টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে টিকা নিতে এসে মারধরের ঘটনায় সাতজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, সিনিয়র সেবিকা রিপা আক্তার, সুরাইয়া আক্তার, শাহিনা আক্তার রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবী নাদিম আহাম্মদ, সিফাত হোসেন, ইউছুফ ও সুমন।
জানা যায়, সকালে হাসপাতালে কয়েক হাজার নারী-পুরুষ টিকা নিতে আসেন। দীর্ঘ সময় তাঁরা লাইনে দাঁড়িয়ে থাকে তাঁরা। এরই একপর্যায়ে টিকার মজুত শেষ নেই এমন ঘোষণা এলে নারী পুরুষেরা হাসপাতালের কর্মচারী ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। পরে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় টিকা নিতে আসা নারী পুরুষেরা ওই সাতজনকে মারধর করলে তাঁরা আহত হন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালে সেবিকারা জানান, আজ কয়েক হাজার নারী ও পুরুষ টিকা নিতে এসেছেন। তারা হঠাৎ করেই টিকাদানকারী স্বেচ্ছাসেবী কর্মীদের মারধর করে আহত করেছেন।
টিকা নিতে আসা কয়েকজন বলেন, আমরা সকাল থেকে টিকা নিতে লাইনে দাঁড়িয়ে আছি। কিন্তু লাইন ভেঙে অনেকে টিকা দিয়ে চলে যাচ্ছে। দুপুরের আগেই টিকা নেই এমন ঘোষণা দেওয়া হলে বিশৃঙ্খলা বাধে।
হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. পারভেজ হোসেন বলেন, টিকা নিতে আসা নারী ও পুরুষেরা ধাক্কাধাক্কি করেন এতে হাসপাতালে সেবিকা ও রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা আহত হয়েছেন।
শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলম বলেন, টিকা মজুতের তুলনায় গ্রহীতার সংখ্যা বেশি হয়ে গেছে। তবে টিকা ব্যবস্থা করা হচ্ছে। শনিবার থেকে সবাইকে টিকা দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, টিকা কেন্দ্রে পুলিশ রয়েছে। প্রায় এক ঘণ্টা পর ফের টিকা কেন্দ্রে টিকা কার্যক্রম শুরু হয়।

গাজীপুরের টঙ্গীতে টিকা নিতে এসে মারধরের ঘটনায় সাতজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, সিনিয়র সেবিকা রিপা আক্তার, সুরাইয়া আক্তার, শাহিনা আক্তার রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবী নাদিম আহাম্মদ, সিফাত হোসেন, ইউছুফ ও সুমন।
জানা যায়, সকালে হাসপাতালে কয়েক হাজার নারী-পুরুষ টিকা নিতে আসেন। দীর্ঘ সময় তাঁরা লাইনে দাঁড়িয়ে থাকে তাঁরা। এরই একপর্যায়ে টিকার মজুত শেষ নেই এমন ঘোষণা এলে নারী পুরুষেরা হাসপাতালের কর্মচারী ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। পরে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় টিকা নিতে আসা নারী পুরুষেরা ওই সাতজনকে মারধর করলে তাঁরা আহত হন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালে সেবিকারা জানান, আজ কয়েক হাজার নারী ও পুরুষ টিকা নিতে এসেছেন। তারা হঠাৎ করেই টিকাদানকারী স্বেচ্ছাসেবী কর্মীদের মারধর করে আহত করেছেন।
টিকা নিতে আসা কয়েকজন বলেন, আমরা সকাল থেকে টিকা নিতে লাইনে দাঁড়িয়ে আছি। কিন্তু লাইন ভেঙে অনেকে টিকা দিয়ে চলে যাচ্ছে। দুপুরের আগেই টিকা নেই এমন ঘোষণা দেওয়া হলে বিশৃঙ্খলা বাধে।
হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. পারভেজ হোসেন বলেন, টিকা নিতে আসা নারী ও পুরুষেরা ধাক্কাধাক্কি করেন এতে হাসপাতালে সেবিকা ও রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা আহত হয়েছেন।
শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলম বলেন, টিকা মজুতের তুলনায় গ্রহীতার সংখ্যা বেশি হয়ে গেছে। তবে টিকা ব্যবস্থা করা হচ্ছে। শনিবার থেকে সবাইকে টিকা দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, টিকা কেন্দ্রে পুলিশ রয়েছে। প্রায় এক ঘণ্টা পর ফের টিকা কেন্দ্রে টিকা কার্যক্রম শুরু হয়।

মিরসরাইয়ে লরির ধাক্কায় হুমায়ুন কবির (২৫) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
মব সৃষ্টি করে তিন পুলিশ সদস্যকে হেনস্তার অভিযোগে বগুড়ার ধুনটে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশের জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল সোমবার রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করে।
১১ মিনিট আগে
মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল মন্নান। কিন্তু এই আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের আহমদ বেলালকে সম্প্রতি মনোনীত করা হয়েছে। আর তাই ফুঁসে উঠেছেন এলাকাবাসী।
২৩ মিনিট আগে
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রোহিঙ্গাদের অন্তত ৪৫০টি বসতঘর, লার্নিং সেন্টার, মসজিদ, মক্তবসহ অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৬ নম্বর শফিউল্লাহ কাটা ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে