নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেট এলাকায় অবস্থিত রেলওয়ের জমিতে মার্কেট নির্মাণ বন্ধ এবং ভূমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ভূমি রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদ। আজ বুধবার দুপুরে প্রস্তাবিত মার্কেটের সামনে এই কর্মসূচি পালন করেন নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও নাগরিক নেতৃবৃন্দ।
মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বী বলেন, দেশের ২১টি জেলায় এক স্থানে বাস, নৌ ও রেল টার্মিনাল তৈরির পরিকল্পনা করেছে ড্যাপ। সেই পরিকল্পনার মধ্যে নারায়ণগঞ্জও রয়েছে এবং কথিত মার্কেট নির্মাণের ভূমি ব্যবহার করার প্রস্তাবনা আছে ড্যাপে। এ ছাড়া নারায়ণগঞ্জে ডাবল রেল প্রকল্প এবং কদমরসূল সেতুর সংযোগ সড়ক তৈরি হবে এই স্থানে। এতসব গুরুত্বপূর্ণ প্রকল্প থাকতেও তথাকথিত ‘রেলওয়ে কল্যাণ ট্রাস্টে’ এর নামে মার্কেট নির্মাণের জন্য ৪৭ হাজার দু শ বর্গফুট জায়গা লিজ দেওয়া দুর্নীতিবাজ কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ। স্থানীয় একজন সংসদ সদস্যের চিহ্নিত অপরাধী চক্র প্রশাসনের সহযোগিতায় সর্বক্ষেত্রে লুটপাট চালাচ্ছে। সরকারি অসাধু কর্মকর্তাদের যোগসাজশে সরকারি ভূমি আত্মসাৎ করছে তারা।
সমাবেশে বক্তারা আরও বলেন, নারায়ণগঞ্জে জায়গার অভাবে উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ করা যাচ্ছে না। তা ছাড়া শিশুদের বিনোদনের জন্য পার্ক করা যাচ্ছে না। সেখানে এভাবে ভূমি লুটপাট কিছুতেই নেমে নেওয়া যায় না। অবিলম্বে মার্কেট নির্মাণকাজ বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।
সংগঠনের নেতা ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন—নাগরিক কমিটির সভাপতি অ্যাড. এবি সিদ্দিক, আমরা নারায়ণগঞ্জ বাসীর সভাপতি হাজী নুরউদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. মাহাবুবুর রহমান মাসুম, বাসদ জেলার আহ্বায়ক নিখিল দাস, গণসংহতি আন্দোলনের জেলা সংগঠক অঞ্জন দাস প্রমুখ।

নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেট এলাকায় অবস্থিত রেলওয়ের জমিতে মার্কেট নির্মাণ বন্ধ এবং ভূমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ভূমি রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদ। আজ বুধবার দুপুরে প্রস্তাবিত মার্কেটের সামনে এই কর্মসূচি পালন করেন নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও নাগরিক নেতৃবৃন্দ।
মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বী বলেন, দেশের ২১টি জেলায় এক স্থানে বাস, নৌ ও রেল টার্মিনাল তৈরির পরিকল্পনা করেছে ড্যাপ। সেই পরিকল্পনার মধ্যে নারায়ণগঞ্জও রয়েছে এবং কথিত মার্কেট নির্মাণের ভূমি ব্যবহার করার প্রস্তাবনা আছে ড্যাপে। এ ছাড়া নারায়ণগঞ্জে ডাবল রেল প্রকল্প এবং কদমরসূল সেতুর সংযোগ সড়ক তৈরি হবে এই স্থানে। এতসব গুরুত্বপূর্ণ প্রকল্প থাকতেও তথাকথিত ‘রেলওয়ে কল্যাণ ট্রাস্টে’ এর নামে মার্কেট নির্মাণের জন্য ৪৭ হাজার দু শ বর্গফুট জায়গা লিজ দেওয়া দুর্নীতিবাজ কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ। স্থানীয় একজন সংসদ সদস্যের চিহ্নিত অপরাধী চক্র প্রশাসনের সহযোগিতায় সর্বক্ষেত্রে লুটপাট চালাচ্ছে। সরকারি অসাধু কর্মকর্তাদের যোগসাজশে সরকারি ভূমি আত্মসাৎ করছে তারা।
সমাবেশে বক্তারা আরও বলেন, নারায়ণগঞ্জে জায়গার অভাবে উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ করা যাচ্ছে না। তা ছাড়া শিশুদের বিনোদনের জন্য পার্ক করা যাচ্ছে না। সেখানে এভাবে ভূমি লুটপাট কিছুতেই নেমে নেওয়া যায় না। অবিলম্বে মার্কেট নির্মাণকাজ বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।
সংগঠনের নেতা ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন—নাগরিক কমিটির সভাপতি অ্যাড. এবি সিদ্দিক, আমরা নারায়ণগঞ্জ বাসীর সভাপতি হাজী নুরউদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. মাহাবুবুর রহমান মাসুম, বাসদ জেলার আহ্বায়ক নিখিল দাস, গণসংহতি আন্দোলনের জেলা সংগঠক অঞ্জন দাস প্রমুখ।

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে দ্রুততম সময়ে ১৬ দশমিক ১ কিলোমিটার পথ অতিক্রম করে প্রথম স্থান অধিকার করেছেন সাইফুল ইসলাম রাসেল। ৪ ঘণ্টা ১৫ মিনিট সময় নিয়ে তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকতে পৌঁছে প্রতিযোগিতা শেষ করেন।
১২ মিনিট আগে
রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে চলে যাওয়ার সময় পেট্রলপাম্পের কর্মী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন চালক কামাল হোসেন।
৪৩ মিনিট আগে
পাবনায় অনুকূল চন্দ্র আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন সাহা পাণ্ডে হত্যা ও মুন্তাজ চেয়ারম্যানের হাত কাটা মামলার অন্যতম আসামি জাহিদুল ইসলাম ওরফে কিলার জাহিদকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় অস্ত্র, গুলিসহ অস্ত্র তৈরির সরঞ্জাম।
১ ঘণ্টা আগে
আলম হোসেন বলেন, উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিতে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালককে সভাপতি, সহকারী পরিচালককে সদস্যসচিব এবং উত্তরা জোনের উপসহকারী পরিচালক, উত্তরার জ্যেষ্ঠ স্টেশন...
১ ঘণ্টা আগে