ঢাবি প্রতিনিধি

বকেয়া পাওনা টাকা চাওয়ায় ক্যানটিন মালিক মো. ফাহিমের দাড়ি ছিঁড়ে ফেলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসাইন অভি।
একই সঙ্গে ক্যানটিনের ম্যানেজার মো. মনিরকেও মারধর করেন অভি। আজ সোমবার দুপুরে মাস্টারদা সূর্য সেন হলের ক্যানটিনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকির হোসেন ভূঁইয়া বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে বলেন, ছাত্রলীগ নেতা অভি দুপুরে খাবার খাওয়ার পর ক্যানটিন মালিক আগের টাকা চাইলে অভি তাঁকে মারধর করেন।
অভিযোগ বিষয়ে ক্যানটিন মালিক মো. ফাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে আমি ক্যাশে বসা ছিলাম। এমন সময় মো. আরাফাত হোসাইন অভি এসে আমার কাছে খাবার চান। আমি খাবার দিলাম এবং আগের বাকি ২ হাজার ৬৫০ টাকা তাঁর কাছে চাওয়ায় তিনি আমার ওপর রাগ দেখিয়ে হামলা করে বসেন। আমার শরীরে হাত তোলেন এবং আমাকেসহ আমার ম্যানেজারকে দুই দফা মারধর করেন। এ সময় তিনি আমার দাড়ি, শার্ট, লুঙ্গি, গেঞ্জি টেনে ছিঁড়ে ফেলেন। আমি নিরুপায় হয়ে ক্যানটিন থেকে বেরিয়ে যাই এবং হলের ছাত্রদের কাছে আশ্রয় নিই। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’
এর আগে তিনবার তাঁর কাছে টাকা চাওয়ায় তাঁকে রুমে ডেকে নিয়ে বিভিন্নভাবে হুমকি দেন বলেন জানান ফাহিম।
অভি ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ঘনিষ্ঠ বলে পরিচিত।
অভিযোগের বিষয়ে অভি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি দুপুরে খাবার খেতে ক্যানটিনে যাই। তখন ক্যানটিন মালিক বকেয়া টাকা চাইলে আমি বলি, আমার বিকাশে সমস্যা, টাকা তুলতে পারছি না। কিন্তু সে (ফাহিম) সেটা মানেনি। একপর্যায়ে হাতাহাতি হলে তাঁর দাড়িতে হাত লেগে যায় এবং দাড়ি ছিঁড়ে যায়। সে আমাকে প্রথমে ধাক্কা দেয়।’
ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘অভি যদি দোষী হয়, তাহলে তার শাস্তি হবে। পাশাপাশি ভুক্তভোগী যদি আমাদের জানায়, তাহলে বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।’
সার্বিক বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাকির হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার বিষয়ে অবগত হয়েছি। তদন্ত কমিটি করে তিন দিনের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কমিটিকে বলা হবে।’

বকেয়া পাওনা টাকা চাওয়ায় ক্যানটিন মালিক মো. ফাহিমের দাড়ি ছিঁড়ে ফেলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসাইন অভি।
একই সঙ্গে ক্যানটিনের ম্যানেজার মো. মনিরকেও মারধর করেন অভি। আজ সোমবার দুপুরে মাস্টারদা সূর্য সেন হলের ক্যানটিনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকির হোসেন ভূঁইয়া বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে বলেন, ছাত্রলীগ নেতা অভি দুপুরে খাবার খাওয়ার পর ক্যানটিন মালিক আগের টাকা চাইলে অভি তাঁকে মারধর করেন।
অভিযোগ বিষয়ে ক্যানটিন মালিক মো. ফাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে আমি ক্যাশে বসা ছিলাম। এমন সময় মো. আরাফাত হোসাইন অভি এসে আমার কাছে খাবার চান। আমি খাবার দিলাম এবং আগের বাকি ২ হাজার ৬৫০ টাকা তাঁর কাছে চাওয়ায় তিনি আমার ওপর রাগ দেখিয়ে হামলা করে বসেন। আমার শরীরে হাত তোলেন এবং আমাকেসহ আমার ম্যানেজারকে দুই দফা মারধর করেন। এ সময় তিনি আমার দাড়ি, শার্ট, লুঙ্গি, গেঞ্জি টেনে ছিঁড়ে ফেলেন। আমি নিরুপায় হয়ে ক্যানটিন থেকে বেরিয়ে যাই এবং হলের ছাত্রদের কাছে আশ্রয় নিই। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’
এর আগে তিনবার তাঁর কাছে টাকা চাওয়ায় তাঁকে রুমে ডেকে নিয়ে বিভিন্নভাবে হুমকি দেন বলেন জানান ফাহিম।
অভি ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ঘনিষ্ঠ বলে পরিচিত।
অভিযোগের বিষয়ে অভি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি দুপুরে খাবার খেতে ক্যানটিনে যাই। তখন ক্যানটিন মালিক বকেয়া টাকা চাইলে আমি বলি, আমার বিকাশে সমস্যা, টাকা তুলতে পারছি না। কিন্তু সে (ফাহিম) সেটা মানেনি। একপর্যায়ে হাতাহাতি হলে তাঁর দাড়িতে হাত লেগে যায় এবং দাড়ি ছিঁড়ে যায়। সে আমাকে প্রথমে ধাক্কা দেয়।’
ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘অভি যদি দোষী হয়, তাহলে তার শাস্তি হবে। পাশাপাশি ভুক্তভোগী যদি আমাদের জানায়, তাহলে বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।’
সার্বিক বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাকির হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার বিষয়ে অবগত হয়েছি। তদন্ত কমিটি করে তিন দিনের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কমিটিকে বলা হবে।’

শূন্য ভিটার ওপর দাঁড়িয়ে আছে বসতঘরের অবকাঠামো। নেই বেড়া, ছাউনি। বৃষ্টির পানিতে ভিটার মাটি ধুয়ে সমতলে মিশে গেছে অনেক আগে। এসব ঘরে এখন আর মানুষ বসবাস করে না। এমন দৃশ্য নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চর আতাউরের গুচ্ছগ্রামের ঘরগুলোর।
৩ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকা সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালের জলাতঙ্ক ইউনিটের দরজায় তালা ঝুলিয়ে সাঁটানো একটি জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইনজেকশন-র্যাবিস ভ্যাকসিন’ এবং ‘ইনজেকশন-আরআইজি’ সরকারি সরবরাহ বন্ধ রয়েছে।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজানে রাজনৈতিক খুনোখুনি থামছেই না। গত ১৬ মাসে উপজেলায় খুন হয়েছেন ১৯ জন। তাঁদের মধ্যে ৮ জন বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং একজন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারী।
৪ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভারতীয় নাগরিককে আটক করার ঘটনা ঘটেছে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের উদ্ধার করে যথাযথ প্রক্রিয়ায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে।
৬ ঘণ্টা আগে