নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজেকে জঙ্গি সংগঠন জামাতুল আনসার আল ইসলাম ফিল হিন্দাল শরক্বীয়ার সদস্য পরিচয় দিয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা এক তরুণকে উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে ওই তরুণের নাম জানায়নি পুলিশ।
আনোয়ার সাত্তার বলেন, আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে এক তরুণ ফোন করেন। তিনি নিজেকে হিন্দাল শারক্কীয়ার সদস্য দাবি করেন। তিনি জঙ্গিবাদ থেকে ফিরে আসতে চান। তবে পুলিশের কাছে তিনি আত্মসমর্পণ করতে ভয় পাচ্ছিলেন। তাই ৯৯৯-এ ফোন করেছেন। ওই তরুণের ফোন পেয়ে বিষয়টি দ্রুত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানানো হয়। এরপর তাঁকে উদ্ধারে মাঠে নামে উত্তরা পুলিশ।
গত বছরের ২৭ ডিসেম্বর কুমিল্লার বাড়ি থেকে টাকা-পয়সা চুরি করে হিন্দাল শারক্বীয়ায় যোগ দিতে ঘর ছেড়েছিলেন বলে পুলিশকে জানান ওই তরুণ। এরপর তিনি ঢাকার বসুন্ধরা এলাকায়, উত্তরখান ও দক্ষিণখানের বিভিন্ন মেসে অবস্থান করেন। প্রশিক্ষণ গ্রহণের জন্য তাঁর কক্সবাজারে যাওয়ার কথা ছিল। তবে একপর্যায়ে তিনি তাঁর ভুল বুঝতে পেরে মেস থেকে পালিয়ে যান এবং উত্তরখান থানা এলাকায় এক ব্যক্তির আশ্রয় লাভ করেন। তিনি স্বাভাবিক জীবনে ফিরতে চাইছিলেন। কিন্তু ভয় পাচ্ছিলেন তাঁর দলের সদস্যদের হাতে ধরা পড়লে হত্যার শিকার হতে পারেন। তাই জাতীয় জরুরি সেবায় ফোন দিয়েছেন।
৯৯৯-এ ফোন কলটি রিসিভ করেন পুলিশ সদস্য জয় বিশ্বাস। তিনি তাৎক্ষণিকভাবে উত্তরখান জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইয়াসির আরাফাতকে বিষয়টি জানান।
পুলিশ জানায়, সংবাদ পেয়ে উত্তরখান থানার পুলিশের একটি দল উত্তরখানের কোটবাড়ী আটিপাড়া এলাকায় যায়। পরে উত্তরখান থানার ওসি ৯৯৯কে জানান, তাঁরা ২৬ বছর বয়সী তরুণকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উত্তরখান থানার ওসি মোহাম্মদ আবদুল মজিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা তাকে এখনো আটক বা গ্রেপ্তার করিনি। এখন প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তেমন কিছুই জানা যায়নি। জিজ্ঞাসাবাদ শেষ হলে বিস্তারিত জানানো হবে।’

নিজেকে জঙ্গি সংগঠন জামাতুল আনসার আল ইসলাম ফিল হিন্দাল শরক্বীয়ার সদস্য পরিচয় দিয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা এক তরুণকে উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে ওই তরুণের নাম জানায়নি পুলিশ।
আনোয়ার সাত্তার বলেন, আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে এক তরুণ ফোন করেন। তিনি নিজেকে হিন্দাল শারক্কীয়ার সদস্য দাবি করেন। তিনি জঙ্গিবাদ থেকে ফিরে আসতে চান। তবে পুলিশের কাছে তিনি আত্মসমর্পণ করতে ভয় পাচ্ছিলেন। তাই ৯৯৯-এ ফোন করেছেন। ওই তরুণের ফোন পেয়ে বিষয়টি দ্রুত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানানো হয়। এরপর তাঁকে উদ্ধারে মাঠে নামে উত্তরা পুলিশ।
গত বছরের ২৭ ডিসেম্বর কুমিল্লার বাড়ি থেকে টাকা-পয়সা চুরি করে হিন্দাল শারক্বীয়ায় যোগ দিতে ঘর ছেড়েছিলেন বলে পুলিশকে জানান ওই তরুণ। এরপর তিনি ঢাকার বসুন্ধরা এলাকায়, উত্তরখান ও দক্ষিণখানের বিভিন্ন মেসে অবস্থান করেন। প্রশিক্ষণ গ্রহণের জন্য তাঁর কক্সবাজারে যাওয়ার কথা ছিল। তবে একপর্যায়ে তিনি তাঁর ভুল বুঝতে পেরে মেস থেকে পালিয়ে যান এবং উত্তরখান থানা এলাকায় এক ব্যক্তির আশ্রয় লাভ করেন। তিনি স্বাভাবিক জীবনে ফিরতে চাইছিলেন। কিন্তু ভয় পাচ্ছিলেন তাঁর দলের সদস্যদের হাতে ধরা পড়লে হত্যার শিকার হতে পারেন। তাই জাতীয় জরুরি সেবায় ফোন দিয়েছেন।
৯৯৯-এ ফোন কলটি রিসিভ করেন পুলিশ সদস্য জয় বিশ্বাস। তিনি তাৎক্ষণিকভাবে উত্তরখান জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইয়াসির আরাফাতকে বিষয়টি জানান।
পুলিশ জানায়, সংবাদ পেয়ে উত্তরখান থানার পুলিশের একটি দল উত্তরখানের কোটবাড়ী আটিপাড়া এলাকায় যায়। পরে উত্তরখান থানার ওসি ৯৯৯কে জানান, তাঁরা ২৬ বছর বয়সী তরুণকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উত্তরখান থানার ওসি মোহাম্মদ আবদুল মজিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা তাকে এখনো আটক বা গ্রেপ্তার করিনি। এখন প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তেমন কিছুই জানা যায়নি। জিজ্ঞাসাবাদ শেষ হলে বিস্তারিত জানানো হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে