নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচনে ২৩টি পদের মধ্যে ২১টিতে জিতেছে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। বিএনপি ও জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মাত্র দুটি পদে জয়লাভ করেছে।
গতকাল শুক্রবার গভীর রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী মোখলেসুর রহমান বাদল। ফলাফল থেকে দেখা গেছে, গত বুধ ও বৃহস্পতিবার দুই দিনে ২১ হাজার ২০৮ ভোটারের মধ্যে ৯ হাজার ৬৩৫ জন আইনজীবী ভোট দিয়েছিলেন। সে হিসাবে ভোট পড়েছে ৪৫ দশমিক ৮৪ শতাংশ।
নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের আবদুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে আনোয়ার সাহাদাত শাওন জয়লাভ করেছেন। সম্পাদকীয় ১৩টি পদের সবগুলোতে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন।
বিজয়ীরা হলেন সিনিয়র সহসভাপতি আবুল কালাম মোহাম্মাদ আক্তার হোসেন, কোষাধ্যক্ষ মো. ওমর ফারুক, সিনিয়র সহসাধারণ সম্পাদক মাসরাত আলী, সহসাধারণ সম্পাদক আসাদুজ্জামান, লাইব্রেরি সম্পাদক হুমায়ুন কবির, সাংস্কৃতিক সম্পাদক মনিরা বেগম, অফিস সম্পাদক সরোয়ার জাহান, সমাজকল্যাণ সম্পাদক প্রদীপ চন্দ্র সরকার, ক্রীড়া সম্পাদক মো. ওয়াকিলুর রহমান ও তথ্য ও যোগাযোগ সম্পাদক সৈয়দা ফরিদা ইয়াছমিন জয়লাভ করেছেন।
এ ছাড়া ১০ সদস্য পদে জয়লাভ করেছেন—হাফিজ আল মামুন, শাহীন আহমেদ রূপম, মো. ইমরান হাসান, কাজী হুমায়ুন কবির, এমদাদুল হক, মো. আনোয়ার হোসেন চাঁদ, গাজী তানজিল আহমেদ, মাহমুদুল হাসান, সুমন আহমেদ ও আব্দুর রহমান মিয়া। এর মধ্যে মো. আনোয়ার হোসেন চাঁদ ও গাজী তানজিল আহমেদ বিএনপি-জামায়াতপন্থী নীল দলের প্রার্থী।

ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচনে ২৩টি পদের মধ্যে ২১টিতে জিতেছে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। বিএনপি ও জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মাত্র দুটি পদে জয়লাভ করেছে।
গতকাল শুক্রবার গভীর রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী মোখলেসুর রহমান বাদল। ফলাফল থেকে দেখা গেছে, গত বুধ ও বৃহস্পতিবার দুই দিনে ২১ হাজার ২০৮ ভোটারের মধ্যে ৯ হাজার ৬৩৫ জন আইনজীবী ভোট দিয়েছিলেন। সে হিসাবে ভোট পড়েছে ৪৫ দশমিক ৮৪ শতাংশ।
নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের আবদুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে আনোয়ার সাহাদাত শাওন জয়লাভ করেছেন। সম্পাদকীয় ১৩টি পদের সবগুলোতে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন।
বিজয়ীরা হলেন সিনিয়র সহসভাপতি আবুল কালাম মোহাম্মাদ আক্তার হোসেন, কোষাধ্যক্ষ মো. ওমর ফারুক, সিনিয়র সহসাধারণ সম্পাদক মাসরাত আলী, সহসাধারণ সম্পাদক আসাদুজ্জামান, লাইব্রেরি সম্পাদক হুমায়ুন কবির, সাংস্কৃতিক সম্পাদক মনিরা বেগম, অফিস সম্পাদক সরোয়ার জাহান, সমাজকল্যাণ সম্পাদক প্রদীপ চন্দ্র সরকার, ক্রীড়া সম্পাদক মো. ওয়াকিলুর রহমান ও তথ্য ও যোগাযোগ সম্পাদক সৈয়দা ফরিদা ইয়াছমিন জয়লাভ করেছেন।
এ ছাড়া ১০ সদস্য পদে জয়লাভ করেছেন—হাফিজ আল মামুন, শাহীন আহমেদ রূপম, মো. ইমরান হাসান, কাজী হুমায়ুন কবির, এমদাদুল হক, মো. আনোয়ার হোসেন চাঁদ, গাজী তানজিল আহমেদ, মাহমুদুল হাসান, সুমন আহমেদ ও আব্দুর রহমান মিয়া। এর মধ্যে মো. আনোয়ার হোসেন চাঁদ ও গাজী তানজিল আহমেদ বিএনপি-জামায়াতপন্থী নীল দলের প্রার্থী।

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৮ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৮ ঘণ্টা আগে