নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুই দফা অভিযান চালিয়েও গুলশান লেকে কোনো নিখোঁজ শিশুর সন্ধান পাননি ফায়ার সার্ভিসের ডুবুরিরা। লেকে আসলেই কেউ পড়েছিল কিনা তা নিয়েই এখন সন্দেহ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এ ছাড়া শিশু নিখোঁজের কোনো অভিযোগও পাওয়া যায়নি। আর যেই শিশু খবর দিয়েছিল তারও কোনো সন্ধান মিলছে না।
গত রোববার রাজধানীর মহাখালীতে যক্ষ্মা হাসপাতালের (টিবি) গেট এলাকায় লেকের পানিতে পড়ে একটি শিশুর নিখোঁজ হওয়ার পাওয়া যায়। এ নিয়ে কয়েকটি গণমাধ্যমে খবরও আসে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। কিন্তু দুই দফা চেষ্টা চালিয়েও কাউকে না পাওয়ায় অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস।
গত রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে রিয়া নামের একটি ছিন্নমূল শিশু লেকের পানিতে পড়ে নিখোঁজ হয়েছে বলে জানায় আরেক ছিন্নমূল শিশু। খবর পেয়ে শিশুকে উদ্ধারে লেকে নামে ফায়ার সার্ভিসের সিদ্দিকবাজার স্টেশনের ডুবুরিরা। সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত খোঁজাখুঁজি করে উদ্ধার করতে পারেননি তাঁরা। পরদিন সোমবার সকাল সাড়ে ৭টা থেকে আবার লেকে নামেন ডুবুরিরা। বেলা ১১টা পর্যন্ত খুঁজেও কাউকে পাওয়া যায়নি। এরপর অভিযানে ইতি টানে ফায়ার সার্ভিস।
সায়ার সার্ভিস ও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, লেকে আসলেই কেউ পড়েছিল কিনা এটা নিয়েও এখন প্রশ্ন উঠছে। কেউ পড়লে ডুবুরিরা খুঁজে পাক আর না পাক মরদেহ ভেসে উঠত অবশ্যই।
এদিকে ঘটনার এতক্ষণ পরেও নিখোঁজ দাবি করে কোনো শিশুর অভিভাবকও আসেননি। যে ছিন্নমূল শিশু রিয়া নামের ওই শিশু পানিতে পড়েছে বলে খবর দিয়েছিল তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের সিদ্দিকবাজার স্টেশনের সাব অফিসার মো. আবুল খায়ের বলেন, ‘আমরা দুই দফা অভিযান চালিয়েছি সেখান থেকে কাউকেই উদ্ধার করতে পারিনি। লেকে বড়জোর তিন ফুট পানি এবং কোনো স্রোত নেই। কেউ ডুবলে যাবে কোথায়?’
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক বলেন, ‘ওখানে কেউ পড়েছিল কিনা এটা নিয়েও এখন প্রশ্ন উঠছে। কেউ যদি লেকের পানিতে পড়ে থাকে তাহলে ডুবুরিরা উদ্ধার করতে পারুক আর না পারুক ফুলে ভেসে ওঠার কথা। সেটাও তো হলো না!’

দুই দফা অভিযান চালিয়েও গুলশান লেকে কোনো নিখোঁজ শিশুর সন্ধান পাননি ফায়ার সার্ভিসের ডুবুরিরা। লেকে আসলেই কেউ পড়েছিল কিনা তা নিয়েই এখন সন্দেহ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এ ছাড়া শিশু নিখোঁজের কোনো অভিযোগও পাওয়া যায়নি। আর যেই শিশু খবর দিয়েছিল তারও কোনো সন্ধান মিলছে না।
গত রোববার রাজধানীর মহাখালীতে যক্ষ্মা হাসপাতালের (টিবি) গেট এলাকায় লেকের পানিতে পড়ে একটি শিশুর নিখোঁজ হওয়ার পাওয়া যায়। এ নিয়ে কয়েকটি গণমাধ্যমে খবরও আসে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। কিন্তু দুই দফা চেষ্টা চালিয়েও কাউকে না পাওয়ায় অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস।
গত রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে রিয়া নামের একটি ছিন্নমূল শিশু লেকের পানিতে পড়ে নিখোঁজ হয়েছে বলে জানায় আরেক ছিন্নমূল শিশু। খবর পেয়ে শিশুকে উদ্ধারে লেকে নামে ফায়ার সার্ভিসের সিদ্দিকবাজার স্টেশনের ডুবুরিরা। সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত খোঁজাখুঁজি করে উদ্ধার করতে পারেননি তাঁরা। পরদিন সোমবার সকাল সাড়ে ৭টা থেকে আবার লেকে নামেন ডুবুরিরা। বেলা ১১টা পর্যন্ত খুঁজেও কাউকে পাওয়া যায়নি। এরপর অভিযানে ইতি টানে ফায়ার সার্ভিস।
সায়ার সার্ভিস ও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, লেকে আসলেই কেউ পড়েছিল কিনা এটা নিয়েও এখন প্রশ্ন উঠছে। কেউ পড়লে ডুবুরিরা খুঁজে পাক আর না পাক মরদেহ ভেসে উঠত অবশ্যই।
এদিকে ঘটনার এতক্ষণ পরেও নিখোঁজ দাবি করে কোনো শিশুর অভিভাবকও আসেননি। যে ছিন্নমূল শিশু রিয়া নামের ওই শিশু পানিতে পড়েছে বলে খবর দিয়েছিল তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের সিদ্দিকবাজার স্টেশনের সাব অফিসার মো. আবুল খায়ের বলেন, ‘আমরা দুই দফা অভিযান চালিয়েছি সেখান থেকে কাউকেই উদ্ধার করতে পারিনি। লেকে বড়জোর তিন ফুট পানি এবং কোনো স্রোত নেই। কেউ ডুবলে যাবে কোথায়?’
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক বলেন, ‘ওখানে কেউ পড়েছিল কিনা এটা নিয়েও এখন প্রশ্ন উঠছে। কেউ যদি লেকের পানিতে পড়ে থাকে তাহলে ডুবুরিরা উদ্ধার করতে পারুক আর না পারুক ফুলে ভেসে ওঠার কথা। সেটাও তো হলো না!’

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
২৫ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে