ঢামেক প্রতিবেদক

হাজারীবাগের বউবাজার এলাকায় বাবার হাতে পাঁচ বছরের মেয়েশিশু খুন হয়েছে। শিশুটির নাম জান্নাতুল (৫)। এ ঘটনায় শিশুটির বাবা মো. রাসেলকে আটক করা হয়েছে।
সোমবার দিবাগত রাত সারে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৪ নম্বর ওয়ার্ডে মারা যায় জান্নাতুল। সোমবার সন্ধ্যার দিকে হাজারীবাগ বউবাজার খালপাড়ের বাসায় ঘটনাটি ঘটে।
মৃত জান্নাতুলেরর মামা মো. রাহাত জানান, তাদের বাড়ি ভোলা জেলার দক্ষিণ আইচা থানার পশ্চিম চড়ভূষণ গ্রামে। বর্তমানে হাজারীবাগের বউবাজার খালপাড় এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। শিশুটির বাবা মো. রাসেল লেগুনাচালক। মা নাসিমা আক্তার গৃহিণী। জান্নাতুল তাদের একমাত্র সন্তান ছিল।
তিনি আরও জানান, দুই মাস আগে গ্রাম থেকে ঢাকায় আসেন তাঁরা। এরপর থেকেই হাজারীবাগে থাকেন। এর আগে কয়েকবার জান্নাতুলের মায়ের ওপরেও অত্যাচার করছেন। গতকাল সন্ধ্যায় ঘরের দরজা বন্ধ করে মেয়ে জান্নাতুলকে খাবার খাওয়াচ্ছিলেন। খাবার খেতে না চাইলে জোড়ে মাটিতে আছাড় মারেন। এতে গুরুতর আহত হয় শিশুটি। পরে হাসপাতালে মারা যায়।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) নাদির শাহ বলেন, গতকাল বিকেলে শিশুটির বাবা মো. রাসেল মেয়েশিশুটিকে আছাড় মারে। এতে শিশুটির মাথায় আঘাত লেগে গুরুতর আহত হয়। স্বজন ও প্রতিবেশীরা শিশুটিকে ঢাকা মেডিকেলে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
এসআই আরও জানান, মাঝেমধ্যেই স্ত্রী ও মেয়েকে অত্যাচার করতেন। গতকাল বিকেলে শিশুটিকে তাঁর মা নাসিমা ভাত খাওয়াচ্ছিলেন। তবে খেতে চাইছিল না জান্নাতুল। বাবা রাসেল রাগান্বিত হয়ে মেয়েকে আছাড় মারেন। এতে শিশুটির মাথায় আঘাত লেগে গুরুতর আহত হয়। তবে ঘটনার পরপরই প্রতিবেশীরা রাসেলকে ধরে থানায় খবর দেন। রাসেল থানায় আটক আছেন। মামলা প্রক্রিয়াধীন আছে।

হাজারীবাগের বউবাজার এলাকায় বাবার হাতে পাঁচ বছরের মেয়েশিশু খুন হয়েছে। শিশুটির নাম জান্নাতুল (৫)। এ ঘটনায় শিশুটির বাবা মো. রাসেলকে আটক করা হয়েছে।
সোমবার দিবাগত রাত সারে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৪ নম্বর ওয়ার্ডে মারা যায় জান্নাতুল। সোমবার সন্ধ্যার দিকে হাজারীবাগ বউবাজার খালপাড়ের বাসায় ঘটনাটি ঘটে।
মৃত জান্নাতুলেরর মামা মো. রাহাত জানান, তাদের বাড়ি ভোলা জেলার দক্ষিণ আইচা থানার পশ্চিম চড়ভূষণ গ্রামে। বর্তমানে হাজারীবাগের বউবাজার খালপাড় এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। শিশুটির বাবা মো. রাসেল লেগুনাচালক। মা নাসিমা আক্তার গৃহিণী। জান্নাতুল তাদের একমাত্র সন্তান ছিল।
তিনি আরও জানান, দুই মাস আগে গ্রাম থেকে ঢাকায় আসেন তাঁরা। এরপর থেকেই হাজারীবাগে থাকেন। এর আগে কয়েকবার জান্নাতুলের মায়ের ওপরেও অত্যাচার করছেন। গতকাল সন্ধ্যায় ঘরের দরজা বন্ধ করে মেয়ে জান্নাতুলকে খাবার খাওয়াচ্ছিলেন। খাবার খেতে না চাইলে জোড়ে মাটিতে আছাড় মারেন। এতে গুরুতর আহত হয় শিশুটি। পরে হাসপাতালে মারা যায়।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) নাদির শাহ বলেন, গতকাল বিকেলে শিশুটির বাবা মো. রাসেল মেয়েশিশুটিকে আছাড় মারে। এতে শিশুটির মাথায় আঘাত লেগে গুরুতর আহত হয়। স্বজন ও প্রতিবেশীরা শিশুটিকে ঢাকা মেডিকেলে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
এসআই আরও জানান, মাঝেমধ্যেই স্ত্রী ও মেয়েকে অত্যাচার করতেন। গতকাল বিকেলে শিশুটিকে তাঁর মা নাসিমা ভাত খাওয়াচ্ছিলেন। তবে খেতে চাইছিল না জান্নাতুল। বাবা রাসেল রাগান্বিত হয়ে মেয়েকে আছাড় মারেন। এতে শিশুটির মাথায় আঘাত লেগে গুরুতর আহত হয়। তবে ঘটনার পরপরই প্রতিবেশীরা রাসেলকে ধরে থানায় খবর দেন। রাসেল থানায় আটক আছেন। মামলা প্রক্রিয়াধীন আছে।

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
২৮ মিনিট আগে
নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
১ ঘণ্টা আগে
নিহত আমেনা বেগমের বড় ভাই মোহাম্মদ ফোরকান বলেন, ‘বিয়ের সময় যৌতুক ও নগদ ২ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপরও বিভিন্ন সময়ে টাকা দাবি করে নির্যাতন চালানো হয়েছে। এখন আমার বোনকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
২ ঘণ্টা আগে