Ajker Patrika

জবিতে ইতিহাস বিভাগের চেয়ারম্যানকে অবাঞ্ছিত করে একপক্ষের ব্যানার, অপরপক্ষের অপসারণ

  জবি প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ২২: ৪৭
জবিতে ইতিহাস বিভাগের চেয়ারম্যানকে অবাঞ্ছিত করে একপক্ষের ব্যানার, অপরপক্ষের অপসারণ
ইতিহাস বিভাগের সামনে টানানো ব্যানার। ছবি: আজকের পত্রিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের কয়েকজন শিক্ষার্থী বিভাগের চেয়ারম্যান ড. মুর্শিদা বিনতে রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করে বিভাগের সামনে ব্যানার সাঁটান। পরবর্তী সময় বিভাগের অন্য শিক্ষার্থীরা তা সরিয়ে ফেলেন। আজ সোমবার এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের ব্যানারে দাবি করা হয়েছে, ড. মুর্শিদা বিনতে রহমান জুলাই-আগস্টের গণহত্যা সমর্থনকারী এবং ফ্যাসিস্ট হিসেবে পরিচিত ব্যক্তিদের অনুসারী।

আরও উল্লেখ করা হয়, তিনি ক্লাসে সরকারপন্থী মতামত প্রচার করেন এবং জুলাই বিপ্লবের বিরোধিতা করেন।

ব্যানার টাঙানোর বিষয়ে ইতিহাস বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ছাইফুল ইসলাম সবুজ (বিভাগের পঞ্চম ব্যাচ) বলেন, ‘যারা জুলাই বিপ্লবের বিরুদ্ধে থাকবে, ফ্যাসিস্টদের পক্ষে কথা বলবে তাদের অবাঞ্ছিত করা এখন সময়ের দাবি। যৌক্তিকভাবেই আমি মনে করি, উনি চেয়ারম্যানের পদে থাকতে পারেন না, উনাকে অবাঞ্ছিত করা সময়োপযোগী সিদ্ধান্ত হয়েছে। কারণ, উনি সব সময় ছাত্রদের বিপক্ষে কথা বলেছে এবং তিনি সরাসরি ফ্যাসিস্টদের অনুসারী।’

ড. মুর্শিদা বিনতে রহমান এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটি সাধারণ শিক্ষার্থীদের কাজ নয়। এটি পাঁচজন শিক্ষার্থীর পরিকল্পিত কাজ, যাদের এমফিল–সংক্রান্ত সমস্যার সমাধানে বিলম্ব হয়েছিল। বিভাগের অন্য শিক্ষার্থীরা ইতিমধ্যে ব্যানারটি সরিয়ে ফেলেছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত