নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কচুক্ষেত এলাকার রজনীগন্ধা টাওয়ারের নিচতলায় থাকা দুটি স্বর্ণের দোকানে তালা কেটে চুরির অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত ৩টার দিকে মার্কেটটির ৩ ও ১০ নম্বর দোকান দুটিতে এ ঘটনা ঘটে।
দোকানমালিক আবুল কালাম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘রজনীগন্ধা টাওয়ারের নিচতলায় ৩ ও ১০ নম্বরের দুটি দোকান আমার। এই মার্কেটে গত পাঁচ বছর ধরে ব্যবসা করছি। গতকাল (শুক্রবার) রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাসায় গিয়েছি। মার্কেটের নিরাপত্তাকর্মী ছিল। তার পরও দোকানের তালা কেটে ঢুকে চুরি করেছে।’
দোকানমালিকের দাবি, দুই দোকান মিলিয়ে তাঁর প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে।
মার্কেটের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ৩টার দিকে তিনজন তালা ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করে। দোকানের দুটি লকার ভেঙে প্রায় ৩০০ ভরি স্বর্ণ ও কিছু ডায়মন্ড চুরি করে নিয়ে যায়। এ ছাড়া নগদ ৫ লাখ টাকাও নিয়ে গেছে।
মার্কেটের নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট ছিলেন না ব্যবসায়ী আবুল কালাম। তিনি বলেন, ‘মার্কেটের নিরাপত্তাকর্মীরা ঘুমিয়ে ছিল। তারা থাকা সত্ত্বেও কীভাবে দোকানের তালা ভাঙে, এটা আমি বুঝতে পারছি না। চোরেরা যাওয়ার সময় আবার তিনটি তালা লাগিয়ে দিয়ে গেছে। সকালবেলা মার্কেটের নিরাপত্তাকর্মীরা বিষয়টি আমাকে জানাইনি। পাশের দোকানের লোকজন আমাকে জানিয়েছে। পুলিশ এসেছিল। তারা মার্কেটের নিরাপত্তা সুপারভাইজারকে নিয়ে গেছে। গতকাল রাতে যারা ছিল তাদের পাওয়া যায়নি।
ঘটনার পর দোকান দুটি পরিদর্শনে আসেন ভাষানটেক থানার উপপরিদর্শক (এসআই) মামুন গাজী। তিনি বলেন, ‘শুক্রবার রাতে একই মালিকের দুটি দোকানে তালা কেটে স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আমরা কাজ করছি।’
ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এটি ডাকাতির ঘটনা নয়, চুরির ঘটনা ঘটেছে। রাতে (শুক্রবার রাতে) দোকান দুটি থেকে তালা কেটে স্বর্ণ চুরি করা হয়। আমরা এ ঘটনা নিয়ে কাজ করছি, পরে বিস্তারিত জানানো হবে।’

রাজধানীর কচুক্ষেত এলাকার রজনীগন্ধা টাওয়ারের নিচতলায় থাকা দুটি স্বর্ণের দোকানে তালা কেটে চুরির অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত ৩টার দিকে মার্কেটটির ৩ ও ১০ নম্বর দোকান দুটিতে এ ঘটনা ঘটে।
দোকানমালিক আবুল কালাম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘রজনীগন্ধা টাওয়ারের নিচতলায় ৩ ও ১০ নম্বরের দুটি দোকান আমার। এই মার্কেটে গত পাঁচ বছর ধরে ব্যবসা করছি। গতকাল (শুক্রবার) রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাসায় গিয়েছি। মার্কেটের নিরাপত্তাকর্মী ছিল। তার পরও দোকানের তালা কেটে ঢুকে চুরি করেছে।’
দোকানমালিকের দাবি, দুই দোকান মিলিয়ে তাঁর প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে।
মার্কেটের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ৩টার দিকে তিনজন তালা ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করে। দোকানের দুটি লকার ভেঙে প্রায় ৩০০ ভরি স্বর্ণ ও কিছু ডায়মন্ড চুরি করে নিয়ে যায়। এ ছাড়া নগদ ৫ লাখ টাকাও নিয়ে গেছে।
মার্কেটের নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট ছিলেন না ব্যবসায়ী আবুল কালাম। তিনি বলেন, ‘মার্কেটের নিরাপত্তাকর্মীরা ঘুমিয়ে ছিল। তারা থাকা সত্ত্বেও কীভাবে দোকানের তালা ভাঙে, এটা আমি বুঝতে পারছি না। চোরেরা যাওয়ার সময় আবার তিনটি তালা লাগিয়ে দিয়ে গেছে। সকালবেলা মার্কেটের নিরাপত্তাকর্মীরা বিষয়টি আমাকে জানাইনি। পাশের দোকানের লোকজন আমাকে জানিয়েছে। পুলিশ এসেছিল। তারা মার্কেটের নিরাপত্তা সুপারভাইজারকে নিয়ে গেছে। গতকাল রাতে যারা ছিল তাদের পাওয়া যায়নি।
ঘটনার পর দোকান দুটি পরিদর্শনে আসেন ভাষানটেক থানার উপপরিদর্শক (এসআই) মামুন গাজী। তিনি বলেন, ‘শুক্রবার রাতে একই মালিকের দুটি দোকানে তালা কেটে স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আমরা কাজ করছি।’
ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এটি ডাকাতির ঘটনা নয়, চুরির ঘটনা ঘটেছে। রাতে (শুক্রবার রাতে) দোকান দুটি থেকে তালা কেটে স্বর্ণ চুরি করা হয়। আমরা এ ঘটনা নিয়ে কাজ করছি, পরে বিস্তারিত জানানো হবে।’

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
৪৪ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
২ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২ ঘণ্টা আগে