নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বাংলাদেশে মুদ্রাস্ফীতি বেড়েছে বলে জানিয়েছে সমাজ গবেষণা কেন্দ্র। আজ শুক্রবার ঢাকার প্রেসক্লাবে সমাজ গবেষণা কেন্দ্রের উদ্যোগে ‘রাশিয়া ইউক্রেন যুদ্ধ: পথের শেষ কোথায়’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন গবেষকেরা।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের মহাপরিচালক বিনায়ক সেন। তিনি বলেন, সরকারি হিসেবেই মুদ্রাস্ফীতি এখন ১০ শতাংশের কাছাকাছি। এরই মধ্যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে আমদানি ব্যয় বেড়েছে, বৈদেশিক লেনদেনের ভারসাম্যে প্রবল চাপ সৃষ্টি হয়েছে। এছাড়া গ্যাসের অভাবে দেশের অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে বলেও জানান তিনি।
বিনায়ক সেন বলেন, এ পর্যন্ত ইউক্রেনে রুশ হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুনর্গঠনে প্রয়োজন ৬০০ বিলিয়ন ডলার। আগামী ৬ মাসে তা ১২শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে আমাদের দেশের পত্রপত্রিকাগুলো বরাবর মূলত; পাশ্চাত্য নির্ভর সংবাদ-বিশ্লেষণ পরিবেশন করে থাকে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সহসাই থামার কোনো সম্ভাবনা নেই। কারণ হিসেবে তিনি বলেন, পাশ্চাত্য রাশিয়াকে জিততে দেবে না, রাশিয়াও কোনোক্রমে হারতে চাইবে না।
সভাপতির বক্তব্যে সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, এই যুদ্ধের কারণে এরই মধ্যে বিশ্ব অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি আরও মুনাফা অর্জন করছে। রাশিয়া ও ইউক্রেনে দু’দেশেই শিক্ষা জীবন কেটেছে উল্লেখ করে এই যুদ্ধের কারণে পীড়া অনুভব করছেন বলেও জানান তিনি। আর বাংলাদেশের মতো ছোট দেশের পক্ষে এই যুদ্ধে নিরপেক্ষ থাকা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।
অর্থনীতিবিদ এম এম আকাশ বলেন, ইউক্রেন দখল করে গণভোট করলেই সেটা গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশকে কোনো যুদ্ধ জোটে যোগ না দেওয়ার পরামর্শ দেন তিনি।
সিপিবির সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম বলেন, পশ্চিমা দুনিয়ার ন্যারেটিভ পৃথিবীর সব জায়গায় প্রচার হচ্ছে এমনকি সেটা বাংলাদেশেও হচ্ছে। এই যুদ্ধের মাধ্যমে আমেরিকা এক ঢিলে ৩ পাখি মারার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। এই যুদ্ধকে ন্যাটো-রাশিয়ার যুদ্ধ বলেও অভিহিত করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ড. দিলীপ নাথ, অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান, প্রকৌশলী ড. আবুল কাশেম, রাজেকুজ্জামান রতন, হাসান তারিক চৌধুরী সোহেলসহ অন্যরা।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বাংলাদেশে মুদ্রাস্ফীতি বেড়েছে বলে জানিয়েছে সমাজ গবেষণা কেন্দ্র। আজ শুক্রবার ঢাকার প্রেসক্লাবে সমাজ গবেষণা কেন্দ্রের উদ্যোগে ‘রাশিয়া ইউক্রেন যুদ্ধ: পথের শেষ কোথায়’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন গবেষকেরা।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের মহাপরিচালক বিনায়ক সেন। তিনি বলেন, সরকারি হিসেবেই মুদ্রাস্ফীতি এখন ১০ শতাংশের কাছাকাছি। এরই মধ্যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে আমদানি ব্যয় বেড়েছে, বৈদেশিক লেনদেনের ভারসাম্যে প্রবল চাপ সৃষ্টি হয়েছে। এছাড়া গ্যাসের অভাবে দেশের অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে বলেও জানান তিনি।
বিনায়ক সেন বলেন, এ পর্যন্ত ইউক্রেনে রুশ হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুনর্গঠনে প্রয়োজন ৬০০ বিলিয়ন ডলার। আগামী ৬ মাসে তা ১২শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে আমাদের দেশের পত্রপত্রিকাগুলো বরাবর মূলত; পাশ্চাত্য নির্ভর সংবাদ-বিশ্লেষণ পরিবেশন করে থাকে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সহসাই থামার কোনো সম্ভাবনা নেই। কারণ হিসেবে তিনি বলেন, পাশ্চাত্য রাশিয়াকে জিততে দেবে না, রাশিয়াও কোনোক্রমে হারতে চাইবে না।
সভাপতির বক্তব্যে সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, এই যুদ্ধের কারণে এরই মধ্যে বিশ্ব অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি আরও মুনাফা অর্জন করছে। রাশিয়া ও ইউক্রেনে দু’দেশেই শিক্ষা জীবন কেটেছে উল্লেখ করে এই যুদ্ধের কারণে পীড়া অনুভব করছেন বলেও জানান তিনি। আর বাংলাদেশের মতো ছোট দেশের পক্ষে এই যুদ্ধে নিরপেক্ষ থাকা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।
অর্থনীতিবিদ এম এম আকাশ বলেন, ইউক্রেন দখল করে গণভোট করলেই সেটা গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশকে কোনো যুদ্ধ জোটে যোগ না দেওয়ার পরামর্শ দেন তিনি।
সিপিবির সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম বলেন, পশ্চিমা দুনিয়ার ন্যারেটিভ পৃথিবীর সব জায়গায় প্রচার হচ্ছে এমনকি সেটা বাংলাদেশেও হচ্ছে। এই যুদ্ধের মাধ্যমে আমেরিকা এক ঢিলে ৩ পাখি মারার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। এই যুদ্ধকে ন্যাটো-রাশিয়ার যুদ্ধ বলেও অভিহিত করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ড. দিলীপ নাথ, অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান, প্রকৌশলী ড. আবুল কাশেম, রাজেকুজ্জামান রতন, হাসান তারিক চৌধুরী সোহেলসহ অন্যরা।

রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
উঠান বৈঠক করতে গিয়ে বাধা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে আহতদের স্বজন...
২৬ মিনিট আগে
পেশাগত নিরাপত্তা, স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের টিকে থাকার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। মতাদর্শ, প্রতিষ্ঠান কিংবা সংগঠনভেদে বিভক্তি থাকলেও পেশাগত স্বার্থে সাংবাদিকদের অবস্থান হওয়া উচিত অভিন্ন। আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত গণমাধ্যম...
২৭ মিনিট আগে