নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় উচ্ছেদ হওয়া ঝুঁকিপূর্ণ ভবনে ফ্ল্যাট বিক্রি বন্ধ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আজ শনিবার দুপুরে রাজউকের অথরাইজড অফিসার আবদুল্লাহ আল-মামুনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ভবনটির নির্মাণকাজ বন্ধ করে দেয়। একই সঙ্গে সব বিজ্ঞাপন অপসারণ করে ফ্ল্যাট ও দোকান বিক্রি বন্ধ করে দেওয়া হয়।
রাজউকের প্রধান নগর-পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘উচ্ছেদ হওয়া ঝুঁকিপূর্ণ ভবনে সব ধরনের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আর ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপনও অপসারণ করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে, আজ শনিবার আজকের পত্রিকার প্রথম পাতায় ‘উচ্ছেদ হওয়া ভবনের ফ্ল্যাট বিক্রির ধুম’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। তাতে বলা হয়, গত ২৩ ফেব্রুয়ারি রামচন্দ্রপুর খালের ওপর গড়ে তোলা অবৈধ ১০ তলা ভবনটিতে উচ্ছেদ অভিযান শুরু করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। পরে ১৭ মার্চ ডিএনসিসি থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রামচন্দ্রপুর খালের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা নির্মাণাধীন ১০ তলা ভবনের বেশির ভাগ অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ভাঙা অংশ সরিয়ে নিতে উন্মুক্ত নিলামের মাধ্যমে ৬০ হাজার টাকায় বিক্রয় করা হয়েছে। বর্তমানে কোনোমতে দাঁড়িয়ে আছে ১০ তলা কঙ্কালসার ভবন। বেশির ভাগ অংশ ভেঙে ফেলায় বর্গাকার ভবনটি এখন ত্রিভুজ আকৃতির হয়ে গেছে। নড়বড়ে হয়ে গেছে ভিত। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।
ডিএনসিসির অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ বলেন, ‘ম্যাপ অনুযায়ী নির্মাণাধীন ১০ তলা ভবনের প্রায় ৮০ শতাংশ রামচন্দ্রপুর খালের সীমানায় পড়েছে। তাই বেশির ভাগ অংশই ভেঙে দেওয়া হয়েছে। বাকি ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।’
এদিকে বিজ্ঞাপনের ব্যানারে দেওয়া মোবাইল নম্বরে কল দিলে কথা হয় মালিকপক্ষের প্রতিনিধি তপু রায়হানের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সিটি করপোরেশনের উচ্ছেদের পর ভবনের একটা অংশ ভেঙেছে। বাকি ভবন আমরা নতুন করে তৈরি করছি। রাজউক ভবনের নির্মাণকাজ বন্ধ করেছে, এটা আমার জানা নেই। তবে আমাদের ফ্ল্যাট বিক্রি চলমান।’

রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় উচ্ছেদ হওয়া ঝুঁকিপূর্ণ ভবনে ফ্ল্যাট বিক্রি বন্ধ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আজ শনিবার দুপুরে রাজউকের অথরাইজড অফিসার আবদুল্লাহ আল-মামুনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ভবনটির নির্মাণকাজ বন্ধ করে দেয়। একই সঙ্গে সব বিজ্ঞাপন অপসারণ করে ফ্ল্যাট ও দোকান বিক্রি বন্ধ করে দেওয়া হয়।
রাজউকের প্রধান নগর-পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘উচ্ছেদ হওয়া ঝুঁকিপূর্ণ ভবনে সব ধরনের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আর ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপনও অপসারণ করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে, আজ শনিবার আজকের পত্রিকার প্রথম পাতায় ‘উচ্ছেদ হওয়া ভবনের ফ্ল্যাট বিক্রির ধুম’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। তাতে বলা হয়, গত ২৩ ফেব্রুয়ারি রামচন্দ্রপুর খালের ওপর গড়ে তোলা অবৈধ ১০ তলা ভবনটিতে উচ্ছেদ অভিযান শুরু করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। পরে ১৭ মার্চ ডিএনসিসি থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রামচন্দ্রপুর খালের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা নির্মাণাধীন ১০ তলা ভবনের বেশির ভাগ অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ভাঙা অংশ সরিয়ে নিতে উন্মুক্ত নিলামের মাধ্যমে ৬০ হাজার টাকায় বিক্রয় করা হয়েছে। বর্তমানে কোনোমতে দাঁড়িয়ে আছে ১০ তলা কঙ্কালসার ভবন। বেশির ভাগ অংশ ভেঙে ফেলায় বর্গাকার ভবনটি এখন ত্রিভুজ আকৃতির হয়ে গেছে। নড়বড়ে হয়ে গেছে ভিত। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।
ডিএনসিসির অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ বলেন, ‘ম্যাপ অনুযায়ী নির্মাণাধীন ১০ তলা ভবনের প্রায় ৮০ শতাংশ রামচন্দ্রপুর খালের সীমানায় পড়েছে। তাই বেশির ভাগ অংশই ভেঙে দেওয়া হয়েছে। বাকি ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।’
এদিকে বিজ্ঞাপনের ব্যানারে দেওয়া মোবাইল নম্বরে কল দিলে কথা হয় মালিকপক্ষের প্রতিনিধি তপু রায়হানের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সিটি করপোরেশনের উচ্ছেদের পর ভবনের একটা অংশ ভেঙেছে। বাকি ভবন আমরা নতুন করে তৈরি করছি। রাজউক ভবনের নির্মাণকাজ বন্ধ করেছে, এটা আমার জানা নেই। তবে আমাদের ফ্ল্যাট বিক্রি চলমান।’

কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির খুন হন। এ জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপ
১ ঘণ্টা আগে
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আয়োজিত গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম—এটা পরাজিত হবে।’
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনীক (৩০) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনীক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে।
২ ঘণ্টা আগে
অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
২ ঘণ্টা আগে