নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বার পেট ফেটে বেরিয়ে আসা শিশু ফাতেমা ও তার পরিবারের ভরণ পোষণের জন্য সঞ্চয়পত্র কিনে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জেলা প্রশাসকের কাছে থাকা ১৩ লাখ ৫২ হাজার টাকা দিয়ে এ সঞ্চয়পত্র কিনতে বলা হয়েছে।
একই সঙ্গে ট্রাস্টি বোর্ডকেও ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। আর ওই টাকা দিয়েও সঞ্চয়পত্র কিনে দিতে বলেছেন আদালত।
যাতে সঞ্চয়পত্রের লভ্যাংশ দিয়ে শিশু ফাতেমা, তার দুই ভাই-বোন ও দাদির ব্যয় নির্বাহ করা যায়।
এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে আজ বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রিটকারী আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন বলেন, ‘শিশু ফাতেমার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে পাওয়া ১৩ লাখ ৫২ হাজার টাকা ময়মনসিংহের জেলা প্রশাসকের কাছে রয়েছে। এ টাকা দিয়ে সঞ্চয়পত্র কিনে দিতে নির্দেশ দিয়েছেন। আমাদের বলেছেন, রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে ট্রাস্টি বোর্ডে আবেদন করতে। আর আবেদনের ৩০ দিনের মধ্যে ট্রাস্টি বোর্ডকে ক্ষতিপূরণ দিতে বলেছেন আদালত।’
গত বছরের ১৬ জুলাই বিকেল ৩টার দিকে ময়মনসিংহের ত্রিশালের কোর্ট ভবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্বামী জাহাঙ্গীর আলম ও ছয় বছর বয়সী মেয়েকে সঙ্গে করে স্থানীয় একটি ক্লিনিকে যাচ্ছিলেন নয় মাসের অন্তঃসত্ত্বা ত্রিশালের রায়মনি গ্রামের রত্না বেগম (৩০)। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলেই সবার মৃত্যু হয়। তবে ট্রাকের চাকার চাপায় রত্নার শরীরের অর্ধাংশ থেঁতলে গেলেও পেট ফেটে বেরিয়ে পড়া শিশুটি বেঁচে যায়।
এই শিশুর বয়স ১৮ বছর পর্যন্ত যাবতীয় খরচ রাষ্ট্রকে বহনের নির্দেশনা চেয়ে গত ১৮ জুলাই রিট করা হয়।

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বার পেট ফেটে বেরিয়ে আসা শিশু ফাতেমা ও তার পরিবারের ভরণ পোষণের জন্য সঞ্চয়পত্র কিনে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জেলা প্রশাসকের কাছে থাকা ১৩ লাখ ৫২ হাজার টাকা দিয়ে এ সঞ্চয়পত্র কিনতে বলা হয়েছে।
একই সঙ্গে ট্রাস্টি বোর্ডকেও ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। আর ওই টাকা দিয়েও সঞ্চয়পত্র কিনে দিতে বলেছেন আদালত।
যাতে সঞ্চয়পত্রের লভ্যাংশ দিয়ে শিশু ফাতেমা, তার দুই ভাই-বোন ও দাদির ব্যয় নির্বাহ করা যায়।
এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে আজ বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রিটকারী আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন বলেন, ‘শিশু ফাতেমার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে পাওয়া ১৩ লাখ ৫২ হাজার টাকা ময়মনসিংহের জেলা প্রশাসকের কাছে রয়েছে। এ টাকা দিয়ে সঞ্চয়পত্র কিনে দিতে নির্দেশ দিয়েছেন। আমাদের বলেছেন, রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে ট্রাস্টি বোর্ডে আবেদন করতে। আর আবেদনের ৩০ দিনের মধ্যে ট্রাস্টি বোর্ডকে ক্ষতিপূরণ দিতে বলেছেন আদালত।’
গত বছরের ১৬ জুলাই বিকেল ৩টার দিকে ময়মনসিংহের ত্রিশালের কোর্ট ভবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্বামী জাহাঙ্গীর আলম ও ছয় বছর বয়সী মেয়েকে সঙ্গে করে স্থানীয় একটি ক্লিনিকে যাচ্ছিলেন নয় মাসের অন্তঃসত্ত্বা ত্রিশালের রায়মনি গ্রামের রত্না বেগম (৩০)। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলেই সবার মৃত্যু হয়। তবে ট্রাকের চাকার চাপায় রত্নার শরীরের অর্ধাংশ থেঁতলে গেলেও পেট ফেটে বেরিয়ে পড়া শিশুটি বেঁচে যায়।
এই শিশুর বয়স ১৮ বছর পর্যন্ত যাবতীয় খরচ রাষ্ট্রকে বহনের নির্দেশনা চেয়ে গত ১৮ জুলাই রিট করা হয়।

নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। তবে প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে প্রচারণা শুরু হলে। তার আগে সবাই মনোনয়নসহ সাংবিধানিক বিষয়গুলো গুছিয়ে নিচ্ছে।’
৩১ মিনিট আগে
শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
১ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
২ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
৩ ঘণ্টা আগে