উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবেশে দুই প্রবাসীর সর্বস্ব লুটের ঘটনায় অজ্ঞান পার্টির এক সদস্যকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাঁর নাম মো. মামুন (৩১)। গতকাল বুধবার রাত ১০টার দিকে বিমানবন্দরের অভ্যন্তর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়।
আজ বৃহস্পতিবার বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এসব তথ্য জানান। গ্রেপ্তার মামুন কিশোরগঞ্জের কুলিয়ারচরের বাসিন্দা।
অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক বলেন, যাত্রীবেশে ব্যাগ নিয়ে বিমানবন্দরে ঘুরে বেড়াতো মামুন। পরে কৌশলে প্রবাসীর গন্তব্য জেনে একই দিকে যাবেন বলে সহযাত্রী হতেন। যাত্রাপথে সুযোগ বুঝে প্রবাসীকে অচেতন করে সর্বস্ব লুটে নিতেন।
তিনি জানান, গত ৫ আগস্ট দুবাই থেকে আগত অজিত সরকারের সঙ্গে যাত্রীবেশী মামুনের পরিচয় হয়। কৌশলে প্রবাসীর গন্তব্য জেনে নেন প্রতারক মামুন। এর পর নিজেও একই দিকে যাবেন বলে এক সঙ্গে যাওয়ার প্রস্তাব দেন। আস্থা অর্জন করে পথিমধ্যে যাত্রী অজিত সরকারকে জুস পান করান। পরে অজিত অজ্ঞান হলে তাঁর সকল মালামাল নিয়ে পালিয়ে যান মামুন।
একইভাবে দোহা থেকে ঢাকা ফেরার পর গত ৮ আগস্ট অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন ইয়াসিন আরাফাত। পরে তিনি গত ১৩ আগস্ট বিমানবন্দর এপিবিএনে অভিযোগ করেন। অন্যদিকে অজিতও একই অভিযোগ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে মামুনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালেও বিমানবন্দরের অভ্যন্তরে যাত্রী বেশে ঘোরাঘুরি করছিলেন তিনি।
গ্রেপ্তারের পর নিজেকে যাত্রী দাবি করলেও পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই যাত্রীকে অচেতন করে তাঁদের মালামাল লুটে নেওয়ার কথা মামুন স্বীকার করেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবেশে দুই প্রবাসীর সর্বস্ব লুটের ঘটনায় অজ্ঞান পার্টির এক সদস্যকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাঁর নাম মো. মামুন (৩১)। গতকাল বুধবার রাত ১০টার দিকে বিমানবন্দরের অভ্যন্তর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়।
আজ বৃহস্পতিবার বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এসব তথ্য জানান। গ্রেপ্তার মামুন কিশোরগঞ্জের কুলিয়ারচরের বাসিন্দা।
অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক বলেন, যাত্রীবেশে ব্যাগ নিয়ে বিমানবন্দরে ঘুরে বেড়াতো মামুন। পরে কৌশলে প্রবাসীর গন্তব্য জেনে একই দিকে যাবেন বলে সহযাত্রী হতেন। যাত্রাপথে সুযোগ বুঝে প্রবাসীকে অচেতন করে সর্বস্ব লুটে নিতেন।
তিনি জানান, গত ৫ আগস্ট দুবাই থেকে আগত অজিত সরকারের সঙ্গে যাত্রীবেশী মামুনের পরিচয় হয়। কৌশলে প্রবাসীর গন্তব্য জেনে নেন প্রতারক মামুন। এর পর নিজেও একই দিকে যাবেন বলে এক সঙ্গে যাওয়ার প্রস্তাব দেন। আস্থা অর্জন করে পথিমধ্যে যাত্রী অজিত সরকারকে জুস পান করান। পরে অজিত অজ্ঞান হলে তাঁর সকল মালামাল নিয়ে পালিয়ে যান মামুন।
একইভাবে দোহা থেকে ঢাকা ফেরার পর গত ৮ আগস্ট অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন ইয়াসিন আরাফাত। পরে তিনি গত ১৩ আগস্ট বিমানবন্দর এপিবিএনে অভিযোগ করেন। অন্যদিকে অজিতও একই অভিযোগ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে মামুনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালেও বিমানবন্দরের অভ্যন্তরে যাত্রী বেশে ঘোরাঘুরি করছিলেন তিনি।
গ্রেপ্তারের পর নিজেকে যাত্রী দাবি করলেও পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই যাত্রীকে অচেতন করে তাঁদের মালামাল লুটে নেওয়ার কথা মামুন স্বীকার করেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মুছারচর এলাকায় প্রতিবন্ধী এক অটোরিকশাচালকের স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে মুছারচর সড়কের ঢালে সোহেল (৪০) নামের ওই ব্যক্তির লাশ পাওয়া যায়।
২ মিনিট আগে
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক। তবে আগামী নির্বাচনে কী হবে, কী হবে না, তা ঠিক করবে তরুণরা।’
৪২ মিনিট আগে
ডিএনসিসি প্রশাসক বলেন, ভাড়া দেওয়ার আগে অবশ্যই বাড়িটি বসবাসের উপযোগী করে রাখতে হবে। বাড়িতে ইউটিলিটি সার্ভিসের (গ্যাস, বিদ্যুৎ ও পানি) নিরবচ্ছিন্ন সংযোগ ও প্রতিদিন গৃহস্থালি বর্জ্য সংগ্রহসহ অন্যান্য সব সুবিধা নিশ্চিত করতে হবে। তবে ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে যথাযথ বিলের বেশি বা লাভ নেওয়া যাবে না।
১ ঘণ্টা আগে
বরিশালের হিজলা উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ চার জেলের মধ্যে দুজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার
১ ঘণ্টা আগে