
মা বিদিশা সিদ্দিকের কাছে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ নিরাপদ নন, বলে অভিযোগ করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ। তিনি জানিয়েছেন, ‘মায়ের কাছে বন্দিজীবন যাপন করছেন এরিক এরশাদ।’
আজ বুধবার ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
সংবাদ সম্মেলনে কাজী মামুনুর রশীদ বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে মা বিদিশা সিদ্দিকের কাছে এরিক এরশাদ নিরাপদ নন। বিদিশা সিদ্দিক অর্থের লোভে প্রেসিডেন্ট পার্কে অনুপ্রবেশ করেছেন। একই সঙ্গে এরিক এরশাদ শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও মানসিকভাবে সুস্থ, তাঁকে মুক্তভাবে চলাফেরা করতে দিতে হবে।’
এরিক এরশাদকে ভালো রাখতে প্রয়োজনীয় সবকিছুই ট্রাস্ট করবে জানিয়ে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান বলেন, ‘কেউ যেন ট্রাস্টের কোনো প্রকার অর্থ লেনদেন করতে না পারে, এ জন্য ট্রাস্টের পক্ষ থেকে ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি এই ট্রাস্টের যে অর্থ আছে, এসবের লেনদেনের হিসাব সঠিকভাবে হচ্ছে কি না, সে জন্য অডিট গঠন করা হবে।’
চেয়ারম্যান আরও বলেন, ‘এরিক এরশাদের নিজের নামের একাউন্ট থেকে তিন লাখ টাকা দিয়ে তাঁর প্রয়োজনীয় খরচ মেটানো হবে। আর এই একাউন্টের অর্থ আসে বনানীর একটি দোকান (২ লাখ ৪০ হাজার টাকা) এবং একটি ফ্লাটের (৬০ হাজার টাকা) ভাড়া থেকে।’
কাজী মামুনুর রশিদ বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদের গঠিত ট্রাস্টের একমাত্র সুবিধাভোগী হচ্ছেন এরিক এরশাদ। বিদিশা সিদ্দিক যখন প্রেসিডেন্ট পার্কে আসেন, তাঁর সঙ্গে কথা হয়েছিল। তিনি এখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন না। তিনি তাঁর মা হিসেবে এরিকের দেখাশোনা করতে পারবেন, তবে স্থায়ীভাবে নয়। মাঝে মাঝে আসবেন, দেখাশোনা করে তাঁর সঙ্গে সময় কাটিয়ে চলে যাবেন।’
বিদিশা সিদ্দিক এরিক এরশাদকে মুক্তভাবে চলাচল করতে দিচ্ছেন না—ট্রাস্টের এই অভিযোগের সত্যতা প্রমাণ করতে সংবাদ সম্মেলনে এরিক এরশাদের সঙ্গে ড্রাইভার মহিদুল ও ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদের ফোনালাপের রেকর্ড শোনানো হয়। ফোনালাপে এরিক তাঁকে প্রেসিডেন্ট পার্ক বাসভবন থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার আকুতি জানান। এরিক এরশাদ জানান, তিনি তাঁর মায়ের কাছে থাকতে চান না। পাশাপাশি বিদিশা সিদ্দিক এরিককে নারীদের সঙ্গে অবৈধ মেলামেশা করতে বাধ্য করাচ্ছেন বলে ফোনালাপে অভিযোগ করেন এরিক এরশাদ।
উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর থেকে তাঁর ছেলে এরিক এরশাদের দেখভাল নিয়ে এরিকের মা বিদিশা সিদ্দিক এবং এরশাদের গঠিত ট্রাস্টি বোর্ডের মধ্যে টানাপোড়েন চলছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৩ মিনিট আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
৩০ মিনিট আগে
বিএনপির নির্বাচনী জনসভা উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট। গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেতা–কর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ। মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে।
৩৪ মিনিট আগে
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চট্টগ্রাম নগরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে