Ajker Patrika

পেঁয়াজ-সংকট ভারতে দাম বাড়ল বাংলাদেশে

আয়নাল হোসেন, ঢাকা
পেঁয়াজ-সংকট ভারতে দাম বাড়ল বাংলাদেশে

দেশের মোকাম, পাইকারি এবং খুচরা বাজার, কোথাও পেঁয়াজের সংকট নেই। কিন্তু শুধু ভারতে দাম বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০ টাকা বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। এতে ভোক্তাদের চড়া দামে তা কিনতে হচ্ছে। পাবনা, ফরিদপুর, বেনাপোল ও রাজধানীর পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশে বর্তমানে প্রচুর পরিমাণে দেশি পেঁয়াজ মজুত রয়েছে। কিন্তু ভারতে দাম কিছুটা বাড়ায় ব্যবসায়ীরা সেই সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। এ ছাড়া গত কয়েক দিন বৃষ্টির কারণে বাজারে পেঁয়াজ আনতে পারছেন না কৃষকেরা। এসব কারণে বাজারে পেঁয়াজের দাম বাড়তি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সেপ্টেম্বর-অক্টোবর মাস এলে ভারতে পেঁয়াজের সংকট তৈরি হয় এবং এ সময় দেশটি পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এ প্রবণতা দুই-তিন বছর ধরে চলে আসছে। ফলে বছরের এ সময়ে বেশি লাভের আশায় পেঁয়াজ মজুত করে রাখেন অনেক মৌসুমি ব্যবসায়ী। তবে এ বছর এমনটি হওয়ার সম্ভাবনা নেই। কারণ, দেশে বিপুল পরিমাণ পেঁয়াজ মজুত রয়েছে।  রাজধানীর শ্যামবাজারে গতকাল প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০-৫৭ টাকায়। যা চার-পাঁচ দিন আগে ছিল ৩৮-৪২ টাকা। অর্থাৎ পাইকারি পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম বেড়েছে ১২-১৫ টাকা। আর বিদেশি পেঁয়াজের সরবরাহই কম।

পাবনার সুজানগরে পেঁয়াজের আড়তদার মামুন হোসেন জানান, ভারতে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৫ টাকা বেড়েছে। এই খবরে তাঁদের এলাকায় পেঁয়াজের দাম মণপ্রতি ৩০০-৫০০ টাকা পর্যন্ত বেড়েছে।  
রাজধানীর নয়াবাজারের খুচরা পেঁয়াজ ব্যবসায়ী আবুল কালাম জানান, চার-পাঁচ দিন আগেও তাঁদের বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ছিল ৪৫-৫০ টাকা। রোববার তা বিক্রি হয়েছে ৬০ টাকায়। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০-৪৫ টাকায়।

গতকাল বেনাপোলে প্রতি কেজি বিদেশি পেঁয়াজ পাইকারি পর্যায়ে বিক্রি হয়েছে ৪৫ টাকায় এবং খুচরা পর্যায়ে তা ৫০ টাকায় বিক্রি হয়েছে; যা আগে ছিল ৩৫ টাকা। আর প্রতি কেজি দেশি পেঁয়াজ পাইকারি পর্যায়ে গতকাল বিক্রি হয়েছে ৫০-৫৫ টাকা। আর খুচরা বিক্রি হয়েছে ৬০ টাকায়। টিসিবির হিসাব অনুযায়ী, গতকাল প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০-৬৫ টাকায়। যা এক সপ্তাহ আগে ছিল ৪০-৫০ টাকা। আর প্রতি কেজি বিদেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৫-৫৫ টাকা। যার দাম কেজিতে ৭-১০ টাকা পর্যন্ত বেড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত