নিজস্ব প্রতিবেদক

চলমান কঠোর লকডাউনে গ্রেপ্তারকৃতদের থানা হাজতে রাখা, আদালতের হাজতখানায় রাখা এবং আদালতে হাজির করার সময় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। বিষয়টি একজন আইনজীবী আদালতের নজরে আনলে হাইকোর্ট এ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
আজ বুধবার অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনকে এ বিষয়ে নির্দেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক ভার্চুয়াল বেঞ্চ।
আটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনকে উদ্দেশ করে হাইকোর্ট বলেন, ‘আপনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে কথা বলুন। কীভাবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে গ্রেপ্তারকৃতদের হাজিরা নিশ্চিত করা যায়, সে বিষয়ে ব্যবস্থা নিতে বলেন।’
বিষয়টি হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদ উদ্দিন। আদালতে আসাদ উদ্দিন বলেন, ‘লকডাউনে বিভিন্ন অভিযোগে রাজধানীর থানাগুলো থেকে গ্রেপ্তার করে সবাইকে একযোগে আদালতের কয়েদখানায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে কোর্ট কাস্টোডিতে একজনের সঙ্গে একজন লেগে, একজনের নিশ্বাসের সঙ্গে আরেকজনের নিশ্বাস মিশে একাকার হচ্ছে। একইভাবে তাদের রিসিভি করার জন্য, দেখার জন্য গারদখানার সামনে ভিড় করছেন তাদের আত্মীয়-স্বজন। যে অবস্থা সেখানে দেখা গেছে, কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। আমি আপনার কাছে প্রার্থনা করতে চাই, যাদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে তাদের স্ব স্ব থানায় রেখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রডিউস করা যায় কি-না।’
উল্লেখ্য, ১ জুলাই থেকে শুরু কঠোর লকডাউনের মধ্যে ‘বিনা কারণে’ ঘরের বাইরে বের হওয়ার অভিযোগে গতকাল মঙ্গলবার পর্যন্ত রাজধানীতে ২ হাজার ৪৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চলমান কঠোর লকডাউনে গ্রেপ্তারকৃতদের থানা হাজতে রাখা, আদালতের হাজতখানায় রাখা এবং আদালতে হাজির করার সময় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। বিষয়টি একজন আইনজীবী আদালতের নজরে আনলে হাইকোর্ট এ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
আজ বুধবার অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনকে এ বিষয়ে নির্দেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক ভার্চুয়াল বেঞ্চ।
আটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনকে উদ্দেশ করে হাইকোর্ট বলেন, ‘আপনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে কথা বলুন। কীভাবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে গ্রেপ্তারকৃতদের হাজিরা নিশ্চিত করা যায়, সে বিষয়ে ব্যবস্থা নিতে বলেন।’
বিষয়টি হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদ উদ্দিন। আদালতে আসাদ উদ্দিন বলেন, ‘লকডাউনে বিভিন্ন অভিযোগে রাজধানীর থানাগুলো থেকে গ্রেপ্তার করে সবাইকে একযোগে আদালতের কয়েদখানায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে কোর্ট কাস্টোডিতে একজনের সঙ্গে একজন লেগে, একজনের নিশ্বাসের সঙ্গে আরেকজনের নিশ্বাস মিশে একাকার হচ্ছে। একইভাবে তাদের রিসিভি করার জন্য, দেখার জন্য গারদখানার সামনে ভিড় করছেন তাদের আত্মীয়-স্বজন। যে অবস্থা সেখানে দেখা গেছে, কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। আমি আপনার কাছে প্রার্থনা করতে চাই, যাদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে তাদের স্ব স্ব থানায় রেখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রডিউস করা যায় কি-না।’
উল্লেখ্য, ১ জুলাই থেকে শুরু কঠোর লকডাউনের মধ্যে ‘বিনা কারণে’ ঘরের বাইরে বের হওয়ার অভিযোগে গতকাল মঙ্গলবার পর্যন্ত রাজধানীতে ২ হাজার ৪৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
৭ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে