Ajker Patrika

রাজধানীর মালিবাগে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১৬ জুন ২০২৪, ১৬: ০৭
রাজধানীর মালিবাগে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

রাজধানীর মালিবাগ রেলগেটে ট্রেনে কাটা পড়ে আলম হোসেন (৫৬) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি পান-সুপারির ব্যবসা করতেন। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মালিবাগ রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসকেরা দুপুর দেড়টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও ফায়ার সার্ভিসের লিডার মো. কামরুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পাই—মালিবাগ রেলগেটে এক ব্যক্তি ট্রেনে কাটা পড়েছেন। দ্রুত সেখানে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কামরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে আসেন মৃত আলম হোসেনের ছেলে আবু বকর সিদ্দিক। তিনি আমাদের জানান, তাঁদের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার বটগ্রামে। বর্তমানে খিলগাঁও নন্দিপাড়া ব্রিজ এলাকায় থাকে। তাঁর বাবা নন্দিপাড়া এলাকায় পান-সুপারির ব্যবসা করতেন। সকালে মালিবাগে যান পান-সুপারি কিনতে। দুপুরে জানতে পারি তাঁর বাবা মালিবাগে ট্রেনে কাটা পড়েছেন। পরে ঢাকা মেডিকেলে এসে বাবার মরদেহ দেখতে পাই।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মালিবাগ থেকে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় ফায়ার সার্ভিসের সদস্যরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁরা জানান, মালিবাগে ট্রেনে কাটা পড়েছিলেন ওই ব্যক্তি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানায় জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত