নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুই দফা অভিযান চালিয়েও গুলশান লেকে কোনো নিখোঁজ শিশুর সন্ধান পাননি ফায়ার সার্ভিসের ডুবুরিরা। লেকে আসলেই কেউ পড়েছিল কিনা তা নিয়েই এখন সন্দেহ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এ ছাড়া শিশু নিখোঁজের কোনো অভিযোগও পাওয়া যায়নি। আর যেই শিশু খবর দিয়েছিল তারও কোনো সন্ধান মিলছে না।
গত রোববার রাজধানীর মহাখালীতে যক্ষ্মা হাসপাতালের (টিবি) গেট এলাকায় লেকের পানিতে পড়ে একটি শিশুর নিখোঁজ হওয়ার পাওয়া যায়। এ নিয়ে কয়েকটি গণমাধ্যমে খবরও আসে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। কিন্তু দুই দফা চেষ্টা চালিয়েও কাউকে না পাওয়ায় অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস।
গত রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে রিয়া নামের একটি ছিন্নমূল শিশু লেকের পানিতে পড়ে নিখোঁজ হয়েছে বলে জানায় আরেক ছিন্নমূল শিশু। খবর পেয়ে শিশুকে উদ্ধারে লেকে নামে ফায়ার সার্ভিসের সিদ্দিকবাজার স্টেশনের ডুবুরিরা। সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত খোঁজাখুঁজি করে উদ্ধার করতে পারেননি তাঁরা। পরদিন সোমবার সকাল সাড়ে ৭টা থেকে আবার লেকে নামেন ডুবুরিরা। বেলা ১১টা পর্যন্ত খুঁজেও কাউকে পাওয়া যায়নি। এরপর অভিযানে ইতি টানে ফায়ার সার্ভিস।
সায়ার সার্ভিস ও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, লেকে আসলেই কেউ পড়েছিল কিনা এটা নিয়েও এখন প্রশ্ন উঠছে। কেউ পড়লে ডুবুরিরা খুঁজে পাক আর না পাক মরদেহ ভেসে উঠত অবশ্যই।
এদিকে ঘটনার এতক্ষণ পরেও নিখোঁজ দাবি করে কোনো শিশুর অভিভাবকও আসেননি। যে ছিন্নমূল শিশু রিয়া নামের ওই শিশু পানিতে পড়েছে বলে খবর দিয়েছিল তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের সিদ্দিকবাজার স্টেশনের সাব অফিসার মো. আবুল খায়ের বলেন, ‘আমরা দুই দফা অভিযান চালিয়েছি সেখান থেকে কাউকেই উদ্ধার করতে পারিনি। লেকে বড়জোর তিন ফুট পানি এবং কোনো স্রোত নেই। কেউ ডুবলে যাবে কোথায়?’
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক বলেন, ‘ওখানে কেউ পড়েছিল কিনা এটা নিয়েও এখন প্রশ্ন উঠছে। কেউ যদি লেকের পানিতে পড়ে থাকে তাহলে ডুবুরিরা উদ্ধার করতে পারুক আর না পারুক ফুলে ভেসে ওঠার কথা। সেটাও তো হলো না!’

দুই দফা অভিযান চালিয়েও গুলশান লেকে কোনো নিখোঁজ শিশুর সন্ধান পাননি ফায়ার সার্ভিসের ডুবুরিরা। লেকে আসলেই কেউ পড়েছিল কিনা তা নিয়েই এখন সন্দেহ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এ ছাড়া শিশু নিখোঁজের কোনো অভিযোগও পাওয়া যায়নি। আর যেই শিশু খবর দিয়েছিল তারও কোনো সন্ধান মিলছে না।
গত রোববার রাজধানীর মহাখালীতে যক্ষ্মা হাসপাতালের (টিবি) গেট এলাকায় লেকের পানিতে পড়ে একটি শিশুর নিখোঁজ হওয়ার পাওয়া যায়। এ নিয়ে কয়েকটি গণমাধ্যমে খবরও আসে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। কিন্তু দুই দফা চেষ্টা চালিয়েও কাউকে না পাওয়ায় অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস।
গত রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে রিয়া নামের একটি ছিন্নমূল শিশু লেকের পানিতে পড়ে নিখোঁজ হয়েছে বলে জানায় আরেক ছিন্নমূল শিশু। খবর পেয়ে শিশুকে উদ্ধারে লেকে নামে ফায়ার সার্ভিসের সিদ্দিকবাজার স্টেশনের ডুবুরিরা। সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত খোঁজাখুঁজি করে উদ্ধার করতে পারেননি তাঁরা। পরদিন সোমবার সকাল সাড়ে ৭টা থেকে আবার লেকে নামেন ডুবুরিরা। বেলা ১১টা পর্যন্ত খুঁজেও কাউকে পাওয়া যায়নি। এরপর অভিযানে ইতি টানে ফায়ার সার্ভিস।
সায়ার সার্ভিস ও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, লেকে আসলেই কেউ পড়েছিল কিনা এটা নিয়েও এখন প্রশ্ন উঠছে। কেউ পড়লে ডুবুরিরা খুঁজে পাক আর না পাক মরদেহ ভেসে উঠত অবশ্যই।
এদিকে ঘটনার এতক্ষণ পরেও নিখোঁজ দাবি করে কোনো শিশুর অভিভাবকও আসেননি। যে ছিন্নমূল শিশু রিয়া নামের ওই শিশু পানিতে পড়েছে বলে খবর দিয়েছিল তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের সিদ্দিকবাজার স্টেশনের সাব অফিসার মো. আবুল খায়ের বলেন, ‘আমরা দুই দফা অভিযান চালিয়েছি সেখান থেকে কাউকেই উদ্ধার করতে পারিনি। লেকে বড়জোর তিন ফুট পানি এবং কোনো স্রোত নেই। কেউ ডুবলে যাবে কোথায়?’
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক বলেন, ‘ওখানে কেউ পড়েছিল কিনা এটা নিয়েও এখন প্রশ্ন উঠছে। কেউ যদি লেকের পানিতে পড়ে থাকে তাহলে ডুবুরিরা উদ্ধার করতে পারুক আর না পারুক ফুলে ভেসে ওঠার কথা। সেটাও তো হলো না!’

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয়ে ২০ লাখ চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশ তাঁদের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
৩৪ মিনিট আগে
ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মইনুল হক বলেন, সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে কতজন আহত হয়েছেন, তা প্রাথমিকভাবে জানা যায়নি। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
৪২ মিনিট আগে
মৌলভীবাজারের মতো নরসিংদীতেও নেতা-কর্মীদের বাধার মুখে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মো. আমজাদ হোসাইন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নরসিংদী-২ (পলাশ) আসন থেকে তাঁর প্রার্থিতা প্রত্যাহারের পরিকল্পনা ছিল বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষক ও এক প্রকৌশলীকে পৃথক অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগে পরীক্ষাসংক্রান্ত অনিয়মের অভিযোগে অধিকতর তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড।
১ ঘণ্টা আগে