আজকের পত্রিকা ডেস্ক

সাধারণ শিক্ষা সিলেবাসে ধর্মশিক্ষাকে বাধ্যতামূলক করাসহ ৯ দাবি জানিয়েছে তাবলিগ জামাতের প্রয়াত মাওলানা জুবায়েরুল হাসানের অনুসারী শীর্ষস্থানীয় আলেম ও বিভিন্ন ইসলামি সংগঠনের নেতা-কর্মীরা।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদ্রাসা, তাবলিগ ও দ্বীন রক্ষার লক্ষ্যে ওলামা মাশায়েখ বাংলাদেশের ব্যানারে আয়োজিত মহাসমাবেশ থেকে এসব দাবি উপস্থাপন করেন শায়খুল হাদিস পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও বেফাকুল মাদারিসিল অ্যারাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাসচিব মাওলানা মাহফুজুল হক।
বাকি দাবিগুলো হলো—মাওলানা সাদকে দেশে আসতে নিষেধাজ্ঞা দিতে হবে, কাকরাইল মসজিদে সাদপন্থীদের কার্যক্রম বন্ধ করতে হবে, কওমি শিক্ষাকে দারুল উলুম দেওবন্দের আওতায় পরিচালনা করতে হবে, তাবলিগ নিয়ে বিচ্ছিন্ন মহলের সব ষড়যন্ত্র বন্ধ করতে হবে, আলেমদের বিরুদ্ধে বিগত সরকারের যাবতীয় মামলা প্রত্যাহার করতে হবে, শাপলা চত্বরের গণহত্যায় জড়িত আসামিদের দেশে এনে শাস্তি নিশ্চিত করতে হবে, সারা দেশে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং ২০১৮ সালে টঙ্গী ময়দানে সাদপন্থীদের নৃশংস আক্রমণের বিচার করতে হবে।
মাহফুজুল হক বলেন, ‘মাওলানা সাদের অনুসারীরা আসন্ন বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে ভয়াবহ কর্মকাণ্ডের মাধ্যমে সহিংসতা করার ষড়যন্ত্র করছে। ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আলেম-ওলামারা সাদপন্থীদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিতে প্রস্তুত আছে।’
মাহফুজুল হক আরও বলেন, ‘সাদপন্থীরা নবী করিম (সা.)-সহ সাহাবিদের সমালোচনা করে আসছে। সাদ তাবলিগের নীতিমালা উপেক্ষা করেছেন। তাই সাদ সাহেবকে দেশে আসতে বাধা দেওয়া হচ্ছে। কোনো অবস্থাতেই তাঁকে দেশে আসতে দেওয়া হবে না।’
আলেমদের ঘোষিত তারিখেই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, ‘আগামী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ২৭-২৮-২৯ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৭-৮-৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করছি।’
কাকরাইল মসজিদে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, ‘কাকরাইলে আজ থেকে কেবলমাত্র শুরায়ি নেজামে পরিচালিত হবে।’ এ ছাড়াও তিনি কাদিয়ানিদের অবিলম্বে অমুসলিম ঘোষণার দাবি জানান।
সাদপন্থীরা বিশ্ব ইজতেমায় অংশ নিতে পারবে না জানিয়ে তিনি বলেন, ‘এবারও দুই পর্বে ইজতেমা হবে। কিন্তু সাদপন্থীরা তাতে অংশ নিতে পারবেন না। এমনকি মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না।’
তিনি বলেন, ‘বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে স্বঘোষিত আমির সাদ ও তার অনুসারীরা বিশৃঙ্খলা করার পরিকল্পনা নিয়েছে। আমরা কোনোভাবেই সেটি হতে দেব না। তাদের সমস্ত ষড়যন্ত্র যেকোনো মূল্যে আমরা ব্যর্থ করে দেব।’

সাধারণ শিক্ষা সিলেবাসে ধর্মশিক্ষাকে বাধ্যতামূলক করাসহ ৯ দাবি জানিয়েছে তাবলিগ জামাতের প্রয়াত মাওলানা জুবায়েরুল হাসানের অনুসারী শীর্ষস্থানীয় আলেম ও বিভিন্ন ইসলামি সংগঠনের নেতা-কর্মীরা।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদ্রাসা, তাবলিগ ও দ্বীন রক্ষার লক্ষ্যে ওলামা মাশায়েখ বাংলাদেশের ব্যানারে আয়োজিত মহাসমাবেশ থেকে এসব দাবি উপস্থাপন করেন শায়খুল হাদিস পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও বেফাকুল মাদারিসিল অ্যারাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাসচিব মাওলানা মাহফুজুল হক।
বাকি দাবিগুলো হলো—মাওলানা সাদকে দেশে আসতে নিষেধাজ্ঞা দিতে হবে, কাকরাইল মসজিদে সাদপন্থীদের কার্যক্রম বন্ধ করতে হবে, কওমি শিক্ষাকে দারুল উলুম দেওবন্দের আওতায় পরিচালনা করতে হবে, তাবলিগ নিয়ে বিচ্ছিন্ন মহলের সব ষড়যন্ত্র বন্ধ করতে হবে, আলেমদের বিরুদ্ধে বিগত সরকারের যাবতীয় মামলা প্রত্যাহার করতে হবে, শাপলা চত্বরের গণহত্যায় জড়িত আসামিদের দেশে এনে শাস্তি নিশ্চিত করতে হবে, সারা দেশে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং ২০১৮ সালে টঙ্গী ময়দানে সাদপন্থীদের নৃশংস আক্রমণের বিচার করতে হবে।
মাহফুজুল হক বলেন, ‘মাওলানা সাদের অনুসারীরা আসন্ন বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে ভয়াবহ কর্মকাণ্ডের মাধ্যমে সহিংসতা করার ষড়যন্ত্র করছে। ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আলেম-ওলামারা সাদপন্থীদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিতে প্রস্তুত আছে।’
মাহফুজুল হক আরও বলেন, ‘সাদপন্থীরা নবী করিম (সা.)-সহ সাহাবিদের সমালোচনা করে আসছে। সাদ তাবলিগের নীতিমালা উপেক্ষা করেছেন। তাই সাদ সাহেবকে দেশে আসতে বাধা দেওয়া হচ্ছে। কোনো অবস্থাতেই তাঁকে দেশে আসতে দেওয়া হবে না।’
আলেমদের ঘোষিত তারিখেই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, ‘আগামী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ২৭-২৮-২৯ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৭-৮-৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করছি।’
কাকরাইল মসজিদে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, ‘কাকরাইলে আজ থেকে কেবলমাত্র শুরায়ি নেজামে পরিচালিত হবে।’ এ ছাড়াও তিনি কাদিয়ানিদের অবিলম্বে অমুসলিম ঘোষণার দাবি জানান।
সাদপন্থীরা বিশ্ব ইজতেমায় অংশ নিতে পারবে না জানিয়ে তিনি বলেন, ‘এবারও দুই পর্বে ইজতেমা হবে। কিন্তু সাদপন্থীরা তাতে অংশ নিতে পারবেন না। এমনকি মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না।’
তিনি বলেন, ‘বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে স্বঘোষিত আমির সাদ ও তার অনুসারীরা বিশৃঙ্খলা করার পরিকল্পনা নিয়েছে। আমরা কোনোভাবেই সেটি হতে দেব না। তাদের সমস্ত ষড়যন্ত্র যেকোনো মূল্যে আমরা ব্যর্থ করে দেব।’

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
২ ঘণ্টা আগে