নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শত বছরের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ও চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি ধ্বংসের চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ইউনাইটেড গ্রুপের সঙ্গে রেলওয়ের হাসপাতাল নির্মাণ চুক্তি বাতিলের দাবিতে আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংহতি সমাবেশ করেছে প্রগতিশীল লেখক, সাংবাদিক, পরিবেশবিদ ও সামাজিক-রাজনৈতিক কর্মীবৃন্দ।
সংহতি সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি এলাকা ধ্বংস করে বাণিজ্যিক বেসরকারি হাসপাতাল নির্মাণ করার সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। সিআরবি আসাম বেঙ্গল রেলওয়ের প্রধান কার্যালয়। ১৯৭১ সালের চাকসুর জিএসসহ ১০ জন শহীদের কবরস্থান, নববর্ষসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্রবিন্দু, চট্টগ্রাম মহানগরীর মানুষের শ্বাস নেওয়ার উন্মুক্ত স্থান। এ ছাড়া সিআরবিতে পিপিপির নামে অত্যন্ত গোপনীয় কায়দায় অর্ধকোটি টাকার বিনিময়ে রেলওয়ে হাসপাতালসহ ছয়'শ শতক রেলভূমি বাণিজ্যিক প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রুপকে লিজ দেওয়ার মাধ্যমে ধ্বংস করার আয়োজন চলছে।
বক্তারা আরও বলেন, ‘লিজের চুক্তিতে রেলওয়ে স্টেশনের আশপাশের এলাকা দেখিয়ে ৫০০ শয্যার হাসপাতাল, ১০০ আসনের মেডিকেল কলেজ, ৫০ আসনের নার্সিং ইনস্টিটিউটসহ স্বাস্থ্য খাত সম্পর্কিত আরও প্রতিষ্ঠান গড়ার অনুমতি দেওয়া হয়েছে। এখানে একটি হেলিপ্যাড নির্মাণের অনুমতিও দেওয়া হয়েছে। এইভাবে রেলওয়ে হাসপাতালটিকে ননহ্যারিটেজ এলাকা দেখিয়ে পুরো রেলের জায়গাকে আত্মসাৎ করার এক গভীর ষড়যন্ত্র চলছে।’
বক্তারা জানান, আমরা সবাই হাসপাতাল নির্মাণের পক্ষে কিন্তু সিআরবি ধ্বংস করে নয়। তাঁরা মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই স্থানটির ঐতিহাসিকতা রক্ষায় সকল মুক্তিযোদ্ধা, রেলকর্মী, ছাত্র, শ্রমিক, সাংস্কৃতিক কর্মী ও রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সংহতি সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট প্লাস্টিক সার্জন ডা. বিজয় কৃষ্ণ দাস। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সিআরবি রক্ষা মঞ্চ চট্টগ্রাম এর সমন্বয়কারী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক ডা. মাহফুজুর রহমান, বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, রেলওয়ে শ্রমিক নেতা রেজানুর রহমান খান, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সভাপতি আল কাদেরী জয়সহ প্রমুখ।

শত বছরের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ও চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি ধ্বংসের চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ইউনাইটেড গ্রুপের সঙ্গে রেলওয়ের হাসপাতাল নির্মাণ চুক্তি বাতিলের দাবিতে আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংহতি সমাবেশ করেছে প্রগতিশীল লেখক, সাংবাদিক, পরিবেশবিদ ও সামাজিক-রাজনৈতিক কর্মীবৃন্দ।
সংহতি সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি এলাকা ধ্বংস করে বাণিজ্যিক বেসরকারি হাসপাতাল নির্মাণ করার সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। সিআরবি আসাম বেঙ্গল রেলওয়ের প্রধান কার্যালয়। ১৯৭১ সালের চাকসুর জিএসসহ ১০ জন শহীদের কবরস্থান, নববর্ষসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্রবিন্দু, চট্টগ্রাম মহানগরীর মানুষের শ্বাস নেওয়ার উন্মুক্ত স্থান। এ ছাড়া সিআরবিতে পিপিপির নামে অত্যন্ত গোপনীয় কায়দায় অর্ধকোটি টাকার বিনিময়ে রেলওয়ে হাসপাতালসহ ছয়'শ শতক রেলভূমি বাণিজ্যিক প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রুপকে লিজ দেওয়ার মাধ্যমে ধ্বংস করার আয়োজন চলছে।
বক্তারা আরও বলেন, ‘লিজের চুক্তিতে রেলওয়ে স্টেশনের আশপাশের এলাকা দেখিয়ে ৫০০ শয্যার হাসপাতাল, ১০০ আসনের মেডিকেল কলেজ, ৫০ আসনের নার্সিং ইনস্টিটিউটসহ স্বাস্থ্য খাত সম্পর্কিত আরও প্রতিষ্ঠান গড়ার অনুমতি দেওয়া হয়েছে। এখানে একটি হেলিপ্যাড নির্মাণের অনুমতিও দেওয়া হয়েছে। এইভাবে রেলওয়ে হাসপাতালটিকে ননহ্যারিটেজ এলাকা দেখিয়ে পুরো রেলের জায়গাকে আত্মসাৎ করার এক গভীর ষড়যন্ত্র চলছে।’
বক্তারা জানান, আমরা সবাই হাসপাতাল নির্মাণের পক্ষে কিন্তু সিআরবি ধ্বংস করে নয়। তাঁরা মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই স্থানটির ঐতিহাসিকতা রক্ষায় সকল মুক্তিযোদ্ধা, রেলকর্মী, ছাত্র, শ্রমিক, সাংস্কৃতিক কর্মী ও রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সংহতি সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট প্লাস্টিক সার্জন ডা. বিজয় কৃষ্ণ দাস। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সিআরবি রক্ষা মঞ্চ চট্টগ্রাম এর সমন্বয়কারী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক ডা. মাহফুজুর রহমান, বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, রেলওয়ে শ্রমিক নেতা রেজানুর রহমান খান, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সভাপতি আল কাদেরী জয়সহ প্রমুখ।

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে দ্রুততম সময়ে ১৬ দশমিক ১ কিলোমিটার পথ অতিক্রম করে প্রথম স্থান অধিকার করেছেন সাইফুল ইসলাম রাসেল। ৪ ঘণ্টা ১৫ মিনিট সময় নিয়ে তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকতে পৌঁছে প্রতিযোগিতা শেষ করেন।
১১ মিনিট আগে
রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে চলে যাওয়ার সময় পেট্রলপাম্পের কর্মী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন চালক কামাল হোসেন।
৪৩ মিনিট আগে
পাবনায় অনুকূল চন্দ্র আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন সাহা পাণ্ডে হত্যা ও মুন্তাজ চেয়ারম্যানের হাত কাটা মামলার অন্যতম আসামি জাহিদুল ইসলাম ওরফে কিলার জাহিদকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় অস্ত্র, গুলিসহ অস্ত্র তৈরির সরঞ্জাম।
১ ঘণ্টা আগে
আলম হোসেন বলেন, উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিতে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালককে সভাপতি, সহকারী পরিচালককে সদস্যসচিব এবং উত্তরা জোনের উপসহকারী পরিচালক, উত্তরার জ্যেষ্ঠ স্টেশন...
১ ঘণ্টা আগে