নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অন্যদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ সাতজনকে নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম রিমান্ড ও গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
সকালে প্রত্যেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পৃথক পৃথক নির্দেশ দেন।
গুলশান থানায় দায়ের করা সাজিদ হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিকের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বছরের ১৯ জুলাই গুলশানে ছাত্র-জনতার মিছিলে অংশ নেন সাজিদ। তিনি গুলিবিদ্ধ হন। মারাত্মক আহত অবস্থায় তাঁকে গুলশান মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৭ জুলাই তিনি মারা যান। এ ঘটনায় সাজিদের মা ছবি বেগম বাদী হয়ে মামলা করেন।
অন্যদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায়, সাবেক মন্ত্রী শাজাহান খানকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায়, সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারকে মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায়, সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে লালবাগ থানার একটি হত্যা মামলায় এবং সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে যাত্রাবাড়ী থানার ২টি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন সময়ে তাঁদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পর্যায়ক্রমে তাঁদের গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতদের ঘটনায় দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। দফায় দফায় রিমান্ডেও নেওয়া হয়।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অন্যদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ সাতজনকে নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম রিমান্ড ও গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
সকালে প্রত্যেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পৃথক পৃথক নির্দেশ দেন।
গুলশান থানায় দায়ের করা সাজিদ হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিকের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বছরের ১৯ জুলাই গুলশানে ছাত্র-জনতার মিছিলে অংশ নেন সাজিদ। তিনি গুলিবিদ্ধ হন। মারাত্মক আহত অবস্থায় তাঁকে গুলশান মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৭ জুলাই তিনি মারা যান। এ ঘটনায় সাজিদের মা ছবি বেগম বাদী হয়ে মামলা করেন।
অন্যদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায়, সাবেক মন্ত্রী শাজাহান খানকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায়, সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারকে মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায়, সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে লালবাগ থানার একটি হত্যা মামলায় এবং সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে যাত্রাবাড়ী থানার ২টি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন সময়ে তাঁদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পর্যায়ক্রমে তাঁদের গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতদের ঘটনায় দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। দফায় দফায় রিমান্ডেও নেওয়া হয়।

জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
৫ মিনিট আগে
মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
১৯ মিনিট আগে
ভোলা সদর উপজেলায় বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টার নামের একটি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত সঞ্চালন করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া রোগীর নাম লামিয়া আক্তার। এ ঘটনায় তাঁর স্বজন ও এলাকাবাসী ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন। নবজাতক সুস্থ আছে বলে জানা গেছে। ওই নারীর মৃত্যুর পরপরই জেলা
২৬ মিনিট আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইল জেলা যুবদলের সদস্যসচিব তৌহিদুল ইসলাম বাবুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে