নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন ওয়ার্ডের অন্তর্গত বেরাইদ এলাকায় ৭ কিলোমিটার রাস্তার নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। পাশাপাশি আরও ১৯ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ দ্রুতই শুরু হচ্ছে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
আজ শুক্রবার দুপুরে ৪২ নম্বর ওয়ার্ডের (বেরাইদ ও আশপাশের এলাকা) চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান প্রশাসক মোহাম্মদ এজাজ। এ সময় তিনি আরও জানান, মশার ওষুধ ঠিকমতো ছিটানো হচ্ছে কি না, সেটি তদারকিতে সেনাবাহিনীকে সম্পৃক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রশাসক বলেন, ‘ডিএনসিসির নতুন ও পুরোনো এলাকার মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। পুরোনো এলাকার রাস্তা, ড্রেন ও ফুটপাতের কাজ আগে করা হয়েছে। তবে সেসব এলাকায় সমস্যা মাঠ, পার্ক ও ফুটপাত দখল। সেগুলো দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে নতুন ১৮টি ওয়ার্ডের রাস্তা, ড্রেন ও ফুটপাত নির্মাণ করতে হবে। তবে নতুন ওয়ার্ডগুলোকে পরিকল্পিতভাবে সাজানো হবে। কোনো ধরনের অবিচার হবে না। নতুন আরবানাইজেশন হবে, তবে সেটি হবে সুশৃঙ্খল।
মোহাম্মদ এজাজ আরও বলেন, একসময় এই এলাকাগুলো ইউনিয়ন ছিল। অপরিকল্পিতভাবে অনেক বাড়িঘর নির্মাণ হয়ে গেছে। এসব বাড়ি ভেঙে প্রশস্ত রাস্তা করা সময়সাপেক্ষ হলেও করা হবে। বিশেষ করে, দক্ষিণখান-উত্তরখানের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন চলছে।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, ‘বেরাইদ ও আশপাশের এলাকায় চলমান কাজে কয়েকটি জায়গায় ত্রুটি পেয়েছি। ঠিকাদারকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে তাদের নিজ খরচে মেরামত করার জন্য। ঠিকাদার সঠিকভাবে কাজ না করলে আমরা ব্যবস্থা নেব, প্রয়োজনে কালোতালিকাভুক্ত করা হবে।’
ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে মোহাম্মদ এজাজ বলেন, ‘অনেক জায়গা থেকে অভিযোগ পেয়েছি, মশার ওষুধ ঠিকমতো ছিটানো হয় না। তাই যারা এই কাজ করত, তাদের সঙ্গে চুক্তি আর নবায়ন করা হয়নি। মশার ওষুধ ঠিকমতো ছিটানো হচ্ছে কি না, সেটি তদারকিতে আমরা সেনাবাহিনীকে সম্পৃক্ত করার সিদ্ধান্ত নিয়েছি।’
ডিএনসিসি প্রশাসক আরও বলেন, ‘ঢাকার হাসপাতালগুলোতে ডেডিকেটেড ডেঙ্গু ইউনিট করার বিষয়ে আমরা আহ্বান জানিয়েছি। ডেঙ্গু নিয়ন্ত্রণে নিজেদের বাসাবাড়ি পরিষ্কার করতে হবে। অন্তত সপ্তাহে দুদিন যার যার বাড়ি ও আঙিনা পরিষ্কার করতে হবে। আমরা অভিযান করব, এডিসের লার্ভা পেলে জরিমানা করা হবে।’ ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে (নগর স্বাস্থ্যকেন্দ্রে) বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
হোল্ডিং ট্যাক্স বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, আগামী মে মাসের প্রথম সপ্তাহে করমেলার আয়োজন করা হবে। সেখানে ‘ওয়ান স্টপ সার্ভিসের’ মাধ্যমে এক দিনেই হোল্ডিং ট্যাক্স পরিশোধ করা যাবে। করছাড়ের আবেদনও মেলাতে নেওয়া হবে। নতুন এলাকায় শুধু গৃহকর নেওয়া হবে, অন্য কোনো কর আরোপ করা হবে না।
পরিদর্শনে ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, অঞ্চল-১০-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা, নির্বাহী প্রকৌশলী ইশতিয়াক মাহমুদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন ওয়ার্ডের অন্তর্গত বেরাইদ এলাকায় ৭ কিলোমিটার রাস্তার নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। পাশাপাশি আরও ১৯ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ দ্রুতই শুরু হচ্ছে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
