
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে একটি পোলট্রি ফার্মে হামলা চালিয়ে ৬০০ মুরগির বাচ্চাকে পিষে মারার অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে উপজেলা জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন পোলট্রি ফার্মের মালিক শাহনাজ বেগম। আজ রোববার দুপুরে তিনি বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও বাদীর সূত্রে জানা গেছে, উপজেলার জামপুর ইউনিয়নের বরুমদী গ্রামের সৌদিপ্রবাসী নেছার আহমেদের স্ত্রী শাহনাজ বেগম ১৭ বছরের মেয়েকে সঙ্গে নিয়ে একটি দোকান ও একটি পোলট্রি ফার্ম পরিচালনা করে আসছেন। কিছুদিন ধরে ওই এলাকার সাদেক মিয়ার বখাটে ছেলে সাজ্জাদ হোসেন দোকানে এসে শাহনাজ বেগমের মেয়েকে উত্ত্যক্ত করছিল এবং নানান অশালীন কুরুচিপূর্ণ কথাবার্তা বলছিল। এমনকি কুপ্রস্তাবও দিয়েছিল। শাহনাজ বেগম ইভটিজিং ও শ্লীলতাহানির প্রতিবাদ করায় বখাটে সাজ্জাদ হোসেন ভয়ভীতি ও ক্ষয়ক্ষতির হুমকি দেয়। গত শনিবার বিকেলে বাড়িতে কেউ না থাকায় বখাটে সাজ্জাদ হোসেন আরও ৮-১০ জন নিয়ে শাহনাজের বাড়িতে প্রবেশ করে পোলট্রি ফার্মে হামলা চালায়। তারা পোলট্রি ফার্মে থাকা ৬০০ মুরগির বাচ্চা পায়ে পিষ্ট করে এবং লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলে।
এলাকাবাসী জানান, মানুষের সঙ্গে শত্রুতা করে ফার্মের মুরগির বাচ্চা মেরে ফেলাটা দুঃখজনক। বখাটে সাজ্জাদ লাখ টাকার ক্ষতি করেছে।
অভিযোগকারী শাহনাজ বেগম বলেন, ‘আমার স্বামী বাড়িতে না থাকায় আমি সন্তানদের নিয়ে বাড়িতে একটি পোলট্রি ফার্ম গড়ে তুলি এবং বাড়ির সামনে একটি দোকান দেই। ওই দোকানে আমি ও আমার মেয়ে দোকানদারি করি। বখাটে সাজ্জাদ আমার মেয়েকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করে নানা কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বখাটে সাজ্জাদ তার বাহিনী নিয়ে আমার ফার্মের ৬০০ মুরগি মেরে ফেলে।’
এ বিষয়ে অভিযুক্ত সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। পূর্ব শত্রুতার জের ধরে তাঁকে এ ঘটনার সঙ্গে জড়ানো হচ্ছে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, মুরগির ফার্মের হামলার ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে একটি পোলট্রি ফার্মে হামলা চালিয়ে ৬০০ মুরগির বাচ্চাকে পিষে মারার অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে উপজেলা জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন পোলট্রি ফার্মের মালিক শাহনাজ বেগম। আজ রোববার দুপুরে তিনি বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও বাদীর সূত্রে জানা গেছে, উপজেলার জামপুর ইউনিয়নের বরুমদী গ্রামের সৌদিপ্রবাসী নেছার আহমেদের স্ত্রী শাহনাজ বেগম ১৭ বছরের মেয়েকে সঙ্গে নিয়ে একটি দোকান ও একটি পোলট্রি ফার্ম পরিচালনা করে আসছেন। কিছুদিন ধরে ওই এলাকার সাদেক মিয়ার বখাটে ছেলে সাজ্জাদ হোসেন দোকানে এসে শাহনাজ বেগমের মেয়েকে উত্ত্যক্ত করছিল এবং নানান অশালীন কুরুচিপূর্ণ কথাবার্তা বলছিল। এমনকি কুপ্রস্তাবও দিয়েছিল। শাহনাজ বেগম ইভটিজিং ও শ্লীলতাহানির প্রতিবাদ করায় বখাটে সাজ্জাদ হোসেন ভয়ভীতি ও ক্ষয়ক্ষতির হুমকি দেয়। গত শনিবার বিকেলে বাড়িতে কেউ না থাকায় বখাটে সাজ্জাদ হোসেন আরও ৮-১০ জন নিয়ে শাহনাজের বাড়িতে প্রবেশ করে পোলট্রি ফার্মে হামলা চালায়। তারা পোলট্রি ফার্মে থাকা ৬০০ মুরগির বাচ্চা পায়ে পিষ্ট করে এবং লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলে।
এলাকাবাসী জানান, মানুষের সঙ্গে শত্রুতা করে ফার্মের মুরগির বাচ্চা মেরে ফেলাটা দুঃখজনক। বখাটে সাজ্জাদ লাখ টাকার ক্ষতি করেছে।
অভিযোগকারী শাহনাজ বেগম বলেন, ‘আমার স্বামী বাড়িতে না থাকায় আমি সন্তানদের নিয়ে বাড়িতে একটি পোলট্রি ফার্ম গড়ে তুলি এবং বাড়ির সামনে একটি দোকান দেই। ওই দোকানে আমি ও আমার মেয়ে দোকানদারি করি। বখাটে সাজ্জাদ আমার মেয়েকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করে নানা কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বখাটে সাজ্জাদ তার বাহিনী নিয়ে আমার ফার্মের ৬০০ মুরগি মেরে ফেলে।’
এ বিষয়ে অভিযুক্ত সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। পূর্ব শত্রুতার জের ধরে তাঁকে এ ঘটনার সঙ্গে জড়ানো হচ্ছে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, মুরগির ফার্মের হামলার ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
৮ মিনিট আগে
পারিবারিক কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে স্ত্রীর নামে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুলেছেন রাজধানীর উত্তরায় বসবাসরত এক পাকিস্তানি নাগরিক। পুলিশ জানায়, ওই ব্যক্তি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে ফোনে জানিয়েছিলেন।
১২ মিনিট আগে
কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে