নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজ হাতে পুলিশ সদস্যদের প্লেটে খাবার তুলে দিলেন পুলিশপ্রধান বেনজীর আহমেদ। বাহিনীপ্রধানের এ ধরনের আন্তরিকতায় আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত পুলিশ সদস্যরা।
ঈদের দিন সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের পুলিশ ভবনে (আইজিপির বাসভবন) পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বেনজীর। দুই পর্বের এ আয়োজনের প্রথম পর্বে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত পুলিশ সদস্য এবং দ্বিতীয় পর্বে এএসপি থেকে অতিরিক্ত আইজিপি পর্যায়ের পুলিশ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন পুলিশ মহাপরিদর্শক।
পরে পুলিশ কর্মকর্তাদের দেশপ্রেম ও সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান আইজিপি।
বেনজীর বলেন, ‘আমরা সবাই যদি পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করতে পারতাম তাহলে ভালো হতো। কিন্তু দেশের জনগণের ঈদ উদ্যাপন নির্বিঘ্ন করার জন্য আমরা পরিবারের সঙ্গে ঈদ করতে পারিনি। এ চ্যালেঞ্জ নিয়েই আমরা চাকরিতে এসেছি। আমাদের চাকরিটা শুধু চাকরি নয়। এ জন্য এবারের কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর নিয়োগে আমাদের ট্যাগ লাইন হলো ‘চাকরি নয়, সেবা’।
পুলিশ বাহিনীর সদস্যদের জন্য দেশপ্রেম গুরুত্বপূর্ণ উল্লেখ করে সেবার মানসিকতা নিয়ে দেশ ও দেশের নাগরিকদের জন্য কাজ করার ওপর জোর দেন আইজিপি।
আইজিপি বলেন, শান্তিকালীন সময়ে যুদ্ধ করে পুলিশ; আর যুদ্ধকালীন সময়ে সশস্ত্র বাহিনী। পুলিশ যুদ্ধ করে দেশবিরোধী, সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে। যুদ্ধ করলে প্রাণহানি ঘটতে পারে। দেশপ্রেম না থাকলে যুদ্ধ করা যায় না। দেশপ্রেম ছাড়া দেশ আগায় না, সমাজ আগায় না, সভ্যতা আগায় না।
ঈদ উদ্যাপনে সন্তোষ প্রকাশ করে আইজিপি বলেন, এবারের ঈদযাত্রা ভালো ছিল, তেমন কোনো সমস্যা হয়নি। তিনি এ জন্য হাইওয়ে, শিল্প ও জেলা পুলিশসহ অন্যান্য ইউনিটের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।

নিজ হাতে পুলিশ সদস্যদের প্লেটে খাবার তুলে দিলেন পুলিশপ্রধান বেনজীর আহমেদ। বাহিনীপ্রধানের এ ধরনের আন্তরিকতায় আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত পুলিশ সদস্যরা।
ঈদের দিন সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের পুলিশ ভবনে (আইজিপির বাসভবন) পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বেনজীর। দুই পর্বের এ আয়োজনের প্রথম পর্বে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত পুলিশ সদস্য এবং দ্বিতীয় পর্বে এএসপি থেকে অতিরিক্ত আইজিপি পর্যায়ের পুলিশ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন পুলিশ মহাপরিদর্শক।
পরে পুলিশ কর্মকর্তাদের দেশপ্রেম ও সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান আইজিপি।
বেনজীর বলেন, ‘আমরা সবাই যদি পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করতে পারতাম তাহলে ভালো হতো। কিন্তু দেশের জনগণের ঈদ উদ্যাপন নির্বিঘ্ন করার জন্য আমরা পরিবারের সঙ্গে ঈদ করতে পারিনি। এ চ্যালেঞ্জ নিয়েই আমরা চাকরিতে এসেছি। আমাদের চাকরিটা শুধু চাকরি নয়। এ জন্য এবারের কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর নিয়োগে আমাদের ট্যাগ লাইন হলো ‘চাকরি নয়, সেবা’।
পুলিশ বাহিনীর সদস্যদের জন্য দেশপ্রেম গুরুত্বপূর্ণ উল্লেখ করে সেবার মানসিকতা নিয়ে দেশ ও দেশের নাগরিকদের জন্য কাজ করার ওপর জোর দেন আইজিপি।
আইজিপি বলেন, শান্তিকালীন সময়ে যুদ্ধ করে পুলিশ; আর যুদ্ধকালীন সময়ে সশস্ত্র বাহিনী। পুলিশ যুদ্ধ করে দেশবিরোধী, সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে। যুদ্ধ করলে প্রাণহানি ঘটতে পারে। দেশপ্রেম না থাকলে যুদ্ধ করা যায় না। দেশপ্রেম ছাড়া দেশ আগায় না, সমাজ আগায় না, সভ্যতা আগায় না।
ঈদ উদ্যাপনে সন্তোষ প্রকাশ করে আইজিপি বলেন, এবারের ঈদযাত্রা ভালো ছিল, তেমন কোনো সমস্যা হয়নি। তিনি এ জন্য হাইওয়ে, শিল্প ও জেলা পুলিশসহ অন্যান্য ইউনিটের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।

দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
৬ মিনিট আগেরাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
১১ মিনিট আগে
রাজধানীতে তুচ্ছ ঘটনায় মব সৃষ্টি করে শিক্ষানবিশ আইনজীবী নাঈম কিবরিয়াকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পাবনার আইনজীবীরা।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তবর্তী একটি বাড়ির শোয়ার কক্ষে। ওই গুলির খোসাটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সীমান্তের ৩২ নম্বর পিলারের অদূরে ঘুমধুম বেতবুনিয়া সীমান্ত এলাকায়।
১ ঘণ্টা আগে