নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কচুক্ষেত এলাকার রজনীগন্ধা টাওয়ারের নিচতলায় থাকা দুটি স্বর্ণের দোকানে তালা কেটে চুরির অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত ৩টার দিকে মার্কেটটির ৩ ও ১০ নম্বর দোকান দুটিতে এ ঘটনা ঘটে।
দোকানমালিক আবুল কালাম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘রজনীগন্ধা টাওয়ারের নিচতলায় ৩ ও ১০ নম্বরের দুটি দোকান আমার। এই মার্কেটে গত পাঁচ বছর ধরে ব্যবসা করছি। গতকাল (শুক্রবার) রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাসায় গিয়েছি। মার্কেটের নিরাপত্তাকর্মী ছিল। তার পরও দোকানের তালা কেটে ঢুকে চুরি করেছে।’
দোকানমালিকের দাবি, দুই দোকান মিলিয়ে তাঁর প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে।
মার্কেটের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ৩টার দিকে তিনজন তালা ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করে। দোকানের দুটি লকার ভেঙে প্রায় ৩০০ ভরি স্বর্ণ ও কিছু ডায়মন্ড চুরি করে নিয়ে যায়। এ ছাড়া নগদ ৫ লাখ টাকাও নিয়ে গেছে।
মার্কেটের নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট ছিলেন না ব্যবসায়ী আবুল কালাম। তিনি বলেন, ‘মার্কেটের নিরাপত্তাকর্মীরা ঘুমিয়ে ছিল। তারা থাকা সত্ত্বেও কীভাবে দোকানের তালা ভাঙে, এটা আমি বুঝতে পারছি না। চোরেরা যাওয়ার সময় আবার তিনটি তালা লাগিয়ে দিয়ে গেছে। সকালবেলা মার্কেটের নিরাপত্তাকর্মীরা বিষয়টি আমাকে জানাইনি। পাশের দোকানের লোকজন আমাকে জানিয়েছে। পুলিশ এসেছিল। তারা মার্কেটের নিরাপত্তা সুপারভাইজারকে নিয়ে গেছে। গতকাল রাতে যারা ছিল তাদের পাওয়া যায়নি।
ঘটনার পর দোকান দুটি পরিদর্শনে আসেন ভাষানটেক থানার উপপরিদর্শক (এসআই) মামুন গাজী। তিনি বলেন, ‘শুক্রবার রাতে একই মালিকের দুটি দোকানে তালা কেটে স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আমরা কাজ করছি।’
ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এটি ডাকাতির ঘটনা নয়, চুরির ঘটনা ঘটেছে। রাতে (শুক্রবার রাতে) দোকান দুটি থেকে তালা কেটে স্বর্ণ চুরি করা হয়। আমরা এ ঘটনা নিয়ে কাজ করছি, পরে বিস্তারিত জানানো হবে।’

রাজধানীর কচুক্ষেত এলাকার রজনীগন্ধা টাওয়ারের নিচতলায় থাকা দুটি স্বর্ণের দোকানে তালা কেটে চুরির অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত ৩টার দিকে মার্কেটটির ৩ ও ১০ নম্বর দোকান দুটিতে এ ঘটনা ঘটে।
দোকানমালিক আবুল কালাম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘রজনীগন্ধা টাওয়ারের নিচতলায় ৩ ও ১০ নম্বরের দুটি দোকান আমার। এই মার্কেটে গত পাঁচ বছর ধরে ব্যবসা করছি। গতকাল (শুক্রবার) রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাসায় গিয়েছি। মার্কেটের নিরাপত্তাকর্মী ছিল। তার পরও দোকানের তালা কেটে ঢুকে চুরি করেছে।’
দোকানমালিকের দাবি, দুই দোকান মিলিয়ে তাঁর প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে।
মার্কেটের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ৩টার দিকে তিনজন তালা ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করে। দোকানের দুটি লকার ভেঙে প্রায় ৩০০ ভরি স্বর্ণ ও কিছু ডায়মন্ড চুরি করে নিয়ে যায়। এ ছাড়া নগদ ৫ লাখ টাকাও নিয়ে গেছে।
মার্কেটের নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট ছিলেন না ব্যবসায়ী আবুল কালাম। তিনি বলেন, ‘মার্কেটের নিরাপত্তাকর্মীরা ঘুমিয়ে ছিল। তারা থাকা সত্ত্বেও কীভাবে দোকানের তালা ভাঙে, এটা আমি বুঝতে পারছি না। চোরেরা যাওয়ার সময় আবার তিনটি তালা লাগিয়ে দিয়ে গেছে। সকালবেলা মার্কেটের নিরাপত্তাকর্মীরা বিষয়টি আমাকে জানাইনি। পাশের দোকানের লোকজন আমাকে জানিয়েছে। পুলিশ এসেছিল। তারা মার্কেটের নিরাপত্তা সুপারভাইজারকে নিয়ে গেছে। গতকাল রাতে যারা ছিল তাদের পাওয়া যায়নি।
ঘটনার পর দোকান দুটি পরিদর্শনে আসেন ভাষানটেক থানার উপপরিদর্শক (এসআই) মামুন গাজী। তিনি বলেন, ‘শুক্রবার রাতে একই মালিকের দুটি দোকানে তালা কেটে স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আমরা কাজ করছি।’
ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এটি ডাকাতির ঘটনা নয়, চুরির ঘটনা ঘটেছে। রাতে (শুক্রবার রাতে) দোকান দুটি থেকে তালা কেটে স্বর্ণ চুরি করা হয়। আমরা এ ঘটনা নিয়ে কাজ করছি, পরে বিস্তারিত জানানো হবে।’

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মুছারচর এলাকায় প্রতিবন্ধী এক অটোরিকশাচালকের স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে মুছারচর সড়কের ঢালে সোহেল (৪০) নামের ওই ব্যক্তির লাশ পাওয়া যায়।
২১ মিনিট আগে
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক। তবে আগামী নির্বাচনে কী হবে, কী হবে না, তা ঠিক করবে তরুণরা।’
১ ঘণ্টা আগে
ডিএনসিসি প্রশাসক বলেন, ভাড়া দেওয়ার আগে অবশ্যই বাড়িটি বসবাসের উপযোগী করে রাখতে হবে। বাড়িতে ইউটিলিটি সার্ভিসের (গ্যাস, বিদ্যুৎ ও পানি) নিরবচ্ছিন্ন সংযোগ ও প্রতিদিন গৃহস্থালি বর্জ্য সংগ্রহসহ অন্যান্য সব সুবিধা নিশ্চিত করতে হবে। তবে ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে যথাযথ বিলের বেশি বা লাভ নেওয়া যাবে না।
১ ঘণ্টা আগে
বরিশালের হিজলা উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ চার জেলের মধ্যে দুজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার
১ ঘণ্টা আগে