নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ৫ টাকা ভাড়া প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।
আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফোরামের নেতারা এ দাবি জানান।
এ সময় ট্রেনের বগি ও ট্রিপ বৃদ্ধি করে বিনা ভাড়ায় শিক্ষার্থীদের যাতায়াতের সুযোগ দেওয়ার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বী, সদস্যসচিব ধীমান সাহা জুয়েল, নাগরিক কমিটির সভাপতি অ্যাড. এবি সিদ্দিক, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা আহ্বায়ক নিখিল দাস, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক হিমাংসু সাহা প্রমুখ।
রফিউর রাব্বী লিখিত বক্তব্যে বলেন, ‘পদ্মাসেতু প্রকল্প কাজের জন্য প্রায় ৮ মাস ট্রেন বন্ধ রাখা হয়। আগস্টের ১ তারিখ ট্রেন চালু হলে পুরোনো ট্রেনকেই কমিউটার ট্রেন নাম দিয়ে ১৫ টাকার ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়। কমিউটার ট্রেন মূলত মেইল ট্রেন থেকে উন্নত। কিন্তু ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ট্রেন মোটেও পূর্বের মেইল ট্রেন থেকে উন্নত নয়।’
২০১৯ সালে রেলের ভাড়া বৃদ্ধি করে কিলোমিটার প্রতি ৪৯ পয়সা নির্ধারণ করা হয়। নারায়ণগঞ্জ থেকে কমলাপুর পর্যন্ত ১৬ কিলোমিটার দূরত্বের ভাড়া আসে ৭.৮৪ টাকা। কিন্তু তারা ট্রেনের সর্বনিম্ন ভাড়া ১৫ টাকার যুক্তি দেখিয়ে বাড়তি ভাড়া আদায় করতে থাকে। এবার সেই ভাড়া অযৌক্তিকভাবে বৃদ্ধি করে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। ট্রেনে মূলত সুবিধা বঞ্চিত কর্মজীবী, ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ চলাচল করে। তাদের জন্য বাড়তি ভাড়া বহন করা কষ্টসাধ্য। এসব দিক বিবেচনা করে পূর্বের ভাড়া বহাল রাখার দাবি জানাই।
নেতারা বলেন, নারায়ণগঞ্জ রুটে ১৬ জোড়া ট্রেন চললেও বর্তমানে ৮ জোড়া ট্রেন চলছে। যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেলেও বাড়েনি বগি। এছাড়া ট্রেনের ভেতর আসন ছেঁড়া, চেয়ার ভাঙ্গা, ফ্যান নষ্ট, অপরিচ্ছন্নসহ যাত্রীসেবার মান সর্বনিম্ন।
আমরা তাই দাবি জানাই ট্রেনের বগি বৃদ্ধি করে সুযোগ-সুবিধা বাড়াতে হবে। একই সঙ্গে বাড়াতে হবে ট্রিপের সংখ্যা। নারায়ণগঞ্জ থেকে ঢাকায় পড়াশোনা করা ছাত্রছাত্রীদের বিনা ভাড়ায় চলাচলের সুযোগ করে দিতে হবে।

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ৫ টাকা ভাড়া প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।
আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফোরামের নেতারা এ দাবি জানান।
এ সময় ট্রেনের বগি ও ট্রিপ বৃদ্ধি করে বিনা ভাড়ায় শিক্ষার্থীদের যাতায়াতের সুযোগ দেওয়ার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বী, সদস্যসচিব ধীমান সাহা জুয়েল, নাগরিক কমিটির সভাপতি অ্যাড. এবি সিদ্দিক, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা আহ্বায়ক নিখিল দাস, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক হিমাংসু সাহা প্রমুখ।
রফিউর রাব্বী লিখিত বক্তব্যে বলেন, ‘পদ্মাসেতু প্রকল্প কাজের জন্য প্রায় ৮ মাস ট্রেন বন্ধ রাখা হয়। আগস্টের ১ তারিখ ট্রেন চালু হলে পুরোনো ট্রেনকেই কমিউটার ট্রেন নাম দিয়ে ১৫ টাকার ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়। কমিউটার ট্রেন মূলত মেইল ট্রেন থেকে উন্নত। কিন্তু ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ট্রেন মোটেও পূর্বের মেইল ট্রেন থেকে উন্নত নয়।’
২০১৯ সালে রেলের ভাড়া বৃদ্ধি করে কিলোমিটার প্রতি ৪৯ পয়সা নির্ধারণ করা হয়। নারায়ণগঞ্জ থেকে কমলাপুর পর্যন্ত ১৬ কিলোমিটার দূরত্বের ভাড়া আসে ৭.৮৪ টাকা। কিন্তু তারা ট্রেনের সর্বনিম্ন ভাড়া ১৫ টাকার যুক্তি দেখিয়ে বাড়তি ভাড়া আদায় করতে থাকে। এবার সেই ভাড়া অযৌক্তিকভাবে বৃদ্ধি করে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। ট্রেনে মূলত সুবিধা বঞ্চিত কর্মজীবী, ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ চলাচল করে। তাদের জন্য বাড়তি ভাড়া বহন করা কষ্টসাধ্য। এসব দিক বিবেচনা করে পূর্বের ভাড়া বহাল রাখার দাবি জানাই।
নেতারা বলেন, নারায়ণগঞ্জ রুটে ১৬ জোড়া ট্রেন চললেও বর্তমানে ৮ জোড়া ট্রেন চলছে। যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেলেও বাড়েনি বগি। এছাড়া ট্রেনের ভেতর আসন ছেঁড়া, চেয়ার ভাঙ্গা, ফ্যান নষ্ট, অপরিচ্ছন্নসহ যাত্রীসেবার মান সর্বনিম্ন।
আমরা তাই দাবি জানাই ট্রেনের বগি বৃদ্ধি করে সুযোগ-সুবিধা বাড়াতে হবে। একই সঙ্গে বাড়াতে হবে ট্রিপের সংখ্যা। নারায়ণগঞ্জ থেকে ঢাকায় পড়াশোনা করা ছাত্রছাত্রীদের বিনা ভাড়ায় চলাচলের সুযোগ করে দিতে হবে।

ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার নির্দেশদাতা ইয়াছিন আরাফাতকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
৩৩ মিনিট আগে
শীতে মৌলভীবাজারে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। শ্রীমঙ্গলে আজ তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবার এই জেলায় বেশি শীত পড়েছে। দিন কিংবা রাতে ঘন কুয়াশায় ঢাকা থাকে এই অঞ্চল। কিছুদিন ধরে বেশির ভাগ সময় কুয়াশার আড়ালে সূর্যের দেখা মেলে না।
১ ঘণ্টা আগে
ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলাঘেঁষা ভারতের ত্রিপুরা রাজ্য। সীমান্তবর্তী গ্রামগুলোয় দীর্ঘদিন ধরে অবাধে ব্যবহার হচ্ছে ভারতীয় বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির সিম কার্ড। শুধু সীমান্তে নয়, এমন সিমের ব্যবহারের প্রমাণ মিলেছে খোদ ফেনী শহরেও; যা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে...
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি নির্বাচনের খরচের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের থেকে তিন দিনে ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা পেয়েছেন।
২ ঘণ্টা আগে