নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বার পেট ফেটে বেরিয়ে আসা শিশু ফাতেমা ও তার পরিবারের ভরণ পোষণের জন্য সঞ্চয়পত্র কিনে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জেলা প্রশাসকের কাছে থাকা ১৩ লাখ ৫২ হাজার টাকা দিয়ে এ সঞ্চয়পত্র কিনতে বলা হয়েছে।
একই সঙ্গে ট্রাস্টি বোর্ডকেও ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। আর ওই টাকা দিয়েও সঞ্চয়পত্র কিনে দিতে বলেছেন আদালত।
যাতে সঞ্চয়পত্রের লভ্যাংশ দিয়ে শিশু ফাতেমা, তার দুই ভাই-বোন ও দাদির ব্যয় নির্বাহ করা যায়।
এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে আজ বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রিটকারী আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন বলেন, ‘শিশু ফাতেমার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে পাওয়া ১৩ লাখ ৫২ হাজার টাকা ময়মনসিংহের জেলা প্রশাসকের কাছে রয়েছে। এ টাকা দিয়ে সঞ্চয়পত্র কিনে দিতে নির্দেশ দিয়েছেন। আমাদের বলেছেন, রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে ট্রাস্টি বোর্ডে আবেদন করতে। আর আবেদনের ৩০ দিনের মধ্যে ট্রাস্টি বোর্ডকে ক্ষতিপূরণ দিতে বলেছেন আদালত।’
গত বছরের ১৬ জুলাই বিকেল ৩টার দিকে ময়মনসিংহের ত্রিশালের কোর্ট ভবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্বামী জাহাঙ্গীর আলম ও ছয় বছর বয়সী মেয়েকে সঙ্গে করে স্থানীয় একটি ক্লিনিকে যাচ্ছিলেন নয় মাসের অন্তঃসত্ত্বা ত্রিশালের রায়মনি গ্রামের রত্না বেগম (৩০)। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলেই সবার মৃত্যু হয়। তবে ট্রাকের চাকার চাপায় রত্নার শরীরের অর্ধাংশ থেঁতলে গেলেও পেট ফেটে বেরিয়ে পড়া শিশুটি বেঁচে যায়।
এই শিশুর বয়স ১৮ বছর পর্যন্ত যাবতীয় খরচ রাষ্ট্রকে বহনের নির্দেশনা চেয়ে গত ১৮ জুলাই রিট করা হয়।

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বার পেট ফেটে বেরিয়ে আসা শিশু ফাতেমা ও তার পরিবারের ভরণ পোষণের জন্য সঞ্চয়পত্র কিনে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জেলা প্রশাসকের কাছে থাকা ১৩ লাখ ৫২ হাজার টাকা দিয়ে এ সঞ্চয়পত্র কিনতে বলা হয়েছে।
একই সঙ্গে ট্রাস্টি বোর্ডকেও ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। আর ওই টাকা দিয়েও সঞ্চয়পত্র কিনে দিতে বলেছেন আদালত।
যাতে সঞ্চয়পত্রের লভ্যাংশ দিয়ে শিশু ফাতেমা, তার দুই ভাই-বোন ও দাদির ব্যয় নির্বাহ করা যায়।
এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে আজ বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রিটকারী আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন বলেন, ‘শিশু ফাতেমার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে পাওয়া ১৩ লাখ ৫২ হাজার টাকা ময়মনসিংহের জেলা প্রশাসকের কাছে রয়েছে। এ টাকা দিয়ে সঞ্চয়পত্র কিনে দিতে নির্দেশ দিয়েছেন। আমাদের বলেছেন, রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে ট্রাস্টি বোর্ডে আবেদন করতে। আর আবেদনের ৩০ দিনের মধ্যে ট্রাস্টি বোর্ডকে ক্ষতিপূরণ দিতে বলেছেন আদালত।’
গত বছরের ১৬ জুলাই বিকেল ৩টার দিকে ময়মনসিংহের ত্রিশালের কোর্ট ভবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্বামী জাহাঙ্গীর আলম ও ছয় বছর বয়সী মেয়েকে সঙ্গে করে স্থানীয় একটি ক্লিনিকে যাচ্ছিলেন নয় মাসের অন্তঃসত্ত্বা ত্রিশালের রায়মনি গ্রামের রত্না বেগম (৩০)। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলেই সবার মৃত্যু হয়। তবে ট্রাকের চাকার চাপায় রত্নার শরীরের অর্ধাংশ থেঁতলে গেলেও পেট ফেটে বেরিয়ে পড়া শিশুটি বেঁচে যায়।
এই শিশুর বয়স ১৮ বছর পর্যন্ত যাবতীয় খরচ রাষ্ট্রকে বহনের নির্দেশনা চেয়ে গত ১৮ জুলাই রিট করা হয়।

সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
১৯ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
২৫ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
৪৪ মিনিট আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে