Ajker Patrika

প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা বাতিলের দাবি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা বাতিলের দাবি 

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে কোটা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ‘অধিকার বঞ্চিত বেকার সমাজ’ নামের একটি সংগঠন। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে অধিকার বঞ্চিত বেকার সমাজের আহ্বায়ক তারেক রহমান বলেন, ‘জাতির মেরুদণ্ড ভেঙে দিতে শিক্ষক নিয়োগে ৮০ শতাংশ কোটা প্রয়োগ করা হচ্ছে। কম যোগ্য প্রার্থীদের কোটায় নিয়োগ দিয়ে যোগ্য প্রার্থীদের তাচ্ছিল্য করা হচ্ছে। এর সমাধান হওয়া দরকার।’

মানববন্ধনে অংশ নেওয়া চাকরিপ্রার্থীরা জানান, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের সর্বশেষ ঘোষিত ফলাফলে সমাজের অনগ্রসর শ্রেণিকে বঞ্চিত করে চাকরিজীবীর সন্তানদের বৈষম্যমূলক কোটা সুবিধা দিয়ে পুনরায় চাকরির সুযোগ করে দেওয়া হয়েছে। প্রাথমিক নিয়োগ বিধি-২০১৯ এর ৮ ধারায় অনুযায়ী ৬০ শতাংশ নারী, ২০ শতাংশ পোষ্য বা পারিবারিক, ২০ শতাংশ পুরুষ ও সামগ্রিকভাবে ২০ শতাংশ বিজ্ঞান কোটার অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তারা বলেন, প্রচলিত কোটা পদ্ধতিতে প্রতিবন্ধীদের মতো অনগ্রসর শ্রেণিকে বঞ্চিত করে সমাজের অগ্রসর শ্রেণিকে কোটা সুবিধা দেওয়া হচ্ছে। এটা প্রহসন ছাড়া কিছু নয়। প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে কোটা বাতিলসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন চাকরিপ্রার্থীরা।

দাবিগুলো হচ্ছে-প্রাথমিকের ফলাফল বাতিল করে এক ও অভিন্ন কাট মার্কে পুনরায় ফলাফল ঘোষণা করা; কোটা বাতিলের সরকারি পরিপত্র মেনে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা; শিক্ষক নিয়োগে বিদ্যমান নিয়োগ মেধার ভিত্তিতে দ্রুত সম্পন্ন করে নতুন কোটামুক্ত পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ করা; প্রতিবন্ধীদের কোটা সংরক্ষণ করে পোষ্য কোটাসহ সব ধরনের কোটা বাতিল করা এবং নিয়োগ পরীক্ষায় মেধা তালিকার পাশাপাশি নম্বর প্রকাশ করা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান, বিক্ষোভকারীরা ট্রাম্পতুষ্টি করছে বললেন খামেনি

গণভোটে ‘না’ দেওয়ার সুযোগ নেই: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

খামেনির ছবিতে আগুন দিয়ে সিগারেট ধরাচ্ছেন ইরানি নারীরা—নেপথ্যে কী?

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত