নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় এক তরুণীকে শেকলবন্দী রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় চার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহম্মেদ হুমায়ুন কবীর তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন সান, হিমেল, রকি ও সালমা ওরফে ঝুমুর।
দুপুরের পর চার আসামিকে দ্বিতীয় দফা দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে মোহাম্মদপুর থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ফারুকুল ইসলাম আসামিদের পুনরায় পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঢাকার আদালতের নারী ও শিশু নির্যাতন দমন প্রসিকিউশন দপ্তরের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই উত্তম কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ১ এপ্রিল চার আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে ৪ এপ্রিল আবার দুই দিনের রিমান্ডে নেওয়া হয়।
রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় শেকলে বেঁধে রেখে ২৫ দিন ধরে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় এক তরুণীকে। নবীনগর হাউজিংয়ের একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণও করা হয়।
গত ৩১ মার্চ তরুণীর চিৎকার শুনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক ব্যক্তি কল করলে পুলিশ তরুণীকে শেকলে বাঁধা অবস্থায় উদ্ধার করে।
পরে গত ৩১ মার্চ রাতে মোহাম্মদপুর থানায় মামলা করেন ভুক্তভোগী তরুণী। এরপর অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যে সংবাদমাধ্যমে জানিয়েছেন, ব্যারিস্টার মাসুদ নামের এক ব্যক্তি এ ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছেন। ব্যারিস্টার মাসুদ পর্নোগ্রাফি ব্যবসার সঙ্গে জড়িত। ধর্ষিতার ভিডিও ধারণ করে সেটা ব্যারিস্টার মাসুদকে আসামিরা সরবরাহ করেছেন বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে।
তবে দুই দফা রিমান্ডে নিয়ে আসামিদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন।

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় এক তরুণীকে শেকলবন্দী রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় চার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহম্মেদ হুমায়ুন কবীর তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন সান, হিমেল, রকি ও সালমা ওরফে ঝুমুর।
দুপুরের পর চার আসামিকে দ্বিতীয় দফা দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে মোহাম্মদপুর থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ফারুকুল ইসলাম আসামিদের পুনরায় পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঢাকার আদালতের নারী ও শিশু নির্যাতন দমন প্রসিকিউশন দপ্তরের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই উত্তম কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ১ এপ্রিল চার আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে ৪ এপ্রিল আবার দুই দিনের রিমান্ডে নেওয়া হয়।
রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় শেকলে বেঁধে রেখে ২৫ দিন ধরে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় এক তরুণীকে। নবীনগর হাউজিংয়ের একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণও করা হয়।
গত ৩১ মার্চ তরুণীর চিৎকার শুনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক ব্যক্তি কল করলে পুলিশ তরুণীকে শেকলে বাঁধা অবস্থায় উদ্ধার করে।
পরে গত ৩১ মার্চ রাতে মোহাম্মদপুর থানায় মামলা করেন ভুক্তভোগী তরুণী। এরপর অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যে সংবাদমাধ্যমে জানিয়েছেন, ব্যারিস্টার মাসুদ নামের এক ব্যক্তি এ ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছেন। ব্যারিস্টার মাসুদ পর্নোগ্রাফি ব্যবসার সঙ্গে জড়িত। ধর্ষিতার ভিডিও ধারণ করে সেটা ব্যারিস্টার মাসুদকে আসামিরা সরবরাহ করেছেন বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে।
তবে দুই দফা রিমান্ডে নিয়ে আসামিদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পাঁচ দিন পিছিয়ে ২৫ জানুয়ারি ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই তারিখ ধার্য করেন।
৭ মিনিট আগে
নির্বাচন কমিশনে আপিল মঞ্জুর হওয়ায় টাঙ্গাইলের দুই নারীসহ ১৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর ফলে টাঙ্গাইলের আটটি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৫৫। টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
৮ মিনিট আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত র্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেনের প্রথম জানাজা চট্টগ্রামে র্যাব কার্যালয়ে সম্পন্ন হয়েছে। এ সময় তাঁর সহকর্মীরা তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন। জানাজা শেষে তাঁর লাশ নিয়ে অ্যাম্বুলেন্স কুমিল্লায় নিজ গ্রামের পথে রওনা দিয়েছে বলে
৯ মিনিট আগে
‘গণভোটের ব্যাপারে সরকারের যে তৎপরতা দেখছি, দুষ্কৃতকারীদের দমনে সেই তৎপরতা দেখছি না। তফসিল ঘোষণার পর ১৫ জন নেতা-কর্মী নিহত হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন কী করছে?’
৩০ মিনিট আগে