নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৩১ মে নওগাঁর তিনজনকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. রেজাউল করিম মন্টু, নজরুল ইসলাম ও মো. শহিদ মণ্ডল। আসামিদের মধ্যে পলাতক নজরুল ইসলামকে আজ শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গণমাধ্যমে পাঠানো বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের সহকারী পরিচালক আ ন ম ইমরান।
গত মঙ্গলবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী গাজী এম এইচ তামিম। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর ছিলেন হায়দার আলী ও সুলতান মাহমুদ সীমন।
যেসব অভিযোগে আদালতের এই রায়:
অভিযোগ-১: ১৯৭১ সালের ৭ অক্টোবর বিকেল আনুমানিক ৪টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত আসামিরা নওগাঁর বদলগাছী থানার পাহাড়পুর ইউনিয়নের রানাহার গ্রামে হামলা চালিয়ে স্বাধীনতার পক্ষের নিরীহ-নিরস্ত্র সাহেব আলী, আকাম উদ্দিন, আজিম উদ্দিন মণ্ডল ও মোজাফফর হোসেনকে হত্যাসহ ১০-১২টি বাড়িতে লুটপাট চালিয়ে অগ্নিসংযোগ।
অভিযোগ-২: ১৯৭১ সালের ৮ অক্টোবর দুপুরে আনুমানিক দেড়টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত আসামিরা নওগাঁর বদলগাছী থানার পাহাড়পুর ইউনিয়নের খোঁজাগাড়ী গ্রামে হামলা চালিয়ে নিরীহ-নিরস্ত্র নুরুল ইসলামকে হত্যা এবং ১৫-২০টি বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ।
অভিযোগ-৩: ১৯৭১ সালের ৮ অক্টোবর বিকেল আনুমানিক ৫টা থেকে পরদিন বিকেল ৫টা পর্যন্ত নওগাঁর মালঞ্চা গ্রামে হামলা চালিয়ে স্বাধীনতার পক্ষের কেনার উদ্দিন ও আক্কাস আলীকে নির্যাতন শেষে জয়পুরহাটের কুঠিবাড়ী ব্রিজে নিয়ে গিয়ে হত্যা এবং ৪০-৫০টি বাড়িতে লুণ্ঠনের পর অগ্নিসংযোগ।

মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৩১ মে নওগাঁর তিনজনকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. রেজাউল করিম মন্টু, নজরুল ইসলাম ও মো. শহিদ মণ্ডল। আসামিদের মধ্যে পলাতক নজরুল ইসলামকে আজ শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গণমাধ্যমে পাঠানো বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের সহকারী পরিচালক আ ন ম ইমরান।
গত মঙ্গলবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী গাজী এম এইচ তামিম। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর ছিলেন হায়দার আলী ও সুলতান মাহমুদ সীমন।
যেসব অভিযোগে আদালতের এই রায়:
অভিযোগ-১: ১৯৭১ সালের ৭ অক্টোবর বিকেল আনুমানিক ৪টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত আসামিরা নওগাঁর বদলগাছী থানার পাহাড়পুর ইউনিয়নের রানাহার গ্রামে হামলা চালিয়ে স্বাধীনতার পক্ষের নিরীহ-নিরস্ত্র সাহেব আলী, আকাম উদ্দিন, আজিম উদ্দিন মণ্ডল ও মোজাফফর হোসেনকে হত্যাসহ ১০-১২টি বাড়িতে লুটপাট চালিয়ে অগ্নিসংযোগ।
অভিযোগ-২: ১৯৭১ সালের ৮ অক্টোবর দুপুরে আনুমানিক দেড়টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত আসামিরা নওগাঁর বদলগাছী থানার পাহাড়পুর ইউনিয়নের খোঁজাগাড়ী গ্রামে হামলা চালিয়ে নিরীহ-নিরস্ত্র নুরুল ইসলামকে হত্যা এবং ১৫-২০টি বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ।
অভিযোগ-৩: ১৯৭১ সালের ৮ অক্টোবর বিকেল আনুমানিক ৫টা থেকে পরদিন বিকেল ৫টা পর্যন্ত নওগাঁর মালঞ্চা গ্রামে হামলা চালিয়ে স্বাধীনতার পক্ষের কেনার উদ্দিন ও আক্কাস আলীকে নির্যাতন শেষে জয়পুরহাটের কুঠিবাড়ী ব্রিজে নিয়ে গিয়ে হত্যা এবং ৪০-৫০টি বাড়িতে লুণ্ঠনের পর অগ্নিসংযোগ।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
২ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
১৪ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
১৬ মিনিট আগে
গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
২৫ মিনিট আগে