ঢাবি প্রতিনিধি

মারধর করে প্রায় দুই লাখ টাকা ডাকাতির মামলায় গ্রেপ্তার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সহসভাপতি নাফিস ফুয়াদ ও ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান বাধনকে জামিন দিয়েছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাজিব শেখ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছন।
এসআই রাজিব শেখ জানান, গত ২৩ মে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার আসামিদের আদালতে পাঠানো হলে আদালত তাঁদের জামিন দেয়।
এর আগে, গত ২১ এপ্রিল মো. রুবেল নামের এক ব্যবসায়ী তিনজনের নাম উল্লেখ করে আরও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে শাহবাগ থানায় এই মামলা দায়ের করেন। অজ্ঞাতনামা আসামি থেকেই এ দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
এসআই রাজিব বলেন, ‘দস্যুতার মামলায় গ্রেপ্তারের পর বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী বর্তমানে জামিনে আছেন। কোর্টে তাঁদের জামিন দেওয়া হয়। যেহেতু মামলাটি তদন্তাধীন তাই অন্যান্য বিষয় বলা যাচ্ছে না।’
নাফিস বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবীর শয়নের আর বাঁধন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত।
এই বিষয়ে জানতে চাইলে তানভীর হাসান সৈকত বলেন, ‘মামলা হওয়া মানে দোষী তা প্রমাণিত নয়। বিষয়টি বর্তমানে আদালতে রয়েছে তাই কোনো মন্তব্য করছি না। আদালতে তাঁরা দোষী সাব্যস্ত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
সার্বিক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাকসুদুর রহমান বলেন, ‘দুজন শিক্ষার্থীকে গ্রেপ্তারের খবর পেয়েছি। তবে আনুষাঙ্গিক কাগজপত্র পাইনি। মামলার কাগজপত্র পেলে নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

মারধর করে প্রায় দুই লাখ টাকা ডাকাতির মামলায় গ্রেপ্তার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সহসভাপতি নাফিস ফুয়াদ ও ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান বাধনকে জামিন দিয়েছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাজিব শেখ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছন।
এসআই রাজিব শেখ জানান, গত ২৩ মে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার আসামিদের আদালতে পাঠানো হলে আদালত তাঁদের জামিন দেয়।
এর আগে, গত ২১ এপ্রিল মো. রুবেল নামের এক ব্যবসায়ী তিনজনের নাম উল্লেখ করে আরও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে শাহবাগ থানায় এই মামলা দায়ের করেন। অজ্ঞাতনামা আসামি থেকেই এ দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
এসআই রাজিব বলেন, ‘দস্যুতার মামলায় গ্রেপ্তারের পর বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী বর্তমানে জামিনে আছেন। কোর্টে তাঁদের জামিন দেওয়া হয়। যেহেতু মামলাটি তদন্তাধীন তাই অন্যান্য বিষয় বলা যাচ্ছে না।’
নাফিস বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবীর শয়নের আর বাঁধন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত।
এই বিষয়ে জানতে চাইলে তানভীর হাসান সৈকত বলেন, ‘মামলা হওয়া মানে দোষী তা প্রমাণিত নয়। বিষয়টি বর্তমানে আদালতে রয়েছে তাই কোনো মন্তব্য করছি না। আদালতে তাঁরা দোষী সাব্যস্ত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
সার্বিক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাকসুদুর রহমান বলেন, ‘দুজন শিক্ষার্থীকে গ্রেপ্তারের খবর পেয়েছি। তবে আনুষাঙ্গিক কাগজপত্র পাইনি। মামলার কাগজপত্র পেলে নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
২ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৩ ঘণ্টা আগে