Ajker Patrika

রায়ে সন্তুষ্ট আবরারের সহপাঠীরা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৪: ২৫
রায়ে সন্তুষ্ট আবরারের সহপাঠীরা 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বুয়েটের শিক্ষার্থী ও আবরারের সহপাঠীরা। তবে এ রায় যেন পরবর্তী সময়ে বহাল রেখে দ্রুত কার্যকর করা হয়, তার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। 

আজ বুধবার আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। রায়ের পর বুয়েট ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করে।

রায়ের বিষয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ার তামিম বলেন, `আদালতের ওপর আমাদের আস্থা রয়েছে। আদালত যে রায় দিয়েছেন, তাতে আমরা সন্তুষ্ট। তবে আপিল বিভাগেও যেন এ রায় কার্যকর থাকে। দ্রুত এ রায় কার্যকর হবে সেই আশা রাখছি।'

নাম প্রকাশে অনিচ্ছুক নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, `এ রায় প্রত্যাশিত। আমরা আমাদের আশানুরূপ রায় পেয়েছি। এ রায়ের মাধ্যমে একটি দৃষ্টান্ত সৃষ্টি হবে। যাতে পরে কেউ এ ধরনের ন্যক্কারজনক কাজ না করে।' 

নাম প্রকাশে অনিচ্ছুক বুয়েটের আরেক শিক্ষার্থী বলেন, `রায়ের সন্তুষ্টির বিষয়টি আবরারের পরিবারের ওপরও নির্ভর করছে। যে মায়ের কোল খালি হয়েছে, তাঁর সন্তুষ্টির বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা রায়ে সন্তুষ্ট, তবে আবরারের পরিবার এ রায়ে অসন্তুষ্ট হয়ে যদি আপিল করে, তাহলে আমরা সব সময় তাদের পক্ষে থাকব।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত