
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করায় রোকসানা আক্তার নামের (৩৮) এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গতকাল শুক্রবার গভীর রাতে মুন্সিগঞ্জের গজারিয়ার ভবেরচর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের হিনানপুর দেওয়ান বাড়ি গ্রামের মৃত রাজু মিয়ার ছেলে মো. মনির হোসেন (৪৫) ও তাঁর ভাই সন্দেহভাজন আসামি মো. আমির হোসেন (৪০)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদের পর র্যাব জানায়, ভুক্তভোগী রোকসানা আক্তারের স্বামীর সঙ্গে তাঁর সাত-আট বছর আগে বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে ভুক্তভোগী একমাত্র ছেলেকে নিয়ে ছোট ভাই মো. এনামুল হকের বাড়িতে থাকতেন। তিনি জীবিকার জন্য উপজেলার সাদিপুর ইউনিয়নের বাইশটেকী গ্রামের দেওয়ান বাড়িতে জামদানি শাড়ি তৈরির কাজ করতেন। সেই সুবাদে ওই বাড়ির মৃত রাজু মিয়ার ছেলে মনির হোসেনের সঙ্গে রোকসানা আক্তারের দীর্ঘদিনের বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ভুক্তভোগী বিয়ের ব্যাপারে মনির হোসেনকে চাপ দিলে আসামি মনির তাঁর মেয়েকে বিয়ে দেওয়ার পর তাঁকে বিয়ে করবেন বলে আশ্বাস দেন।
র্যাব আরও জানায়, ১৫ জুলাই আসামি মনিরের মেয়ের বিয়ে হলে, ভুক্তভোগী রোকসানা গত সোমবার বিয়ের দাবিতে মনিরের বাড়িতে অবস্থান নেন। এ সময় মনিরের বাড়ির লোকজন তাঁকে একাধিকবার বাড়ির বাইরে টেনেহিঁচড়ে বের করে দেন। ভুক্তভোগী তাঁর অবস্থানে অনড় থাকায় মনির হোসেন, তাঁর ভাই গোলজার, খোকন ওরফে খোকা, ছেলে রানা, মনিরের স্ত্রীসহ অন্য আসামিরা লোহার পাইপ, লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে গুরুতর আহত করে। পরে মুমূর্ষু অবস্থায় ভুক্তভোগীকে মনির হোসেন ও তাঁর সহযোগীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রোকসানাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সংবাদ জানার পর মনির ও তাঁর সহযোগীরা মরদেহ রেখেই হাসপাতাল থেকে পালিয়ে যান।
র্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। হত্যা মামলার অধিকতর তদন্তের জন্য গ্রেপ্তার আসামিদের তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। র্যাব-১১ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করায় রোকসানা আক্তার নামের (৩৮) এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গতকাল শুক্রবার গভীর রাতে মুন্সিগঞ্জের গজারিয়ার ভবেরচর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের হিনানপুর দেওয়ান বাড়ি গ্রামের মৃত রাজু মিয়ার ছেলে মো. মনির হোসেন (৪৫) ও তাঁর ভাই সন্দেহভাজন আসামি মো. আমির হোসেন (৪০)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদের পর র্যাব জানায়, ভুক্তভোগী রোকসানা আক্তারের স্বামীর সঙ্গে তাঁর সাত-আট বছর আগে বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে ভুক্তভোগী একমাত্র ছেলেকে নিয়ে ছোট ভাই মো. এনামুল হকের বাড়িতে থাকতেন। তিনি জীবিকার জন্য উপজেলার সাদিপুর ইউনিয়নের বাইশটেকী গ্রামের দেওয়ান বাড়িতে জামদানি শাড়ি তৈরির কাজ করতেন। সেই সুবাদে ওই বাড়ির মৃত রাজু মিয়ার ছেলে মনির হোসেনের সঙ্গে রোকসানা আক্তারের দীর্ঘদিনের বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ভুক্তভোগী বিয়ের ব্যাপারে মনির হোসেনকে চাপ দিলে আসামি মনির তাঁর মেয়েকে বিয়ে দেওয়ার পর তাঁকে বিয়ে করবেন বলে আশ্বাস দেন।
র্যাব আরও জানায়, ১৫ জুলাই আসামি মনিরের মেয়ের বিয়ে হলে, ভুক্তভোগী রোকসানা গত সোমবার বিয়ের দাবিতে মনিরের বাড়িতে অবস্থান নেন। এ সময় মনিরের বাড়ির লোকজন তাঁকে একাধিকবার বাড়ির বাইরে টেনেহিঁচড়ে বের করে দেন। ভুক্তভোগী তাঁর অবস্থানে অনড় থাকায় মনির হোসেন, তাঁর ভাই গোলজার, খোকন ওরফে খোকা, ছেলে রানা, মনিরের স্ত্রীসহ অন্য আসামিরা লোহার পাইপ, লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে গুরুতর আহত করে। পরে মুমূর্ষু অবস্থায় ভুক্তভোগীকে মনির হোসেন ও তাঁর সহযোগীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রোকসানাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সংবাদ জানার পর মনির ও তাঁর সহযোগীরা মরদেহ রেখেই হাসপাতাল থেকে পালিয়ে যান।
র্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। হত্যা মামলার অধিকতর তদন্তের জন্য গ্রেপ্তার আসামিদের তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। র্যাব-১১ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘প্রশাসনের একটা পক্ষ অলরেডি একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে। এটা বাংলাদেশের জন্য অশনিসংকেত। বাংলাদেশ রাষ্ট্রটাকে সঠিকভাবে গড়তে হয়, তাহলে প্রত্যেকটা দলকেই এই পক্ষপাতিত্বের বিরুদ্ধে কথা বলতে হবে।’
১৬ মিনিট আগে
নরসিংদীর পলাশে মনি চক্রবর্তী (৪০) নামের এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
২২ মিনিট আগে
ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক।
২৫ মিনিট আগে
তীব্র শীতে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন। আজ মঙ্গলবার সকালে মেহেরপুরের তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। তীব্র ঠান্ডায় স্কুলে যেতে দুর্ভোগে পড়েছে প্রাথমিক স্কুলের শিশুরা। সকালে হালকা কুয়াশা আর হিম বাতাসে কাঁপতে কাঁপতে স্কুলে যাচ্ছে তারা।
১ ঘণ্টা আগে