নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ৮ এপ্রিল পর্যন্ত অবস্থান কর্মসূচি বিরতি ঘোষণা দিয়েছেন শ্রম ভবনের সামনে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা। শনিবার রাতে এ ঘোষণা দেন শ্রমিক নেতারা। এ দিন বিকেলে শ্রম মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বৈঠকের পর ইফতারের পর আলোচনায় বসেন শ্রমিক নেতারা।
পরে রাতে শ্রমিক নেতা শাহীন আলম বলেন, ‘সম্মিলিতভাবে চারটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হলো—শ্রম সচিবের প্রস্তাবিত তিন কোটি টাকা (প্রতি জনে ৯৪৭৫ টাকা) শ্রমিকদের বিকাশে বা নগদে না আসা পর্যন্ত শ্রম ভবনে অবস্থান; ৮ এপ্রিল পর্যন্ত অব্ধি শ্রম ভবনের সামনে অবস্থান বিরতি; আগামী ৭ এপ্রিলে গাজীপুর টিএনজেড কারখানার সামনে সমাবেশ এবং ৮ এপ্রিলে সচিবের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিনিধিদের সঙ্গে পুনরায় বৈঠক এবং শ্রম ভবনের সামনে ফের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।’
শাহীন আলম বলেন, ‘যে টাকাটা দিচ্ছে তাতে হয়তো আমরা ৯ বা ১০ হাজার টাকা পাইতে পারি। আমরা দীর্ঘ সাত দিন যাবৎ অবস্থান করছি। এখানে অনেকেই ঈদে বাড়ি যাইতে চায়, পরিবারের সঙ্গে ঈদ করতে চায়। তাই আমরা আগামী ৮ তারিখ পর্যন্ত অবস্থান বিরতি রাখার সিদ্ধান্ত নিচ্ছি।’
এর আগে বিকেলে টিএনজেড গ্রুপের শ্রমিকদের বেতন-বোনাসের জন্য আপাতত ২ কোটি টাকার ব্যবস্থা করা হবে বলে জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। তবে শ্রম সচিবের প্রস্তাব প্রত্যাখ্যান করেন শ্রমিক নেতৃবৃন্দ।
পরে ৩ কোটি টাকা দেওয়া প্রস্তাব করেন শ্রম সচিব। একই সঙ্গে আগামী ৮ এপ্রিল পুনরায় বৈঠকের কথা জানান। এ ছাড়াও বেতন সম্পূর্ণ পরিশোধ না করা পর্যন্ত মালিকপক্ষের তিন কর্মকর্তাকে পুলিশ হেফাজতে রাখার কথাও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, বকেয়া বেতন-বোনাসের দাবিতে গত ২৩ মার্চ থেকে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন টিএনজেড গ্রুপের তিনটি কারখানার শ্রমিকেরা।

আগামী ৮ এপ্রিল পর্যন্ত অবস্থান কর্মসূচি বিরতি ঘোষণা দিয়েছেন শ্রম ভবনের সামনে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা। শনিবার রাতে এ ঘোষণা দেন শ্রমিক নেতারা। এ দিন বিকেলে শ্রম মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বৈঠকের পর ইফতারের পর আলোচনায় বসেন শ্রমিক নেতারা।
পরে রাতে শ্রমিক নেতা শাহীন আলম বলেন, ‘সম্মিলিতভাবে চারটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হলো—শ্রম সচিবের প্রস্তাবিত তিন কোটি টাকা (প্রতি জনে ৯৪৭৫ টাকা) শ্রমিকদের বিকাশে বা নগদে না আসা পর্যন্ত শ্রম ভবনে অবস্থান; ৮ এপ্রিল পর্যন্ত অব্ধি শ্রম ভবনের সামনে অবস্থান বিরতি; আগামী ৭ এপ্রিলে গাজীপুর টিএনজেড কারখানার সামনে সমাবেশ এবং ৮ এপ্রিলে সচিবের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিনিধিদের সঙ্গে পুনরায় বৈঠক এবং শ্রম ভবনের সামনে ফের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।’
শাহীন আলম বলেন, ‘যে টাকাটা দিচ্ছে তাতে হয়তো আমরা ৯ বা ১০ হাজার টাকা পাইতে পারি। আমরা দীর্ঘ সাত দিন যাবৎ অবস্থান করছি। এখানে অনেকেই ঈদে বাড়ি যাইতে চায়, পরিবারের সঙ্গে ঈদ করতে চায়। তাই আমরা আগামী ৮ তারিখ পর্যন্ত অবস্থান বিরতি রাখার সিদ্ধান্ত নিচ্ছি।’
এর আগে বিকেলে টিএনজেড গ্রুপের শ্রমিকদের বেতন-বোনাসের জন্য আপাতত ২ কোটি টাকার ব্যবস্থা করা হবে বলে জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। তবে শ্রম সচিবের প্রস্তাব প্রত্যাখ্যান করেন শ্রমিক নেতৃবৃন্দ।
পরে ৩ কোটি টাকা দেওয়া প্রস্তাব করেন শ্রম সচিব। একই সঙ্গে আগামী ৮ এপ্রিল পুনরায় বৈঠকের কথা জানান। এ ছাড়াও বেতন সম্পূর্ণ পরিশোধ না করা পর্যন্ত মালিকপক্ষের তিন কর্মকর্তাকে পুলিশ হেফাজতে রাখার কথাও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, বকেয়া বেতন-বোনাসের দাবিতে গত ২৩ মার্চ থেকে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন টিএনজেড গ্রুপের তিনটি কারখানার শ্রমিকেরা।

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
২৫ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তা ছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
৩৮ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪৪ মিনিট আগে