নিজস্ব প্রতিবেদক

ঢাকা: অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ গোপনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার সংস্থাটির প্রধান কার্যালয় থেকে এ অনুমোদন দেওয়া হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেড় কোটিরও বেশি পরিমাণ টাকার অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগের মামলায় খুলনা–২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে এই মামলায় তার বিরুদ্ধে ২০ লাখ টাকার পরিমাণের সম্পদ গোপনের অভিযোগ আনা হয়।
এর আগে ২০১৯ সালের ৭ আগস্ট দুদক সমন্বিত কার্যালয় ঢাকা–১ এ সংস্থাটির পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে মামলা করেন।
মামলার এজাহারে মিজানুর রহমানের বিরুদ্ধে ১ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি ২০ লাখ টাকার সম্পদ গোপন করেছিলেন। যা অনুসন্ধানে বেরিয়ে আসে।
সাংসদ থাকাকালে ক্ষমতার অপব্যবহারসহ নানা দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখায় মিজানুর রহমানের বিরুদ্ধে দুদক আইন-২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে।
এজাহারে বলা হয়, মিজানুর রহমান খুলনার বটিয়াঘাটার কৃষ্ণনগর মৌজায় ৯০ শতাংশ জমির মূল্য দেড় কোটি টাকা নির্ধারণ করে পরে ২০ লাখ টাকা বিনিময় করে দলিল তৈরি করেন। দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে জমি কেনার এই তথ্য উল্লেখ করা হয়নি।
দুদকের অভিযোগ সূত্র বলছে, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রভাব খাঁটিয়ে খুলনা সিটি করপোরেশন ও অন্যান্য অফিসের ঠিকাদারি কাজ বাগিয়ে নিয়ে নামমাত্র কাজ করে সরকারি অর্থ আত্মসাৎ করেন মিজানুর রহমান। এসব অভিযোগের অনুসন্ধান শুরু হয়েছিল ২০১৮ সালের শুরুতে। একই বছরের এপ্রিল মাসে অনুসন্ধানের অংশ হিসেবে সাবেক এই সাংসদকে তলবও করা হয়েছিল। পরবর্তীতে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয় মিজানুর রহমানের বিরুদ্ধে।

ঢাকা: অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ গোপনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার সংস্থাটির প্রধান কার্যালয় থেকে এ অনুমোদন দেওয়া হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেড় কোটিরও বেশি পরিমাণ টাকার অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগের মামলায় খুলনা–২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে এই মামলায় তার বিরুদ্ধে ২০ লাখ টাকার পরিমাণের সম্পদ গোপনের অভিযোগ আনা হয়।
এর আগে ২০১৯ সালের ৭ আগস্ট দুদক সমন্বিত কার্যালয় ঢাকা–১ এ সংস্থাটির পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে মামলা করেন।
মামলার এজাহারে মিজানুর রহমানের বিরুদ্ধে ১ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি ২০ লাখ টাকার সম্পদ গোপন করেছিলেন। যা অনুসন্ধানে বেরিয়ে আসে।
সাংসদ থাকাকালে ক্ষমতার অপব্যবহারসহ নানা দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখায় মিজানুর রহমানের বিরুদ্ধে দুদক আইন-২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে।
এজাহারে বলা হয়, মিজানুর রহমান খুলনার বটিয়াঘাটার কৃষ্ণনগর মৌজায় ৯০ শতাংশ জমির মূল্য দেড় কোটি টাকা নির্ধারণ করে পরে ২০ লাখ টাকা বিনিময় করে দলিল তৈরি করেন। দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে জমি কেনার এই তথ্য উল্লেখ করা হয়নি।
দুদকের অভিযোগ সূত্র বলছে, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রভাব খাঁটিয়ে খুলনা সিটি করপোরেশন ও অন্যান্য অফিসের ঠিকাদারি কাজ বাগিয়ে নিয়ে নামমাত্র কাজ করে সরকারি অর্থ আত্মসাৎ করেন মিজানুর রহমান। এসব অভিযোগের অনুসন্ধান শুরু হয়েছিল ২০১৮ সালের শুরুতে। একই বছরের এপ্রিল মাসে অনুসন্ধানের অংশ হিসেবে সাবেক এই সাংসদকে তলবও করা হয়েছিল। পরবর্তীতে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয় মিজানুর রহমানের বিরুদ্ধে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
১ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে