নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আদালতের রায় অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের দাবিতে চলা কর্মসূচি স্থগিত থাকা সত্ত্বেও অবরুদ্ধ রাখা হয়েছে নগর ভবন। ইশরাককে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কর্মবিরতি পালন করছেন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা।
আজ শনিবার (২৪ মে) নগর ভবনের নিচতলায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত ডিএসসিসির শ্রমিক কর্মচারী ইউনিয়ন। এদিকে আজও নগর ভবনের ফটকে তালা থাকার কারণে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। তবে সীমিত আকারে অভ্যন্তরীণ কিছু কার্যক্রম চলেছে।
ডিএনসিসি সূত্র জানিয়েছে, আসন্ন ঈদ উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের বেতনের ফাইলে স্বাক্ষর করার জন্য সচিব এবং বিভাগীয় প্রধানেরা কিছুক্ষণের জন্য অফিসে এসেছিলেন। তবে সেই কাজ শেষ হলেই তাঁরা আবার বেরিয়ে যান।
শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা-কর্মীরা জানান, নগর ভবনের অভিভাবক মেয়র, মেয়র ছাড়া তাঁরা অফিস করবেন না।
খবর নিয়ে জানা গেছে, ডিএসসিসির মশক নিধন অভিযান, বর্জ্য সংগ্রহসহ অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। তবে জোন অফিসগুলো আজও বন্ধ রয়েছে।
গত ২২ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দেন আদালত। এর ফলে মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিতে কোনো বাধা নেই বলে জানান তাঁর আইনজীবীরা।
এদিন বিকেলে রাজধানীর কাকরাইলে নেতা-কর্মীদের কর্মসূচিতে যোগ দিয়ে ইশরাক হোসেন কর্মসূচি ২৪–৪৮ ঘণ্টা স্থগিতের ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে, আপাতত আমরা আন্দোলন স্থগিত রাখব এবং আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা সরকারের অবস্থান পর্যবেক্ষণ করব। তারা কী করে, তা দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত ও কর্মসূচি ঘোষণা করা হবে।’
এর আগে ১৭ মে কর্মসূচির তৃতীয় দিনে নগর ভবনের সব ফটকে তালা দেন ইশরাক হোসেনের সমর্থকেরা। তারপর গত সপ্তাহ বন্ধ ছিল নগর ভবনের সব ধরনের কার্যক্রম ও নাগরিক সেবা। আজ এ নিয়ে টানা সপ্তম দিনের মতো বন্ধ নগর ভবন।

আদালতের রায় অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের দাবিতে চলা কর্মসূচি স্থগিত থাকা সত্ত্বেও অবরুদ্ধ রাখা হয়েছে নগর ভবন। ইশরাককে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কর্মবিরতি পালন করছেন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা।
আজ শনিবার (২৪ মে) নগর ভবনের নিচতলায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত ডিএসসিসির শ্রমিক কর্মচারী ইউনিয়ন। এদিকে আজও নগর ভবনের ফটকে তালা থাকার কারণে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। তবে সীমিত আকারে অভ্যন্তরীণ কিছু কার্যক্রম চলেছে।
ডিএনসিসি সূত্র জানিয়েছে, আসন্ন ঈদ উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের বেতনের ফাইলে স্বাক্ষর করার জন্য সচিব এবং বিভাগীয় প্রধানেরা কিছুক্ষণের জন্য অফিসে এসেছিলেন। তবে সেই কাজ শেষ হলেই তাঁরা আবার বেরিয়ে যান।
শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা-কর্মীরা জানান, নগর ভবনের অভিভাবক মেয়র, মেয়র ছাড়া তাঁরা অফিস করবেন না।
খবর নিয়ে জানা গেছে, ডিএসসিসির মশক নিধন অভিযান, বর্জ্য সংগ্রহসহ অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। তবে জোন অফিসগুলো আজও বন্ধ রয়েছে।
গত ২২ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দেন আদালত। এর ফলে মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিতে কোনো বাধা নেই বলে জানান তাঁর আইনজীবীরা।
এদিন বিকেলে রাজধানীর কাকরাইলে নেতা-কর্মীদের কর্মসূচিতে যোগ দিয়ে ইশরাক হোসেন কর্মসূচি ২৪–৪৮ ঘণ্টা স্থগিতের ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে, আপাতত আমরা আন্দোলন স্থগিত রাখব এবং আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা সরকারের অবস্থান পর্যবেক্ষণ করব। তারা কী করে, তা দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত ও কর্মসূচি ঘোষণা করা হবে।’
এর আগে ১৭ মে কর্মসূচির তৃতীয় দিনে নগর ভবনের সব ফটকে তালা দেন ইশরাক হোসেনের সমর্থকেরা। তারপর গত সপ্তাহ বন্ধ ছিল নগর ভবনের সব ধরনের কার্যক্রম ও নাগরিক সেবা। আজ এ নিয়ে টানা সপ্তম দিনের মতো বন্ধ নগর ভবন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৪ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৪ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৫ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে