গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ও কারখানা ভাঙচুরের চেষ্টার অভিযোগে নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ শনিবার মহানগরীর ভোগরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মহানগরীর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–জয়পুরহাটের কালাই থানার উদাইপুর গ্রামের হাসনা আক্তার (২৪), শেরপুর সদরের চরমাতবাড়ী নয়ানি পাড়া এলাকার সাজেদা বেগম (২৮), রংপুরের পীরগঞ্জ মির্জাপুর গ্রামের মেঘলা আক্তার (৩০), জয়পুরহাট সদরের ধানসিঁড়া গ্রামের আব্দুল মমিন (২২), খাগড়াছড়ির পানছড়ি থানার ইসলামপুর গ্রামের রাকিব হোসেন (২৩), বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর গ্রামের মাসুম আলী শেখ (২১) ও ময়মনসিংহের ফুলবাড়ী থানার মো. রায়হান (২৪)।
খোঁজ নিয়ে জানা যায়, এদিন সকালে অভিযুক্তরা ভোগরা এলাকার বিভিন্ন পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের বাইরে এসে আন্দোলনের যোগ দেওয়ার জন্য উসকানি দিচ্ছিল। এ সময় তারা কয়েকটি কারখানা ইট–পাটকেল নিক্ষেপ করে ভাঙচুরের চেষ্টা করে। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে পুলিশ ও সেনা সদস্যরা সাতজনকে আটক করে।
পরে স্থানীয় সানকোয়াং কারখানার মানব সম্পদ বিভাগের ব্যবস্থাপক বাদী হয়ে ভাঙচুর ও শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে বাসন থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। তাদের এই মামলা গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ওসি মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে বিভিন্ন কারখানায় অসন্তোষ সৃষ্টি ও ভাঙচুরের চেষ্টা করছিল। তাদের নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।’

গাজীপুরে শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ও কারখানা ভাঙচুরের চেষ্টার অভিযোগে নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ শনিবার মহানগরীর ভোগরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মহানগরীর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–জয়পুরহাটের কালাই থানার উদাইপুর গ্রামের হাসনা আক্তার (২৪), শেরপুর সদরের চরমাতবাড়ী নয়ানি পাড়া এলাকার সাজেদা বেগম (২৮), রংপুরের পীরগঞ্জ মির্জাপুর গ্রামের মেঘলা আক্তার (৩০), জয়পুরহাট সদরের ধানসিঁড়া গ্রামের আব্দুল মমিন (২২), খাগড়াছড়ির পানছড়ি থানার ইসলামপুর গ্রামের রাকিব হোসেন (২৩), বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর গ্রামের মাসুম আলী শেখ (২১) ও ময়মনসিংহের ফুলবাড়ী থানার মো. রায়হান (২৪)।
খোঁজ নিয়ে জানা যায়, এদিন সকালে অভিযুক্তরা ভোগরা এলাকার বিভিন্ন পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের বাইরে এসে আন্দোলনের যোগ দেওয়ার জন্য উসকানি দিচ্ছিল। এ সময় তারা কয়েকটি কারখানা ইট–পাটকেল নিক্ষেপ করে ভাঙচুরের চেষ্টা করে। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে পুলিশ ও সেনা সদস্যরা সাতজনকে আটক করে।
পরে স্থানীয় সানকোয়াং কারখানার মানব সম্পদ বিভাগের ব্যবস্থাপক বাদী হয়ে ভাঙচুর ও শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে বাসন থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। তাদের এই মামলা গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ওসি মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে বিভিন্ন কারখানায় অসন্তোষ সৃষ্টি ও ভাঙচুরের চেষ্টা করছিল। তাদের নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।’

নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
০১ জানুয়ারি ১৯৭০
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১৪ মিনিট আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১৮ মিনিট আগে
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, অর্থাৎ কালকে রায় হলে পরশু ইলেকশন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাকসুর নির্বাচনের পক্ষে ইতিবাচক রায়ের জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে।
২০ মিনিট আগে