আজকের পত্রিকা ডেস্ক

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সরকারি হাইকমিশনে হিন্দুত্ববাদী একটি সংগঠনের হামলার প্রতিবাদে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ সিভিল সোসাইটি নামে একটি সংগঠন। এই কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরের পর থেকে ভারতীয় দূতাবাসের প্রবেশের বিভিন্ন রাস্তায় অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
দুপুরে সরেজমিন দেখা যায়, রাজধানীর শাহজাদপুর বাঁশতলা থেকে ভারতীয় দূতাবাসগামী রাস্তায় ব্যারিকেড দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের পুলিশ সদস্যরা। তাঁদের সঙ্গে রয়েছে এপিবিএন, সেনাবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা। রাস্তাটিতে যান চলাচল বন্ধ রয়েছে। কাউকে যেতে দেওয়া হচ্ছে না। তবে স্থানীয় বাসিন্দারা হেঁটে চলাচল করছেন।

এ বিষয়ে গুলশান বিভাগ পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, আগরতলায় ঘটে যাওয়া হামলার ঘটনার প্রতিবাদে একটি সংগঠন ঢাকাস্থ ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ডাক দিয়েছে। এরপর পরবর্তীতে এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তারেক মাহমুদ বলেন, গতকাল আগরতলায় যে হামলার ঘটনা ঘটেছে এর প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সিভিল সোসাইটি নামে একটি সংগঠন আজ বেলা ২টার দিকে ভারতীয় দূতাবাস ঘেরাও করার কর্মসূচি ডাক দিয়েছে। এর পরিচিতিতে দূতাবাস এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনটির একটি ফটো কার্ড ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ওই ফটোকার্ডে দেখা যায়, বাংলাদেশ সিভিল সোসাইটি নামে সংগঠনটি ‘ভারতের আধিপত্যবাদী আচরণ ও আগরতলাস্থ বাংলাদেশের সরকারি হাইকমিশনে হামলা’র প্রতিবাদে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে।

আজ বেলা ২টাই সংগঠনটির পক্ষ থেকে এই কর্মসূচি বাস্তবায়ন করার ঘোষণা দেওয়া হয়। তবে বিকেল সাড়ে ৩টা নাগাদ ভারতীয় দূতাবাস এলাকায় সংগঠনটির কোনো লোকজন দেখা যায়নি।
এর আগে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ভেতরে হামলার ঘটনার পর ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সরকারি হাইকমিশনে হিন্দুত্ববাদী একটি সংগঠনের হামলার প্রতিবাদে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ সিভিল সোসাইটি নামে একটি সংগঠন। এই কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরের পর থেকে ভারতীয় দূতাবাসের প্রবেশের বিভিন্ন রাস্তায় অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
দুপুরে সরেজমিন দেখা যায়, রাজধানীর শাহজাদপুর বাঁশতলা থেকে ভারতীয় দূতাবাসগামী রাস্তায় ব্যারিকেড দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের পুলিশ সদস্যরা। তাঁদের সঙ্গে রয়েছে এপিবিএন, সেনাবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা। রাস্তাটিতে যান চলাচল বন্ধ রয়েছে। কাউকে যেতে দেওয়া হচ্ছে না। তবে স্থানীয় বাসিন্দারা হেঁটে চলাচল করছেন।

এ বিষয়ে গুলশান বিভাগ পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, আগরতলায় ঘটে যাওয়া হামলার ঘটনার প্রতিবাদে একটি সংগঠন ঢাকাস্থ ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ডাক দিয়েছে। এরপর পরবর্তীতে এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তারেক মাহমুদ বলেন, গতকাল আগরতলায় যে হামলার ঘটনা ঘটেছে এর প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সিভিল সোসাইটি নামে একটি সংগঠন আজ বেলা ২টার দিকে ভারতীয় দূতাবাস ঘেরাও করার কর্মসূচি ডাক দিয়েছে। এর পরিচিতিতে দূতাবাস এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনটির একটি ফটো কার্ড ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ওই ফটোকার্ডে দেখা যায়, বাংলাদেশ সিভিল সোসাইটি নামে সংগঠনটি ‘ভারতের আধিপত্যবাদী আচরণ ও আগরতলাস্থ বাংলাদেশের সরকারি হাইকমিশনে হামলা’র প্রতিবাদে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে।

আজ বেলা ২টাই সংগঠনটির পক্ষ থেকে এই কর্মসূচি বাস্তবায়ন করার ঘোষণা দেওয়া হয়। তবে বিকেল সাড়ে ৩টা নাগাদ ভারতীয় দূতাবাস এলাকায় সংগঠনটির কোনো লোকজন দেখা যায়নি।
এর আগে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ভেতরে হামলার ঘটনার পর ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
৩ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
২২ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
২৮ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
১ ঘণ্টা আগে