আজকের পত্রিকা ডেস্ক

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সরকারি হাইকমিশনে হিন্দুত্ববাদী একটি সংগঠনের হামলার প্রতিবাদে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ সিভিল সোসাইটি নামে একটি সংগঠন। এই কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরের পর থেকে ভারতীয় দূতাবাসের প্রবেশের বিভিন্ন রাস্তায় অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
দুপুরে সরেজমিন দেখা যায়, রাজধানীর শাহজাদপুর বাঁশতলা থেকে ভারতীয় দূতাবাসগামী রাস্তায় ব্যারিকেড দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের পুলিশ সদস্যরা। তাঁদের সঙ্গে রয়েছে এপিবিএন, সেনাবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা। রাস্তাটিতে যান চলাচল বন্ধ রয়েছে। কাউকে যেতে দেওয়া হচ্ছে না। তবে স্থানীয় বাসিন্দারা হেঁটে চলাচল করছেন।

এ বিষয়ে গুলশান বিভাগ পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, আগরতলায় ঘটে যাওয়া হামলার ঘটনার প্রতিবাদে একটি সংগঠন ঢাকাস্থ ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ডাক দিয়েছে। এরপর পরবর্তীতে এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তারেক মাহমুদ বলেন, গতকাল আগরতলায় যে হামলার ঘটনা ঘটেছে এর প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সিভিল সোসাইটি নামে একটি সংগঠন আজ বেলা ২টার দিকে ভারতীয় দূতাবাস ঘেরাও করার কর্মসূচি ডাক দিয়েছে। এর পরিচিতিতে দূতাবাস এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনটির একটি ফটো কার্ড ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ওই ফটোকার্ডে দেখা যায়, বাংলাদেশ সিভিল সোসাইটি নামে সংগঠনটি ‘ভারতের আধিপত্যবাদী আচরণ ও আগরতলাস্থ বাংলাদেশের সরকারি হাইকমিশনে হামলা’র প্রতিবাদে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে।

আজ বেলা ২টাই সংগঠনটির পক্ষ থেকে এই কর্মসূচি বাস্তবায়ন করার ঘোষণা দেওয়া হয়। তবে বিকেল সাড়ে ৩টা নাগাদ ভারতীয় দূতাবাস এলাকায় সংগঠনটির কোনো লোকজন দেখা যায়নি।
এর আগে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ভেতরে হামলার ঘটনার পর ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সরকারি হাইকমিশনে হিন্দুত্ববাদী একটি সংগঠনের হামলার প্রতিবাদে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ সিভিল সোসাইটি নামে একটি সংগঠন। এই কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরের পর থেকে ভারতীয় দূতাবাসের প্রবেশের বিভিন্ন রাস্তায় অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
দুপুরে সরেজমিন দেখা যায়, রাজধানীর শাহজাদপুর বাঁশতলা থেকে ভারতীয় দূতাবাসগামী রাস্তায় ব্যারিকেড দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের পুলিশ সদস্যরা। তাঁদের সঙ্গে রয়েছে এপিবিএন, সেনাবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা। রাস্তাটিতে যান চলাচল বন্ধ রয়েছে। কাউকে যেতে দেওয়া হচ্ছে না। তবে স্থানীয় বাসিন্দারা হেঁটে চলাচল করছেন।

এ বিষয়ে গুলশান বিভাগ পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, আগরতলায় ঘটে যাওয়া হামলার ঘটনার প্রতিবাদে একটি সংগঠন ঢাকাস্থ ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ডাক দিয়েছে। এরপর পরবর্তীতে এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তারেক মাহমুদ বলেন, গতকাল আগরতলায় যে হামলার ঘটনা ঘটেছে এর প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সিভিল সোসাইটি নামে একটি সংগঠন আজ বেলা ২টার দিকে ভারতীয় দূতাবাস ঘেরাও করার কর্মসূচি ডাক দিয়েছে। এর পরিচিতিতে দূতাবাস এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনটির একটি ফটো কার্ড ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ওই ফটোকার্ডে দেখা যায়, বাংলাদেশ সিভিল সোসাইটি নামে সংগঠনটি ‘ভারতের আধিপত্যবাদী আচরণ ও আগরতলাস্থ বাংলাদেশের সরকারি হাইকমিশনে হামলা’র প্রতিবাদে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে।

আজ বেলা ২টাই সংগঠনটির পক্ষ থেকে এই কর্মসূচি বাস্তবায়ন করার ঘোষণা দেওয়া হয়। তবে বিকেল সাড়ে ৩টা নাগাদ ভারতীয় দূতাবাস এলাকায় সংগঠনটির কোনো লোকজন দেখা যায়নি।
এর আগে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ভেতরে হামলার ঘটনার পর ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা হেলাল, মজিবর, আকবরসহ অনেকে বলেন, ‘দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত জামির উদ্দিন ঠিকমতো চলাফেরা করতে পারেন না। এসআই হাবিবুর রহমান তাঁকে আটক করে থানায় নিয়ে যান। আমরা এসআই হাবিবুরকে জামির উদ্দিন অসুস্থ, এ কথা বলেছি। কিন্তু তিনি তা তোয়াক্কা করেননি।’
১৮ মিনিট আগে
ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
১ ঘণ্টা আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
১ ঘণ্টা আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
১ ঘণ্টা আগে