Ajker Patrika

রাজধানীতে পোশাকশ্রমিককে চাপা দেওয়া পিকআপ ভ্যানের রেজিস্ট্রেশন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিক নিহতের পর সহকর্মীর লাশের কফিন নিয়ে বিক্ষোভ করা হয়। ছবি: আজকের পত্রিকা
বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিক নিহতের পর সহকর্মীর লাশের কফিন নিয়ে বিক্ষোভ করা হয়। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় নারী পোশাকশ্রমিক নিহতের ঘটনায় দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ সোমবার বিকেলে বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের (ইকুরিয়া) উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. সানাউল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ঢাকা মেট্রো-ন-১৪-০৭৬২ নম্বর মোটরযানটি সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়। এতে এক নারী পোশাকশ্রমিক নিহত হন এবং এক ব্যক্তি আহত হন।

এর পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৪৬ অনুযায়ী উক্ত মোটরযানের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বিআরটিএ আরও জানিয়েছে, মোটরযানটির মালিককে রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট, চালকের ড্রাইভিং লাইসেন্সসহ আগামী তিন কার্যদিবসের মধ্যে ঢাকা মেট্রো-২ সার্কেলের কার্যালয়ে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে প্রযোজ্য নথিপত্র ও তথ্য না দিলে রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিলসহ সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত