ঢাবি সংবাদদাতা

রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মানববন্ধন থেকে তাঁরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।
আজ সোমবার বেলা ১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সহসভাপতি মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম সম্পাদক নাসিরুদ্দিন শাওন, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন ভূঁইয়া ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আক্তার শুভ প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা শোক প্রকাশ করে কালো ব্যানার ও ব্যাজ ধারণ করেন।
মানববন্ধনে গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘আমরা অতীতের সঙ্গে বর্তমানকে সমন্বয় করে শিক্ষার্থীবান্ধব নানা কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছি। ছাত্রদল যে সহিষ্ণুতা দেখাচ্ছে, তাতে এখন পর্যন্ত কোনো ত্রুটি কেউ দেখাতে পারেনি। জাহিদুল ইসলাম পারভেজ গণ-অভ্যুত্থানের অন্যতম নায়ক। তাঁর আত্মত্যাগের বিনিময়ে মুক্ত হওয়া দেশ তাঁর রক্তে রঞ্জিত হয়েছে।’
গণেশ চন্দ্র বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি সামাজিক প্ল্যাটফর্ম। এর অধীনে এ দেশের সব শ্রেণির মানুষ আন্দোলন করেছে। এ ব্যানারকে কারা কলুষিত করছে? এ ব্যানারকে ব্যবহার করে যারা বাংলাদেশকে অগণতান্ত্রিক পথে ঠেলে দিচ্ছে, তারা আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন না, তারা বৈষম্যমুখী ছাত্র আন্দোলন।’
ঢাবি ছাত্রদলের সভাপতি বলেন, ‘আমাদের মানববন্ধনে সীমাবদ্ধ থাকলে হবে না। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ৭১ ও ২৪–এর পরাজিত শক্তি মিলেমিশে একাকার হয়ে গেছে। আমাদের পোস্টার ছেঁড়া হয়েছে। কিন্তু আমরা চুপ থেকেছি। শিক্ষার্থীদের ট্রমাকে মূল্যায়ন করেছি। কিন্তু এখন নামে–বেনামে নানা সংগঠন খুলে ক্যাম্পাস পোস্টার-ব্যানারে ছেয়ে যাচ্ছে।’
নাহিদুজ্জামান শিপন বলেন, ‘কেউ যদি ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তাদের হুঁশিয়ার করে দিতে চাই। আমাদের উদারতাকে সহজ–সরল হিসেবে গ্রহণ করলে ভুল করবেন। গণতন্ত্র ও ভিন্নমতকে লালন করুন।’
নাহিদুজ্জামান বলেন, ‘আমরা কোনো দপ্তরে আর অনির্বাচিত ছাত্র প্রতিনিধি দেখতে চাই না। অবিলম্বে তাদের পদত্যাগ করতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে।’

রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মানববন্ধন থেকে তাঁরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।
আজ সোমবার বেলা ১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সহসভাপতি মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম সম্পাদক নাসিরুদ্দিন শাওন, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন ভূঁইয়া ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আক্তার শুভ প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা শোক প্রকাশ করে কালো ব্যানার ও ব্যাজ ধারণ করেন।
মানববন্ধনে গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘আমরা অতীতের সঙ্গে বর্তমানকে সমন্বয় করে শিক্ষার্থীবান্ধব নানা কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছি। ছাত্রদল যে সহিষ্ণুতা দেখাচ্ছে, তাতে এখন পর্যন্ত কোনো ত্রুটি কেউ দেখাতে পারেনি। জাহিদুল ইসলাম পারভেজ গণ-অভ্যুত্থানের অন্যতম নায়ক। তাঁর আত্মত্যাগের বিনিময়ে মুক্ত হওয়া দেশ তাঁর রক্তে রঞ্জিত হয়েছে।’
গণেশ চন্দ্র বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি সামাজিক প্ল্যাটফর্ম। এর অধীনে এ দেশের সব শ্রেণির মানুষ আন্দোলন করেছে। এ ব্যানারকে কারা কলুষিত করছে? এ ব্যানারকে ব্যবহার করে যারা বাংলাদেশকে অগণতান্ত্রিক পথে ঠেলে দিচ্ছে, তারা আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন না, তারা বৈষম্যমুখী ছাত্র আন্দোলন।’
ঢাবি ছাত্রদলের সভাপতি বলেন, ‘আমাদের মানববন্ধনে সীমাবদ্ধ থাকলে হবে না। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ৭১ ও ২৪–এর পরাজিত শক্তি মিলেমিশে একাকার হয়ে গেছে। আমাদের পোস্টার ছেঁড়া হয়েছে। কিন্তু আমরা চুপ থেকেছি। শিক্ষার্থীদের ট্রমাকে মূল্যায়ন করেছি। কিন্তু এখন নামে–বেনামে নানা সংগঠন খুলে ক্যাম্পাস পোস্টার-ব্যানারে ছেয়ে যাচ্ছে।’
নাহিদুজ্জামান শিপন বলেন, ‘কেউ যদি ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তাদের হুঁশিয়ার করে দিতে চাই। আমাদের উদারতাকে সহজ–সরল হিসেবে গ্রহণ করলে ভুল করবেন। গণতন্ত্র ও ভিন্নমতকে লালন করুন।’
নাহিদুজ্জামান বলেন, ‘আমরা কোনো দপ্তরে আর অনির্বাচিত ছাত্র প্রতিনিধি দেখতে চাই না। অবিলম্বে তাদের পদত্যাগ করতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে।’

আওয়ামী লীগের লোকজনকে জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লতিফুর রহমান বলেছেন, জামায়াতে যোগ দিলে তাঁদের দায়দায়িত্ব তাঁরা নেবেন। আইন-আদালত, থানা-পুলিশ সবকিছুই তাঁরা দেখবেন।
১৬ মিনিট আগে
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাতনামা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারানখালী ব্রিজের নিচে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম জানান, গতকাল রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে নাঈমের প্রাইভেট কারটির। এতে মোটরসাইকেলের আরোহীরা নঈমকে প্রাইভেট কার থেকে টেনেহিঁচড়ে বের করে এলোপাতাড়ি মারধর করেন।
২ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুর খননে বাধা দেওয়ায় আহমেদ জুবায়ের (২৩) নামের এক তরুণকে হত্যার ঘটনায় বিপ্লব হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার দিবাগত রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ওয়াপদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে