নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২২ উদ্যাপনের অংশ হিসেবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) আয়োজনে ‘দুর্নীতি প্রতিরোধে ডেটা সাংবাদিকতা: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক মুক্ত আলোচনা ও দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার প্রদান করা হয়েছে। আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে টিআইবির দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২২ ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, এ বছর অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কারের জন্য সর্বমোট ৯৯টি প্রতিবেদন জমা পড়েছে। বিচারকদের যাচাইবাছাই শেষে প্রিন্ট মিডিয়া (জাতীয় ও আঞ্চলিক ক্যাটাগরি) ও ইলেকট্রনিক মিডিয়া (প্রতিবেদন ও প্রামাণ্য অনুষ্ঠান) ক্যাটাগরিতে মোট তিনজন সাংবাদিক এবং একটি প্রামাণ্য অনুষ্ঠানকে এ বছর পুরস্কার দেওয়া হয়।
প্রিন্ট মিডিয়া আঞ্চলিক ক্যাটাগরিতে টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার বিজয়ী হয়েছেন খুলনার ‘দৈনিক পূর্বাঞ্চল’-এর স্টাফ রিপোর্টার হাসান হিমালয়। জাতীয় সংবাদপত্র বিভাগে টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কারে বিজয়ী হয়েছেন দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার আসাদুজ্জামান। আর টেলিভিশন (প্রতিবেদন) বিভাগে বিজয়ী হয়েছেন যমুনা টেলিভিশনের অনুসন্ধানী সেলের সম্পাদক অপূর্ব আলাউদ্দিন। এ ছাড়া টেলিভিশন (প্রামাণ্য অনুষ্ঠান) বিভাগে পুরস্কার পেয়েছে চ্যানেল টোয়েন্টি ফোরের প্রামাণ্য অনুষ্ঠান ‘সার্চলাইট’।
আঞ্চলিক ও জাতীয় সংবাদপত্র বিভাগে বিজয়ীদের প্রত্যেককে সম্মাননাপত্র, ক্রেস্ট ও ১ লাখ ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। আর বিজয়ী প্রামাণ্য অনুষ্ঠানের টিমকে সম্মাননাপত্র, ক্রেস্ট ও ১ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে ডেটা সাংবাদিকতা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সমন্বয়ক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, অধ্যাপক ড. সুমাইয়া খায়ের, সাংবাদিক জুলফিকার আলি মাণিক, রিয়াজ আহমেদ, তালাত মামুন, বদরুদ্দোজা বাবু প্রমুখ।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২২ উদ্যাপনের অংশ হিসেবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) আয়োজনে ‘দুর্নীতি প্রতিরোধে ডেটা সাংবাদিকতা: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক মুক্ত আলোচনা ও দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার প্রদান করা হয়েছে। আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে টিআইবির দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২২ ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, এ বছর অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কারের জন্য সর্বমোট ৯৯টি প্রতিবেদন জমা পড়েছে। বিচারকদের যাচাইবাছাই শেষে প্রিন্ট মিডিয়া (জাতীয় ও আঞ্চলিক ক্যাটাগরি) ও ইলেকট্রনিক মিডিয়া (প্রতিবেদন ও প্রামাণ্য অনুষ্ঠান) ক্যাটাগরিতে মোট তিনজন সাংবাদিক এবং একটি প্রামাণ্য অনুষ্ঠানকে এ বছর পুরস্কার দেওয়া হয়।
প্রিন্ট মিডিয়া আঞ্চলিক ক্যাটাগরিতে টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার বিজয়ী হয়েছেন খুলনার ‘দৈনিক পূর্বাঞ্চল’-এর স্টাফ রিপোর্টার হাসান হিমালয়। জাতীয় সংবাদপত্র বিভাগে টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কারে বিজয়ী হয়েছেন দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার আসাদুজ্জামান। আর টেলিভিশন (প্রতিবেদন) বিভাগে বিজয়ী হয়েছেন যমুনা টেলিভিশনের অনুসন্ধানী সেলের সম্পাদক অপূর্ব আলাউদ্দিন। এ ছাড়া টেলিভিশন (প্রামাণ্য অনুষ্ঠান) বিভাগে পুরস্কার পেয়েছে চ্যানেল টোয়েন্টি ফোরের প্রামাণ্য অনুষ্ঠান ‘সার্চলাইট’।
আঞ্চলিক ও জাতীয় সংবাদপত্র বিভাগে বিজয়ীদের প্রত্যেককে সম্মাননাপত্র, ক্রেস্ট ও ১ লাখ ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। আর বিজয়ী প্রামাণ্য অনুষ্ঠানের টিমকে সম্মাননাপত্র, ক্রেস্ট ও ১ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে ডেটা সাংবাদিকতা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সমন্বয়ক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, অধ্যাপক ড. সুমাইয়া খায়ের, সাংবাদিক জুলফিকার আলি মাণিক, রিয়াজ আহমেদ, তালাত মামুন, বদরুদ্দোজা বাবু প্রমুখ।

ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১৩ মিনিট আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
১ ঘণ্টা আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে