নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের নির্বাচন উপলক্ষে ইশতেহার ঘোষণা করেছে শাহেদ-তানভীর-মোস্তাফিজ প্যানেল। এবারের নির্বাচনে ‘গ’ ব্যালটে ভোট করবে প্যানেলটি। আজ শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে নির্বাচনী ইশতেহার ঘোষণা করে প্যানেলটি। ইশতেহার ঘোষণা করেন প্যানেলের সভাপতি পদপ্রার্থী অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী।
প্যানেলটি তাদের নির্বাচনী ইশতেহারে চারটি অগ্রাধিকারে ২০টি পদক্ষেপ নেওয়ার ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে—পদোন্নতির চলমান প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা; সব অধ্যাপক পদকে ৩য় গ্রেডে উন্নীত; গ্রেড বিবেচনায় প্রভাষকদের পদোন্নতি চালু; কলেজগুলোতে প্রযোজ্য প্যাটার্ন অনুযায়ী পদ সৃষ্টির মাধ্যমে সব টায়ারে যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি নিশ্চিত করা; প্রতি বছর প্রতি টায়ারে ন্যূনতম ১ বার পদোন্নতি নিশ্চিত; অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের প্রাধিকারের ভিত্তিতে গাড়ি দেওয়া উদ্যোগ গ্রহণ; অধিদপ্তর, দপ্তর ও কলেজগুলোতে আনুপাতিকভাবে ১ ম,২য় ও ৩য় গ্রেডের পদ সৃষ্টি; অর্জিত ছুটি নিশ্চিত করা; কলেজগুলোতে অতিরিক্ত ১টি উপাধ্যক্ষ পদ সৃষ্টি; ৬টি গ্রেড অনুযায়ী ৬টি পদ স্তর সৃষ্টির লক্ষ্যে পদসোপান পুনর্বিন্যাসের উদ্যোগ গ্রহণ ইত্যাদি।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নাম পরিবর্তন করে সম্প্রতি বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন করা হয়। এর নির্বাচন ৯ জুন। নির্বাচনে ৯৫টি পদে ২৩২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে তিনটি প্যানেলটি রয়েছে। এর বাইরে অনেকে স্বতন্ত্র প্রার্থীও হয়েছেন।
ইশতেহারে আরও রয়েছে—প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসাশিক্ষা অধিদপ্তর, নায়েম, বিএমটি-টিআইয়ের বিতর্কিত নিয়োগ বিধিমালা বাতিলের প্রচেষ্টা অব্যাহত রাখা; সরকারি কলেজগুলোতে আধুনিক সুবিধাসম্পন্ন রেস্টহাউস ডরমিটরি নির্মাণ; উপজেলাসহ মাঠ পর্যায়ের সব স্তরে মাধ্যমিক ও কলেজের প্রশাসনিক দপ্তর স্থাপন; বিসিএস সাধারণ শিক্ষা একাডেমি প্রতিষ্ঠা, ব্যাচভিত্তিক পদোন্নতি অব্যাহত রাখা ইত্যাদি।
এ সময় বিগত ২টি নির্বাচনী ইশতেহারে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী ক্যাডারের অর্জনগুলো জানান অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী। তিনি জানান, বিতর্কিত আত্তীকরণ বিধিমালা ২০০০ রহিত করা এবং যুগান্তকারী আত্তীকরণ (নন ক্যাডার) বিধিমালা ২০১৮ প্রবর্তনের মাধ্যমে তরুণ কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে ক্যাডারে আত্তীকরণ বন্ধ করা হয়েছে।
শাহেদুল খবির চৌধুরী জানান, অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের প্রাধিকারের ভিত্তিতে গাড়ি প্রদানের বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নীতিগত সম্মতি প্রদান করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্র ও শনিবার ২ দিনের সাপ্তাহিক ছুটি চালু করা হয়েছে। ২০১৬ সালের পর থেকে ক্যাডারে ১০ শতাংশ নিয়োগ বন্ধ রাখা হয়েছে। প্রদর্শকদের নন গেজেটেড পদ থেকে গেজেটেড ক্যাডার পদে পদোন্নতির বিধান রহিত করার বিষয়ে মন্ত্রণালয়ের নীতিগত অবস্থান পরিবর্তন হয়েছে। মাউশির জন্য ৩টি ২য় গ্রেডের অতিরিক্ত মহাপরিচালকের পদ সৃষ্টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং বিভিন্ন কলেজে ৯৫টি ৩য় গ্রেডের পদ সৃষ্টির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) পরিচালক (রুটিন দায়িত্ব) বিপুল চন্দ্র সরকার, ‘গ’ প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তানভীর হাসান। আরও উপস্থিত সহসভাপতি পদ প্রার্থী ইডেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সুফিয়া আক্তার, অর্থ সম্পাদক পদপ্রার্থী এনসিটিবির উপসচিব (কমন) মোস্তাফিজুর রহমান লিখন, সহ-অর্থ সম্পাদক পদপ্রার্থী অসীম কুমার বর্মণ, দপ্তর সম্পাদক পদপ্রার্থী সরকার মোহাম্মদ শফিউল্লাহ দিদার সহ আরও অনেকে।

বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের নির্বাচন উপলক্ষে ইশতেহার ঘোষণা করেছে শাহেদ-তানভীর-মোস্তাফিজ প্যানেল। এবারের নির্বাচনে ‘গ’ ব্যালটে ভোট করবে প্যানেলটি। আজ শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে নির্বাচনী ইশতেহার ঘোষণা করে প্যানেলটি। ইশতেহার ঘোষণা করেন প্যানেলের সভাপতি পদপ্রার্থী অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী।
প্যানেলটি তাদের নির্বাচনী ইশতেহারে চারটি অগ্রাধিকারে ২০টি পদক্ষেপ নেওয়ার ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে—পদোন্নতির চলমান প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা; সব অধ্যাপক পদকে ৩য় গ্রেডে উন্নীত; গ্রেড বিবেচনায় প্রভাষকদের পদোন্নতি চালু; কলেজগুলোতে প্রযোজ্য প্যাটার্ন অনুযায়ী পদ সৃষ্টির মাধ্যমে সব টায়ারে যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি নিশ্চিত করা; প্রতি বছর প্রতি টায়ারে ন্যূনতম ১ বার পদোন্নতি নিশ্চিত; অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের প্রাধিকারের ভিত্তিতে গাড়ি দেওয়া উদ্যোগ গ্রহণ; অধিদপ্তর, দপ্তর ও কলেজগুলোতে আনুপাতিকভাবে ১ ম,২য় ও ৩য় গ্রেডের পদ সৃষ্টি; অর্জিত ছুটি নিশ্চিত করা; কলেজগুলোতে অতিরিক্ত ১টি উপাধ্যক্ষ পদ সৃষ্টি; ৬টি গ্রেড অনুযায়ী ৬টি পদ স্তর সৃষ্টির লক্ষ্যে পদসোপান পুনর্বিন্যাসের উদ্যোগ গ্রহণ ইত্যাদি।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নাম পরিবর্তন করে সম্প্রতি বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন করা হয়। এর নির্বাচন ৯ জুন। নির্বাচনে ৯৫টি পদে ২৩২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে তিনটি প্যানেলটি রয়েছে। এর বাইরে অনেকে স্বতন্ত্র প্রার্থীও হয়েছেন।
ইশতেহারে আরও রয়েছে—প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসাশিক্ষা অধিদপ্তর, নায়েম, বিএমটি-টিআইয়ের বিতর্কিত নিয়োগ বিধিমালা বাতিলের প্রচেষ্টা অব্যাহত রাখা; সরকারি কলেজগুলোতে আধুনিক সুবিধাসম্পন্ন রেস্টহাউস ডরমিটরি নির্মাণ; উপজেলাসহ মাঠ পর্যায়ের সব স্তরে মাধ্যমিক ও কলেজের প্রশাসনিক দপ্তর স্থাপন; বিসিএস সাধারণ শিক্ষা একাডেমি প্রতিষ্ঠা, ব্যাচভিত্তিক পদোন্নতি অব্যাহত রাখা ইত্যাদি।
এ সময় বিগত ২টি নির্বাচনী ইশতেহারে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী ক্যাডারের অর্জনগুলো জানান অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী। তিনি জানান, বিতর্কিত আত্তীকরণ বিধিমালা ২০০০ রহিত করা এবং যুগান্তকারী আত্তীকরণ (নন ক্যাডার) বিধিমালা ২০১৮ প্রবর্তনের মাধ্যমে তরুণ কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে ক্যাডারে আত্তীকরণ বন্ধ করা হয়েছে।
শাহেদুল খবির চৌধুরী জানান, অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের প্রাধিকারের ভিত্তিতে গাড়ি প্রদানের বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নীতিগত সম্মতি প্রদান করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্র ও শনিবার ২ দিনের সাপ্তাহিক ছুটি চালু করা হয়েছে। ২০১৬ সালের পর থেকে ক্যাডারে ১০ শতাংশ নিয়োগ বন্ধ রাখা হয়েছে। প্রদর্শকদের নন গেজেটেড পদ থেকে গেজেটেড ক্যাডার পদে পদোন্নতির বিধান রহিত করার বিষয়ে মন্ত্রণালয়ের নীতিগত অবস্থান পরিবর্তন হয়েছে। মাউশির জন্য ৩টি ২য় গ্রেডের অতিরিক্ত মহাপরিচালকের পদ সৃষ্টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং বিভিন্ন কলেজে ৯৫টি ৩য় গ্রেডের পদ সৃষ্টির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) পরিচালক (রুটিন দায়িত্ব) বিপুল চন্দ্র সরকার, ‘গ’ প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তানভীর হাসান। আরও উপস্থিত সহসভাপতি পদ প্রার্থী ইডেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সুফিয়া আক্তার, অর্থ সম্পাদক পদপ্রার্থী এনসিটিবির উপসচিব (কমন) মোস্তাফিজুর রহমান লিখন, সহ-অর্থ সম্পাদক পদপ্রার্থী অসীম কুমার বর্মণ, দপ্তর সম্পাদক পদপ্রার্থী সরকার মোহাম্মদ শফিউল্লাহ দিদার সহ আরও অনেকে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে