আয়নাল হোসেন, ঢাকা

দেশের মোকাম, পাইকারি এবং খুচরা বাজার, কোথাও পেঁয়াজের সংকট নেই। কিন্তু শুধু ভারতে দাম বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০ টাকা বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। এতে ভোক্তাদের চড়া দামে তা কিনতে হচ্ছে। পাবনা, ফরিদপুর, বেনাপোল ও রাজধানীর পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশে বর্তমানে প্রচুর পরিমাণে দেশি পেঁয়াজ মজুত রয়েছে। কিন্তু ভারতে দাম কিছুটা বাড়ায় ব্যবসায়ীরা সেই সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। এ ছাড়া গত কয়েক দিন বৃষ্টির কারণে বাজারে পেঁয়াজ আনতে পারছেন না কৃষকেরা। এসব কারণে বাজারে পেঁয়াজের দাম বাড়তি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সেপ্টেম্বর-অক্টোবর মাস এলে ভারতে পেঁয়াজের সংকট তৈরি হয় এবং এ সময় দেশটি পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এ প্রবণতা দুই-তিন বছর ধরে চলে আসছে। ফলে বছরের এ সময়ে বেশি লাভের আশায় পেঁয়াজ মজুত করে রাখেন অনেক মৌসুমি ব্যবসায়ী। তবে এ বছর এমনটি হওয়ার সম্ভাবনা নেই। কারণ, দেশে বিপুল পরিমাণ পেঁয়াজ মজুত রয়েছে। রাজধানীর শ্যামবাজারে গতকাল প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০-৫৭ টাকায়। যা চার-পাঁচ দিন আগে ছিল ৩৮-৪২ টাকা। অর্থাৎ পাইকারি পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম বেড়েছে ১২-১৫ টাকা। আর বিদেশি পেঁয়াজের সরবরাহই কম।
পাবনার সুজানগরে পেঁয়াজের আড়তদার মামুন হোসেন জানান, ভারতে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৫ টাকা বেড়েছে। এই খবরে তাঁদের এলাকায় পেঁয়াজের দাম মণপ্রতি ৩০০-৫০০ টাকা পর্যন্ত বেড়েছে।
রাজধানীর নয়াবাজারের খুচরা পেঁয়াজ ব্যবসায়ী আবুল কালাম জানান, চার-পাঁচ দিন আগেও তাঁদের বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ছিল ৪৫-৫০ টাকা। রোববার তা বিক্রি হয়েছে ৬০ টাকায়। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০-৪৫ টাকায়।
গতকাল বেনাপোলে প্রতি কেজি বিদেশি পেঁয়াজ পাইকারি পর্যায়ে বিক্রি হয়েছে ৪৫ টাকায় এবং খুচরা পর্যায়ে তা ৫০ টাকায় বিক্রি হয়েছে; যা আগে ছিল ৩৫ টাকা। আর প্রতি কেজি দেশি পেঁয়াজ পাইকারি পর্যায়ে গতকাল বিক্রি হয়েছে ৫০-৫৫ টাকা। আর খুচরা বিক্রি হয়েছে ৬০ টাকায়। টিসিবির হিসাব অনুযায়ী, গতকাল প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০-৬৫ টাকায়। যা এক সপ্তাহ আগে ছিল ৪০-৫০ টাকা। আর প্রতি কেজি বিদেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৫-৫৫ টাকা। যার দাম কেজিতে ৭-১০ টাকা পর্যন্ত বেড়েছে।

দেশের মোকাম, পাইকারি এবং খুচরা বাজার, কোথাও পেঁয়াজের সংকট নেই। কিন্তু শুধু ভারতে দাম বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০ টাকা বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। এতে ভোক্তাদের চড়া দামে তা কিনতে হচ্ছে। পাবনা, ফরিদপুর, বেনাপোল ও রাজধানীর পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশে বর্তমানে প্রচুর পরিমাণে দেশি পেঁয়াজ মজুত রয়েছে। কিন্তু ভারতে দাম কিছুটা বাড়ায় ব্যবসায়ীরা সেই সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। এ ছাড়া গত কয়েক দিন বৃষ্টির কারণে বাজারে পেঁয়াজ আনতে পারছেন না কৃষকেরা। এসব কারণে বাজারে পেঁয়াজের দাম বাড়তি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সেপ্টেম্বর-অক্টোবর মাস এলে ভারতে পেঁয়াজের সংকট তৈরি হয় এবং এ সময় দেশটি পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এ প্রবণতা দুই-তিন বছর ধরে চলে আসছে। ফলে বছরের এ সময়ে বেশি লাভের আশায় পেঁয়াজ মজুত করে রাখেন অনেক মৌসুমি ব্যবসায়ী। তবে এ বছর এমনটি হওয়ার সম্ভাবনা নেই। কারণ, দেশে বিপুল পরিমাণ পেঁয়াজ মজুত রয়েছে। রাজধানীর শ্যামবাজারে গতকাল প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০-৫৭ টাকায়। যা চার-পাঁচ দিন আগে ছিল ৩৮-৪২ টাকা। অর্থাৎ পাইকারি পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম বেড়েছে ১২-১৫ টাকা। আর বিদেশি পেঁয়াজের সরবরাহই কম।
পাবনার সুজানগরে পেঁয়াজের আড়তদার মামুন হোসেন জানান, ভারতে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৫ টাকা বেড়েছে। এই খবরে তাঁদের এলাকায় পেঁয়াজের দাম মণপ্রতি ৩০০-৫০০ টাকা পর্যন্ত বেড়েছে।
রাজধানীর নয়াবাজারের খুচরা পেঁয়াজ ব্যবসায়ী আবুল কালাম জানান, চার-পাঁচ দিন আগেও তাঁদের বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ছিল ৪৫-৫০ টাকা। রোববার তা বিক্রি হয়েছে ৬০ টাকায়। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০-৪৫ টাকায়।
গতকাল বেনাপোলে প্রতি কেজি বিদেশি পেঁয়াজ পাইকারি পর্যায়ে বিক্রি হয়েছে ৪৫ টাকায় এবং খুচরা পর্যায়ে তা ৫০ টাকায় বিক্রি হয়েছে; যা আগে ছিল ৩৫ টাকা। আর প্রতি কেজি দেশি পেঁয়াজ পাইকারি পর্যায়ে গতকাল বিক্রি হয়েছে ৫০-৫৫ টাকা। আর খুচরা বিক্রি হয়েছে ৬০ টাকায়। টিসিবির হিসাব অনুযায়ী, গতকাল প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০-৬৫ টাকায়। যা এক সপ্তাহ আগে ছিল ৪০-৫০ টাকা। আর প্রতি কেজি বিদেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৫-৫৫ টাকা। যার দাম কেজিতে ৭-১০ টাকা পর্যন্ত বেড়েছে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে