নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাভাবিক চোখে দেখলে মনে হবে শহরের পরিত্যক্ত জঞ্জালভর্তি একটি পিকআপ। এই পিকআপটি বিভিন্ন ধরনের পরিত্যক্ত পণ্য ও লোহার টুকরা, অর্থাৎ ভাঙ্গারিতে বোঝাই। কিন্তু বাস্তবে ভিন্ন কিছু পেয়েছেন র্যাবের সদস্যরা। পিকআপে ভর্তি ভাঙ্গারির আড়ালে পাচার করা হচ্ছিল গাঁজা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে এই মাদক জব্দ করা হয়।
এ সময় মাদকসহ দুজনকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন মো. মেরাজ হাসান (২০) ও মো. রনি (৩২)।
আজ শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফজলুল হক।
এএসপি ফজলুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, সীমান্তবর্তী জেলা থেকে পিকআপ গাড়িতে করে মাদকের একটি চালান ঢাকায় হস্তান্তরের জন্য আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় চেকপোস্ট বসায় র্যাব-২-এর একটি দল। পরে সন্দেহভাজন একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় মো. মেরাজ হাসান (২০) ও মো. রনিকে (৩২) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মাদকের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে অস্বীকার করেন। পরে গাড়িতে মাদক থাকার কথা স্বীকার করেন। তাঁদের দেওয়া তথ্যমতে, তল্লাশি করে পিকআপ ভ্যানের ভেতরে বিভিন্ন ধরনের ভাঙ্গারি মালামালের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩৯ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, রাজধানীসহ আশপাশের জেলায় নেশাজাতীয় দ্রব্যের ব্যাপক চাহিদা থাকায় নিত্যনতুন কৌশল অবলম্বন করে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশ থেকে মাদক সংগ্রহ করত। এরপর অভিনব কায়দায় রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। গ্রেপ্তার মো. রনি মাদক মামলায় চার মাস কারাভোগের পর গত ২৬ আগস্ট জামিনে মুক্ত পান। তাঁর বিরুদ্ধে রাজধানীর হাজারীবাগ থানায় মাদক মামলা এবং মো. মেরাজ হাসানের বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি মামলা রয়েছে। এ ছাড়া গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

স্বাভাবিক চোখে দেখলে মনে হবে শহরের পরিত্যক্ত জঞ্জালভর্তি একটি পিকআপ। এই পিকআপটি বিভিন্ন ধরনের পরিত্যক্ত পণ্য ও লোহার টুকরা, অর্থাৎ ভাঙ্গারিতে বোঝাই। কিন্তু বাস্তবে ভিন্ন কিছু পেয়েছেন র্যাবের সদস্যরা। পিকআপে ভর্তি ভাঙ্গারির আড়ালে পাচার করা হচ্ছিল গাঁজা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে এই মাদক জব্দ করা হয়।
এ সময় মাদকসহ দুজনকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন মো. মেরাজ হাসান (২০) ও মো. রনি (৩২)।
আজ শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফজলুল হক।
এএসপি ফজলুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, সীমান্তবর্তী জেলা থেকে পিকআপ গাড়িতে করে মাদকের একটি চালান ঢাকায় হস্তান্তরের জন্য আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় চেকপোস্ট বসায় র্যাব-২-এর একটি দল। পরে সন্দেহভাজন একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় মো. মেরাজ হাসান (২০) ও মো. রনিকে (৩২) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মাদকের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে অস্বীকার করেন। পরে গাড়িতে মাদক থাকার কথা স্বীকার করেন। তাঁদের দেওয়া তথ্যমতে, তল্লাশি করে পিকআপ ভ্যানের ভেতরে বিভিন্ন ধরনের ভাঙ্গারি মালামালের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩৯ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, রাজধানীসহ আশপাশের জেলায় নেশাজাতীয় দ্রব্যের ব্যাপক চাহিদা থাকায় নিত্যনতুন কৌশল অবলম্বন করে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশ থেকে মাদক সংগ্রহ করত। এরপর অভিনব কায়দায় রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। গ্রেপ্তার মো. রনি মাদক মামলায় চার মাস কারাভোগের পর গত ২৬ আগস্ট জামিনে মুক্ত পান। তাঁর বিরুদ্ধে রাজধানীর হাজারীবাগ থানায় মাদক মামলা এবং মো. মেরাজ হাসানের বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি মামলা রয়েছে। এ ছাড়া গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩৪ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
২ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে