আয়নাল হোসেন, ঢাকা

দেশের মোকাম, পাইকারি এবং খুচরা বাজার, কোথাও পেঁয়াজের সংকট নেই। কিন্তু শুধু ভারতে দাম বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০ টাকা বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। এতে ভোক্তাদের চড়া দামে তা কিনতে হচ্ছে। পাবনা, ফরিদপুর, বেনাপোল ও রাজধানীর পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশে বর্তমানে প্রচুর পরিমাণে দেশি পেঁয়াজ মজুত রয়েছে। কিন্তু ভারতে দাম কিছুটা বাড়ায় ব্যবসায়ীরা সেই সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। এ ছাড়া গত কয়েক দিন বৃষ্টির কারণে বাজারে পেঁয়াজ আনতে পারছেন না কৃষকেরা। এসব কারণে বাজারে পেঁয়াজের দাম বাড়তি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সেপ্টেম্বর-অক্টোবর মাস এলে ভারতে পেঁয়াজের সংকট তৈরি হয় এবং এ সময় দেশটি পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এ প্রবণতা দুই-তিন বছর ধরে চলে আসছে। ফলে বছরের এ সময়ে বেশি লাভের আশায় পেঁয়াজ মজুত করে রাখেন অনেক মৌসুমি ব্যবসায়ী। তবে এ বছর এমনটি হওয়ার সম্ভাবনা নেই। কারণ, দেশে বিপুল পরিমাণ পেঁয়াজ মজুত রয়েছে। রাজধানীর শ্যামবাজারে গতকাল প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০-৫৭ টাকায়। যা চার-পাঁচ দিন আগে ছিল ৩৮-৪২ টাকা। অর্থাৎ পাইকারি পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম বেড়েছে ১২-১৫ টাকা। আর বিদেশি পেঁয়াজের সরবরাহই কম।
পাবনার সুজানগরে পেঁয়াজের আড়তদার মামুন হোসেন জানান, ভারতে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৫ টাকা বেড়েছে। এই খবরে তাঁদের এলাকায় পেঁয়াজের দাম মণপ্রতি ৩০০-৫০০ টাকা পর্যন্ত বেড়েছে।
রাজধানীর নয়াবাজারের খুচরা পেঁয়াজ ব্যবসায়ী আবুল কালাম জানান, চার-পাঁচ দিন আগেও তাঁদের বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ছিল ৪৫-৫০ টাকা। রোববার তা বিক্রি হয়েছে ৬০ টাকায়। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০-৪৫ টাকায়।
গতকাল বেনাপোলে প্রতি কেজি বিদেশি পেঁয়াজ পাইকারি পর্যায়ে বিক্রি হয়েছে ৪৫ টাকায় এবং খুচরা পর্যায়ে তা ৫০ টাকায় বিক্রি হয়েছে; যা আগে ছিল ৩৫ টাকা। আর প্রতি কেজি দেশি পেঁয়াজ পাইকারি পর্যায়ে গতকাল বিক্রি হয়েছে ৫০-৫৫ টাকা। আর খুচরা বিক্রি হয়েছে ৬০ টাকায়। টিসিবির হিসাব অনুযায়ী, গতকাল প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০-৬৫ টাকায়। যা এক সপ্তাহ আগে ছিল ৪০-৫০ টাকা। আর প্রতি কেজি বিদেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৫-৫৫ টাকা। যার দাম কেজিতে ৭-১০ টাকা পর্যন্ত বেড়েছে।

দেশের মোকাম, পাইকারি এবং খুচরা বাজার, কোথাও পেঁয়াজের সংকট নেই। কিন্তু শুধু ভারতে দাম বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০ টাকা বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। এতে ভোক্তাদের চড়া দামে তা কিনতে হচ্ছে। পাবনা, ফরিদপুর, বেনাপোল ও রাজধানীর পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশে বর্তমানে প্রচুর পরিমাণে দেশি পেঁয়াজ মজুত রয়েছে। কিন্তু ভারতে দাম কিছুটা বাড়ায় ব্যবসায়ীরা সেই সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। এ ছাড়া গত কয়েক দিন বৃষ্টির কারণে বাজারে পেঁয়াজ আনতে পারছেন না কৃষকেরা। এসব কারণে বাজারে পেঁয়াজের দাম বাড়তি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সেপ্টেম্বর-অক্টোবর মাস এলে ভারতে পেঁয়াজের সংকট তৈরি হয় এবং এ সময় দেশটি পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এ প্রবণতা দুই-তিন বছর ধরে চলে আসছে। ফলে বছরের এ সময়ে বেশি লাভের আশায় পেঁয়াজ মজুত করে রাখেন অনেক মৌসুমি ব্যবসায়ী। তবে এ বছর এমনটি হওয়ার সম্ভাবনা নেই। কারণ, দেশে বিপুল পরিমাণ পেঁয়াজ মজুত রয়েছে। রাজধানীর শ্যামবাজারে গতকাল প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০-৫৭ টাকায়। যা চার-পাঁচ দিন আগে ছিল ৩৮-৪২ টাকা। অর্থাৎ পাইকারি পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম বেড়েছে ১২-১৫ টাকা। আর বিদেশি পেঁয়াজের সরবরাহই কম।
পাবনার সুজানগরে পেঁয়াজের আড়তদার মামুন হোসেন জানান, ভারতে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৫ টাকা বেড়েছে। এই খবরে তাঁদের এলাকায় পেঁয়াজের দাম মণপ্রতি ৩০০-৫০০ টাকা পর্যন্ত বেড়েছে।
রাজধানীর নয়াবাজারের খুচরা পেঁয়াজ ব্যবসায়ী আবুল কালাম জানান, চার-পাঁচ দিন আগেও তাঁদের বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ছিল ৪৫-৫০ টাকা। রোববার তা বিক্রি হয়েছে ৬০ টাকায়। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০-৪৫ টাকায়।
গতকাল বেনাপোলে প্রতি কেজি বিদেশি পেঁয়াজ পাইকারি পর্যায়ে বিক্রি হয়েছে ৪৫ টাকায় এবং খুচরা পর্যায়ে তা ৫০ টাকায় বিক্রি হয়েছে; যা আগে ছিল ৩৫ টাকা। আর প্রতি কেজি দেশি পেঁয়াজ পাইকারি পর্যায়ে গতকাল বিক্রি হয়েছে ৫০-৫৫ টাকা। আর খুচরা বিক্রি হয়েছে ৬০ টাকায়। টিসিবির হিসাব অনুযায়ী, গতকাল প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০-৬৫ টাকায়। যা এক সপ্তাহ আগে ছিল ৪০-৫০ টাকা। আর প্রতি কেজি বিদেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৫-৫৫ টাকা। যার দাম কেজিতে ৭-১০ টাকা পর্যন্ত বেড়েছে।

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
১৭ মিনিট আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
১ ঘণ্টা আগে