা কেউ কেউ ২০-৩০ বছর ধরে এখানে সেলাইয়ের কাজ করছি। অগ্নিকাণ্ডের পর কেউ আমাদের সাথে কথা বলছে না, কেউ আমাদের সহায়তা দিচ্ছে না। আমাদের বসার সুযোগও দিচ্ছে না। আমরা যদি এখানে অস্থায়ীভাবে বসতে পারি তাহলে ঈদের আগে পাওনাদারের টাকাটা পাব। নইলে তো সেটাও পাব না।
মো. আব্বাস নামের আরেক ব্যবসায়ী বলেন, সিটি করপোরেশন থেকে আমাদের তালিকা নেওয়া হয়েছে ৷ কিন্তু আমাদের তো পকেটে চলার মতো কোনো টাকা নেই। তাই সমাজের বিত্তবানরা যদি এ দুঃসময়ে আমাদের পাশে দাঁড়ায়, তাহলে অন্তত খেয়ে পরে বাঁচতে পারব।
আর্থিক সহায়তার পাশাপাশি এ সময় তারা বঙ্গবাজারের সব দরজি ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসনের দাবি জানান।

বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত দরজি ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিত্তবান ব্যবসায়ীদের কাছে সহায়তা চেয়েছেন। ঈদের আগে তারা কর্মহারা হয়ে মানবেতর জীবনযাপন করছেন এমন জানিয়েছে বুধবার দুপুরে ব্যানার হাতে দাঁড়িয়ে সহায়তা চেয়েছেন তারা।
মো. নাজিম নামের এক দরজি ব্যবসায়ী বলেন, বঙ্গবাজার কমপ্লেক্সের তৃতীয় তলায় নাজিম টেইলার্স নামের আমার সেলাইয়ের দোকান ছিল। আগুনে সেটি পুড়ে গেছি ৷ আমার মতো এখানকার সব দরজি ব্যবসায়ী আজ নিঃস্ব ৷ কিন্তু আমাদের কেউ খোঁজ পর্যন্ত নেয়নি। খুচরা ব্যবসায়ীদের আপাতত অস্থায়ীভাবে বসার সুযোগ করে দেওয়া হলেও, আমাদের কোনো ব্যবস্থা করা হয়নি।
নাজিম আরও বলেন, আমার দরজি ব্যবসায়ীরা আমাদের মহানগর কমপ্লেক্স দোকান মালিক সমিতির সঙ্গে কথা বলেছি, তারা আমাদের আশ্বাস দিলেও কোনো সহায়তা এখনো আমরা পাইনি। আমাদের পকেটে চলার মতোও অর্থ নেই। আমাদের দিকটা যদি কেউ না দেখে, তাহলে আমরা যাব কোথায়?
আদর্শ মার্কেটের জাকির টেইলার্সের মালিক আব্দুল কাদের অভিযোগ করে বলেন, আমরা কেউ কেউ ২০-৩০ বছর ধরে এখানে সেলাইয়ের কাজ করছি। অগ্নিকাণ্ডের পর কেউ আমাদের সাথে কথা বলছে না, কেউ আমাদের সহায়তা দিচ্ছে না। আমাদের বসার সুযোগও দিচ্ছে না। আমরা যদি এখানে অস্থায়ীভাবে বসতে পারি তাহলে ঈদের আগে পাওনাদারের টাকাটা পাব। নইলে তো সেটাও পাব না।
মো. আব্বাস নামের আরেক ব্যবসায়ী বলেন, সিটি করপোরেশন থেকে আমাদের তালিকা নেওয়া হয়েছে ৷ কিন্তু আমাদের তো পকেটে চলার মতো কোনো টাকা নেই। তাই সমাজের বিত্তবানরা যদি এ দুঃসময়ে আমাদের পাশে দাঁড়ায়, তাহলে অন্তত খেয়ে পরে বাঁচতে পারব।
আর্থিক সহায়তার পাশাপাশি এ সময় তারা বঙ্গবাজারের সব দরজি ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসনের দাবি জানান।

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
৩২ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে