ঢাবি প্রতিনিধি

মারধর করে প্রায় দুই লাখ টাকা ডাকাতির মামলায় গ্রেপ্তার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সহসভাপতি নাফিস ফুয়াদ ও ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান বাধনকে জামিন দিয়েছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাজিব শেখ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছন।
এসআই রাজিব শেখ জানান, গত ২৩ মে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার আসামিদের আদালতে পাঠানো হলে আদালত তাঁদের জামিন দেয়।
এর আগে, গত ২১ এপ্রিল মো. রুবেল নামের এক ব্যবসায়ী তিনজনের নাম উল্লেখ করে আরও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে শাহবাগ থানায় এই মামলা দায়ের করেন। অজ্ঞাতনামা আসামি থেকেই এ দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
এসআই রাজিব বলেন, ‘দস্যুতার মামলায় গ্রেপ্তারের পর বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী বর্তমানে জামিনে আছেন। কোর্টে তাঁদের জামিন দেওয়া হয়। যেহেতু মামলাটি তদন্তাধীন তাই অন্যান্য বিষয় বলা যাচ্ছে না।’
নাফিস বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবীর শয়নের আর বাঁধন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত।
এই বিষয়ে জানতে চাইলে তানভীর হাসান সৈকত বলেন, ‘মামলা হওয়া মানে দোষী তা প্রমাণিত নয়। বিষয়টি বর্তমানে আদালতে রয়েছে তাই কোনো মন্তব্য করছি না। আদালতে তাঁরা দোষী সাব্যস্ত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
সার্বিক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাকসুদুর রহমান বলেন, ‘দুজন শিক্ষার্থীকে গ্রেপ্তারের খবর পেয়েছি। তবে আনুষাঙ্গিক কাগজপত্র পাইনি। মামলার কাগজপত্র পেলে নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

মারধর করে প্রায় দুই লাখ টাকা ডাকাতির মামলায় গ্রেপ্তার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সহসভাপতি নাফিস ফুয়াদ ও ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান বাধনকে জামিন দিয়েছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাজিব শেখ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছন।
এসআই রাজিব শেখ জানান, গত ২৩ মে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার আসামিদের আদালতে পাঠানো হলে আদালত তাঁদের জামিন দেয়।
এর আগে, গত ২১ এপ্রিল মো. রুবেল নামের এক ব্যবসায়ী তিনজনের নাম উল্লেখ করে আরও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে শাহবাগ থানায় এই মামলা দায়ের করেন। অজ্ঞাতনামা আসামি থেকেই এ দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
এসআই রাজিব বলেন, ‘দস্যুতার মামলায় গ্রেপ্তারের পর বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী বর্তমানে জামিনে আছেন। কোর্টে তাঁদের জামিন দেওয়া হয়। যেহেতু মামলাটি তদন্তাধীন তাই অন্যান্য বিষয় বলা যাচ্ছে না।’
নাফিস বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবীর শয়নের আর বাঁধন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত।
এই বিষয়ে জানতে চাইলে তানভীর হাসান সৈকত বলেন, ‘মামলা হওয়া মানে দোষী তা প্রমাণিত নয়। বিষয়টি বর্তমানে আদালতে রয়েছে তাই কোনো মন্তব্য করছি না। আদালতে তাঁরা দোষী সাব্যস্ত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
সার্বিক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাকসুদুর রহমান বলেন, ‘দুজন শিক্ষার্থীকে গ্রেপ্তারের খবর পেয়েছি। তবে আনুষাঙ্গিক কাগজপত্র পাইনি। মামলার কাগজপত্র পেলে নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর উত্তরা সেক্টর-১১-এর রোড-১৮-এর একটি সাততলা ভবনে অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ভবনের দ্বিতীয় তলার একটি আবাসিক ফ্ল্যাটে আগুনের সূত্রপাত হয়।
৩২ মিনিট আগে
স্বজনদের ভাষ্য অনুযায়ী, শফিকুল ইসলামের মাঠে একটি বৈদ্যুতিক সেচযন্ত্র রয়েছে। প্রতিদিনের মতো আজ ভোরেও তিনি সেচপাম্প চালু করতে মাঠে যান। পরে মাঠে কাজ করতে আসা কয়েকজন কৃষক পাশের বাগানে একটি কাঁঠালগাছের সঙ্গে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে বাড়িতে খবর দেন।
৩৯ মিনিট আগে
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জলবায়ু ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাস্তবায়িত ‘স্থানীয় নেতৃত্বে অন্তর্ভুক্তিমূলক অভিযোজনের মাধ্যমে জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি’ প্রকল্পের আওতায় সামিরা দুরহাট ছড়া এলাকায় খাল পারাপারের জন্য নির্মাণ করা হয়েছে দুটি জলবায়ু সহনশীল ভেলা।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, মারধর, গাড়ি ভাঙচুর ও আসামি ছিনতাইয়ের ঘটনায় প্রধান অভিযুক্ত দুই ডজন মামলার আসামি মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার সকালে র্যাব-১ স্পেশালাইজড কোম্পানি, পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট...
১ ঘণ্টা আগে