আজকের পত্রিকা ডেস্ক

‘জুলাই-আগস্ট’ অভ্যুত্থানে অংশগ্রহণকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেছেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত ‘জুলাই-আগস্ট’ অভ্যুত্থানে আহত-নিহত শিক্ষার্থীদের পুনর্বাসন ও চিকিৎসা না করে পতিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের পুনর্বাসন করা হচ্ছে। এক ভুলে ২০০ বছর ব্রিটিশদের গোলামি করতে হয়েছে। হাজার প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা একইভাবে বেহাত হতে চলেছে!
সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়োজিত ‘মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস’ সমাবেশে এ কথা বলেন জুলাই-আগস্ট আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।
আজ শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই সমাবেশ হয়।
স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী কথা বলেন, ‘আজকে যাঁরা উপস্থিত হয়েছেন, তাঁর কয়েক গুণ বেশি শিক্ষার্থী আমাদের সঙ্গে ছিলেন, কিন্তু তাঁরা কেউ আমাদের সঙ্গে নেই। অভিমান করে চলে গেছেন। কারণ, তাঁদের করা হয়নি মূল্যায়ন।’
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু হাসনাত বলেন, ‘আমাদের ত্যাগের বিনিময়ে অর্জিত বিপ্লব বেহাত হতে চলেছে। মীর জাফরের এক ভুলে ২০০ বছর গোলামি করতে হয়েছে। জুলাইয়ের রক্তের সঙ্গে বেইমানি করলে কত বছর গোলামি করতে হবে, তা খোদা ভালো জানেন।’
সমাবেশস্থলে স্টেজে রাখা চেয়ার দেখে বক্তব্য দেওয়ার সময় ক্ষোভ প্রকাশ করেন ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় অংশ নেওয়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিন সাবাব। তিনি বলেন, ‘এখানে স্টেজে চেয়ার রাখা কার জন্য? কাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি করার কথা? কারা বসে আছে? আমরা কি এই বৈষম্য দেখতে রক্ত দিয়েছি?’
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও দুদক সংস্কার কমিশনের সদস্য মুনিম মোবাশ্বির বলেন, ‘গত কয়েক মাস আমরা কাজ করছি। আমরা দেখেছি, দুর্নীতি দমন করতে হলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে সম্ভব না। সবাইকে এগিয়ে আসতে হবে।’
বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া মোহাম্মদ রবিউস সানি শিপু বলেন, ‘উপদেষ্টারা এসি গাড়িতে চড়ছেন। আর আমার ভাইয়েরা হাসপাতালে কাতরাচ্ছেন। তাঁদের খোঁজ নেওয়ার কেউ নেই! সংস্কার হচ্ছে না কিছুই। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের স্বীকৃতি নেই, আর কোনো পরিবর্তন দেখতে পারছি না।’
সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় সেলের আবু হাসনাত, জাবের বিন নূর, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তালহা বিন আমিন, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের নিয়াজ হোসেন শিথিল, এশিয়ান ইউনিভার্সিটির হাবিবউল্লাহ মাশরুর, নর্দার্ন ইউনিভার্সিটির মহিউদ্দিন নোবেল, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিশাত হোসেন, চট্টগ্রামের আবু নাঈম রিমন মোস্তফা, সাদমান প্রমুখ।

‘জুলাই-আগস্ট’ অভ্যুত্থানে অংশগ্রহণকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেছেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত ‘জুলাই-আগস্ট’ অভ্যুত্থানে আহত-নিহত শিক্ষার্থীদের পুনর্বাসন ও চিকিৎসা না করে পতিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের পুনর্বাসন করা হচ্ছে। এক ভুলে ২০০ বছর ব্রিটিশদের গোলামি করতে হয়েছে। হাজার প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা একইভাবে বেহাত হতে চলেছে!
সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়োজিত ‘মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস’ সমাবেশে এ কথা বলেন জুলাই-আগস্ট আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।
আজ শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই সমাবেশ হয়।
স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী কথা বলেন, ‘আজকে যাঁরা উপস্থিত হয়েছেন, তাঁর কয়েক গুণ বেশি শিক্ষার্থী আমাদের সঙ্গে ছিলেন, কিন্তু তাঁরা কেউ আমাদের সঙ্গে নেই। অভিমান করে চলে গেছেন। কারণ, তাঁদের করা হয়নি মূল্যায়ন।’
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু হাসনাত বলেন, ‘আমাদের ত্যাগের বিনিময়ে অর্জিত বিপ্লব বেহাত হতে চলেছে। মীর জাফরের এক ভুলে ২০০ বছর গোলামি করতে হয়েছে। জুলাইয়ের রক্তের সঙ্গে বেইমানি করলে কত বছর গোলামি করতে হবে, তা খোদা ভালো জানেন।’
সমাবেশস্থলে স্টেজে রাখা চেয়ার দেখে বক্তব্য দেওয়ার সময় ক্ষোভ প্রকাশ করেন ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় অংশ নেওয়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিন সাবাব। তিনি বলেন, ‘এখানে স্টেজে চেয়ার রাখা কার জন্য? কাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি করার কথা? কারা বসে আছে? আমরা কি এই বৈষম্য দেখতে রক্ত দিয়েছি?’
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও দুদক সংস্কার কমিশনের সদস্য মুনিম মোবাশ্বির বলেন, ‘গত কয়েক মাস আমরা কাজ করছি। আমরা দেখেছি, দুর্নীতি দমন করতে হলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে সম্ভব না। সবাইকে এগিয়ে আসতে হবে।’
বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া মোহাম্মদ রবিউস সানি শিপু বলেন, ‘উপদেষ্টারা এসি গাড়িতে চড়ছেন। আর আমার ভাইয়েরা হাসপাতালে কাতরাচ্ছেন। তাঁদের খোঁজ নেওয়ার কেউ নেই! সংস্কার হচ্ছে না কিছুই। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের স্বীকৃতি নেই, আর কোনো পরিবর্তন দেখতে পারছি না।’
সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় সেলের আবু হাসনাত, জাবের বিন নূর, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তালহা বিন আমিন, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের নিয়াজ হোসেন শিথিল, এশিয়ান ইউনিভার্সিটির হাবিবউল্লাহ মাশরুর, নর্দার্ন ইউনিভার্সিটির মহিউদ্দিন নোবেল, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিশাত হোসেন, চট্টগ্রামের আবু নাঈম রিমন মোস্তফা, সাদমান প্রমুখ।

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
২ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
৭ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তাছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
২০ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৭ মিনিট আগে