আজ শুক্রবার দুপুরে ৪২ নম্বর ওয়ার্ডের (বেরাইদ ও আশপাশের এলাকা) চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান প্রশাসক মোহাম্মদ এজাজ। এ সময় তিনি আরও জানান, মশার ওষুধ ঠিকমতো ছিটানো হচ্ছে কি না, সেটি তদারকিতে সেনাবাহিনীকে সম্পৃক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রশাসক বলেন, ‘ডিএনসিসির নতুন ও পুরোনো এলাকার মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। পুরোনো এলাকার রাস্তা, ড্রেন ও ফুটপাতের কাজ আগে করা হয়েছে। তবে সেসব এলাকায় সমস্যা মাঠ, পার্ক ও ফুটপাত দখল। সেগুলো দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে নতুন ১৮টি ওয়ার্ডের রাস্তা, ড্রেন ও ফুটপাত নির্মাণ করতে হবে। তবে নতুন ওয়ার্ডগুলোকে পরিকল্পিতভাবে সাজানো হবে। কোনো ধরনের অবিচার হবে না। নতুন আরবানাইজেশন হবে, তবে সেটি হবে সুশৃঙ্খল।
মোহাম্মদ এজাজ আরও বলেন, একসময় এই এলাকাগুলো ইউনিয়ন ছিল। অপরিকল্পিতভাবে অনেক বাড়িঘর নির্মাণ হয়ে গেছে। এসব বাড়ি ভেঙে প্রশস্ত রাস্তা করা সময়সাপেক্ষ হলেও করা হবে। বিশেষ করে, দক্ষিণখান-উত্তরখানের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন চলছে।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, ‘বেরাইদ ও আশপাশের এলাকায় চলমান কাজে কয়েকটি জায়গায় ত্রুটি পেয়েছি। ঠিকাদারকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে তাদের নিজ খরচে মেরামত করার জন্য। ঠিকাদার সঠিকভাবে কাজ না করলে আমরা ব্যবস্থা নেব, প্রয়োজনে কালোতালিকাভুক্ত করা হবে।’
ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে মোহাম্মদ এজাজ বলেন, ‘অনেক জায়গা থেকে অভিযোগ পেয়েছি, মশার ওষুধ ঠিকমতো ছিটানো হয় না। তাই যারা এই কাজ করত, তাদের সঙ্গে চুক্তি আর নবায়ন করা হয়নি। মশার ওষুধ ঠিকমতো ছিটানো হচ্ছে কি না, সেটি তদারকিতে আমরা সেনাবাহিনীকে সম্পৃক্ত করার সিদ্ধান্ত নিয়েছি।’
ডিএনসিসি প্রশাসক আরও বলেন, ‘ঢাকার হাসপাতালগুলোতে ডেডিকেটেড ডেঙ্গু ইউনিট করার বিষয়ে আমরা আহ্বান জানিয়েছি। ডেঙ্গু নিয়ন্ত্রণে নিজেদের বাসাবাড়ি পরিষ্কার করতে হবে। অন্তত সপ্তাহে দুদিন যার যার বাড়ি ও আঙিনা পরিষ্কার করতে হবে। আমরা অভিযান করব, এডিসের লার্ভা পেলে জরিমানা করা হবে।’ ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে (নগর স্বাস্থ্যকেন্দ্রে) বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
হোল্ডিং ট্যাক্স বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, আগামী মে মাসের প্রথম সপ্তাহে করমেলার আয়োজন করা হবে। সেখানে ‘ওয়ান স্টপ সার্ভিসের’ মাধ্যমে এক দিনেই হোল্ডিং ট্যাক্স পরিশোধ করা যাবে। করছাড়ের আবেদনও মেলাতে নেওয়া হবে। নতুন এলাকায় শুধু গৃহকর নেওয়া হবে, অন্য কোনো কর আরোপ করা হবে না।
পরিদর্শনে ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, অঞ্চল-১০-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা, নির্বাহী প্রকৌশলী ইশতিয়াক মাহমুদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৬ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৭ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৭ ঘণ্টা আগে