নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজেকে জঙ্গি সংগঠন জামাতুল আনসার আল ইসলাম ফিল হিন্দাল শরক্বীয়ার সদস্য পরিচয় দিয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা এক তরুণকে উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে ওই তরুণের নাম জানায়নি পুলিশ।
আনোয়ার সাত্তার বলেন, আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে এক তরুণ ফোন করেন। তিনি নিজেকে হিন্দাল শারক্কীয়ার সদস্য দাবি করেন। তিনি জঙ্গিবাদ থেকে ফিরে আসতে চান। তবে পুলিশের কাছে তিনি আত্মসমর্পণ করতে ভয় পাচ্ছিলেন। তাই ৯৯৯-এ ফোন করেছেন। ওই তরুণের ফোন পেয়ে বিষয়টি দ্রুত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানানো হয়। এরপর তাঁকে উদ্ধারে মাঠে নামে উত্তরা পুলিশ।
গত বছরের ২৭ ডিসেম্বর কুমিল্লার বাড়ি থেকে টাকা-পয়সা চুরি করে হিন্দাল শারক্বীয়ায় যোগ দিতে ঘর ছেড়েছিলেন বলে পুলিশকে জানান ওই তরুণ। এরপর তিনি ঢাকার বসুন্ধরা এলাকায়, উত্তরখান ও দক্ষিণখানের বিভিন্ন মেসে অবস্থান করেন। প্রশিক্ষণ গ্রহণের জন্য তাঁর কক্সবাজারে যাওয়ার কথা ছিল। তবে একপর্যায়ে তিনি তাঁর ভুল বুঝতে পেরে মেস থেকে পালিয়ে যান এবং উত্তরখান থানা এলাকায় এক ব্যক্তির আশ্রয় লাভ করেন। তিনি স্বাভাবিক জীবনে ফিরতে চাইছিলেন। কিন্তু ভয় পাচ্ছিলেন তাঁর দলের সদস্যদের হাতে ধরা পড়লে হত্যার শিকার হতে পারেন। তাই জাতীয় জরুরি সেবায় ফোন দিয়েছেন।
৯৯৯-এ ফোন কলটি রিসিভ করেন পুলিশ সদস্য জয় বিশ্বাস। তিনি তাৎক্ষণিকভাবে উত্তরখান জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইয়াসির আরাফাতকে বিষয়টি জানান।
পুলিশ জানায়, সংবাদ পেয়ে উত্তরখান থানার পুলিশের একটি দল উত্তরখানের কোটবাড়ী আটিপাড়া এলাকায় যায়। পরে উত্তরখান থানার ওসি ৯৯৯কে জানান, তাঁরা ২৬ বছর বয়সী তরুণকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উত্তরখান থানার ওসি মোহাম্মদ আবদুল মজিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা তাকে এখনো আটক বা গ্রেপ্তার করিনি। এখন প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তেমন কিছুই জানা যায়নি। জিজ্ঞাসাবাদ শেষ হলে বিস্তারিত জানানো হবে।’

নিজেকে জঙ্গি সংগঠন জামাতুল আনসার আল ইসলাম ফিল হিন্দাল শরক্বীয়ার সদস্য পরিচয় দিয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা এক তরুণকে উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে ওই তরুণের নাম জানায়নি পুলিশ।
আনোয়ার সাত্তার বলেন, আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে এক তরুণ ফোন করেন। তিনি নিজেকে হিন্দাল শারক্কীয়ার সদস্য দাবি করেন। তিনি জঙ্গিবাদ থেকে ফিরে আসতে চান। তবে পুলিশের কাছে তিনি আত্মসমর্পণ করতে ভয় পাচ্ছিলেন। তাই ৯৯৯-এ ফোন করেছেন। ওই তরুণের ফোন পেয়ে বিষয়টি দ্রুত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানানো হয়। এরপর তাঁকে উদ্ধারে মাঠে নামে উত্তরা পুলিশ।
গত বছরের ২৭ ডিসেম্বর কুমিল্লার বাড়ি থেকে টাকা-পয়সা চুরি করে হিন্দাল শারক্বীয়ায় যোগ দিতে ঘর ছেড়েছিলেন বলে পুলিশকে জানান ওই তরুণ। এরপর তিনি ঢাকার বসুন্ধরা এলাকায়, উত্তরখান ও দক্ষিণখানের বিভিন্ন মেসে অবস্থান করেন। প্রশিক্ষণ গ্রহণের জন্য তাঁর কক্সবাজারে যাওয়ার কথা ছিল। তবে একপর্যায়ে তিনি তাঁর ভুল বুঝতে পেরে মেস থেকে পালিয়ে যান এবং উত্তরখান থানা এলাকায় এক ব্যক্তির আশ্রয় লাভ করেন। তিনি স্বাভাবিক জীবনে ফিরতে চাইছিলেন। কিন্তু ভয় পাচ্ছিলেন তাঁর দলের সদস্যদের হাতে ধরা পড়লে হত্যার শিকার হতে পারেন। তাই জাতীয় জরুরি সেবায় ফোন দিয়েছেন।
৯৯৯-এ ফোন কলটি রিসিভ করেন পুলিশ সদস্য জয় বিশ্বাস। তিনি তাৎক্ষণিকভাবে উত্তরখান জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইয়াসির আরাফাতকে বিষয়টি জানান।
পুলিশ জানায়, সংবাদ পেয়ে উত্তরখান থানার পুলিশের একটি দল উত্তরখানের কোটবাড়ী আটিপাড়া এলাকায় যায়। পরে উত্তরখান থানার ওসি ৯৯৯কে জানান, তাঁরা ২৬ বছর বয়সী তরুণকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উত্তরখান থানার ওসি মোহাম্মদ আবদুল মজিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা তাকে এখনো আটক বা গ্রেপ্তার করিনি। এখন প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তেমন কিছুই জানা যায়নি। জিজ্ঞাসাবাদ শেষ হলে বিস্তারিত জানানো হবে।’

ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
২ মিনিট আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
২১ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
২৭ মিনিট আগে
গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
৩২ মিনিট আগে