নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের দুই সাংবাদিককে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলার রায় ঘোষণা করা হয়নি। আবার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম চৌধুরী রায় ঘোষণা থেকে মামলা প্রত্যাহার করে নতুন করে সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করেন।
আজ মঙ্গলবার রায় ঘোষণার জন্য দিন ধার্য করা ছিল। কিন্তু আদালত নথি পর্যালোচনা করে দেখতে পারেন, এই মামলায় তদন্ত কর্মকর্তা সাক্ষ্য দেওয়ার সময় আলামত যথাযথভাবে আদালতে উপস্থাপন করেননি। এ কারণে তিনি তদন্ত কর্মকর্তাকে আগামী ১৩ ডিসেম্বর মামলার আলামতসহ আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দিতে নির্দেশ দেন। এর আগে, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। বিচার চলাকালে আদালত রাষ্ট্রপক্ষের ১২ জনের সাক্ষ্যগ্রহণ করেন।
২০১৬ সালের ৬ নভেম্বর যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক শাকিল হাসান এবং ফটো সাংবাদিক শাহীন আলম পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় একটি পলিথিন কারখানার ওপর সংবাদ প্রতিবেদন তৈরির সময় সন্ত্রাসী হামলার কবলে পড়েন। তাঁরা শাকিল ও শাহীনের গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করেন।
ওই ঘটনায় শাকিল বাদী হয়ে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন। হামলাকারী সন্দেহে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে। চকবাজার থানার পরিদর্শক ও মামলাটির তদন্তকারী কর্মকর্তা (আইও) মোরাদুল ইসলাম পরের বছর ৬ জুন ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। তাঁরা হলেন—শাওন হাওলাদার, আব্দুর রহিম, মো. অভি, মো. হাবিবুর রাহমান, আব্দুল জাব্বার, মো. জাকির হোসেন, জাহাঙ্গীর আলম ও ইলিয়াস হোসেন। ২০১৮ সালের ৪ জানুয়ারি আদালত জাহাঙ্গীর ও ইলিয়াসকে অব্যাহতি দিয়ে ৬ জনের নামে অভিযোগ গঠন করেন।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের দুই সাংবাদিককে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলার রায় ঘোষণা করা হয়নি। আবার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম চৌধুরী রায় ঘোষণা থেকে মামলা প্রত্যাহার করে নতুন করে সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করেন।
আজ মঙ্গলবার রায় ঘোষণার জন্য দিন ধার্য করা ছিল। কিন্তু আদালত নথি পর্যালোচনা করে দেখতে পারেন, এই মামলায় তদন্ত কর্মকর্তা সাক্ষ্য দেওয়ার সময় আলামত যথাযথভাবে আদালতে উপস্থাপন করেননি। এ কারণে তিনি তদন্ত কর্মকর্তাকে আগামী ১৩ ডিসেম্বর মামলার আলামতসহ আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দিতে নির্দেশ দেন। এর আগে, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। বিচার চলাকালে আদালত রাষ্ট্রপক্ষের ১২ জনের সাক্ষ্যগ্রহণ করেন।
২০১৬ সালের ৬ নভেম্বর যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক শাকিল হাসান এবং ফটো সাংবাদিক শাহীন আলম পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় একটি পলিথিন কারখানার ওপর সংবাদ প্রতিবেদন তৈরির সময় সন্ত্রাসী হামলার কবলে পড়েন। তাঁরা শাকিল ও শাহীনের গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করেন।
ওই ঘটনায় শাকিল বাদী হয়ে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন। হামলাকারী সন্দেহে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে। চকবাজার থানার পরিদর্শক ও মামলাটির তদন্তকারী কর্মকর্তা (আইও) মোরাদুল ইসলাম পরের বছর ৬ জুন ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। তাঁরা হলেন—শাওন হাওলাদার, আব্দুর রহিম, মো. অভি, মো. হাবিবুর রাহমান, আব্দুল জাব্বার, মো. জাকির হোসেন, জাহাঙ্গীর আলম ও ইলিয়াস হোসেন। ২০১৮ সালের ৪ জানুয়ারি আদালত জাহাঙ্গীর ও ইলিয়াসকে অব্যাহতি দিয়ে ৬ জনের নামে অভিযোগ গঠন করেন।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২ ঘণ্টা আগে