উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর বিমানবন্দরে হোটেলে যাত্রী তোলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বিমানবন্দর গোলচক্করের বাবুস সালাম জামে মসজিদ ভবনের আল আমিন হোটেল ও এয়ারপোর্ট হোটেলের কর্মচারী ও মালিকদের মধ্যে এ সংঘর্ষ হয়। আজ বুধবার দুপুর থেকে রাত ৮টার পর্যন্ত তিন দফায় এ মারামারিতে অন্তত ৭ জন আহত হয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, দুপুর আড়াইটার দিকে আল আমিন হোটেলের কর্মচারীরা হোটেলে থাকার জন্য বিদেশগামী এক যাত্রীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় ওই যাত্রী এয়ারপোর্ট হোটেলের কর্মচারী শহিদুললে ডাক দিলে সে সেখানে যায়। এক হোটেলের লোকজন যাত্রীর সঙ্গে কথা বলার সময় আরেক হোটেলের কর্মচারী গেল কেন, এ নিয়ে দ্বন্দ্বে প্রথম দফায় শহিদুলকে মারধরের ঘটনা ঘটে। এ মারধরকে কেন্দ্র করে সন্ধ্যা ৬টা, পৌনে ৭টা ও ৮টার দিকে দুই গ্রুপের মারামারি হয়।
এতে এয়ারপোর্ট হোটেলের মালিক মনির হোসেন, কাকন দাদ, শহিদুল ও সাকিব এবং আল আমিন রেস্তোরাঁর কর্মচারী হেলাল, হাসান ও তাহের আহত হয়েছেন। আহতদের মধ্যে মনির হোসেন, কাকন ও সাকিবসহ চারজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আল আমিন হোটেলের মালিক শেখ ফজলুল হক নান্নুর ছেলে হৃদয় আজকের পত্রিকাকে বলেন, এয়ারপোর্ট হোটেলের লোকজন বহিরাগত লোকজন নিয়ে আমাদের রেস্তোরাঁয় হামলা চালিয়েছে। এ সময় তাঁদের মধ্যে নিজেরা নিজেরাই আহত হয়েছেন।
এয়ারপোর্ট হোটেলের কর্মচারী মাসুদ আজকের পত্রিকাকে বলেন, আমাদের হোটেলের কর্মচারীকে মারধরের কারণ জানতে গেলে হোটেলের মালিকসহ কয়েকজনকে দফায় দফায় মারধর করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আজকের পত্রিকাকে বলেন, 'আল আমিন রেস্তোরাঁয় আগে থেকেই লোকজন ওত পেতে ছিল। এয়ারপোর্ট হোটেলের লোকজন যখন জিজ্ঞাসা করতে এসেছিল, তখন ওত পেতে থাকা লোকজন তাঁদের ওপর হামলা চালিয়েছে।'
এ বিষয়ে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, 'যাত্রী নিয়ে দুই হোটেলের মালিক কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানতে পেরেছি।'
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এখন পর্যন্ত কোন পক্ষ লিখিত অভিযোগ করেনি বলেও উল্লেখ করেন এসআই শফিকুল ইসলাম।

রাজধানীর বিমানবন্দরে হোটেলে যাত্রী তোলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বিমানবন্দর গোলচক্করের বাবুস সালাম জামে মসজিদ ভবনের আল আমিন হোটেল ও এয়ারপোর্ট হোটেলের কর্মচারী ও মালিকদের মধ্যে এ সংঘর্ষ হয়। আজ বুধবার দুপুর থেকে রাত ৮টার পর্যন্ত তিন দফায় এ মারামারিতে অন্তত ৭ জন আহত হয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, দুপুর আড়াইটার দিকে আল আমিন হোটেলের কর্মচারীরা হোটেলে থাকার জন্য বিদেশগামী এক যাত্রীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় ওই যাত্রী এয়ারপোর্ট হোটেলের কর্মচারী শহিদুললে ডাক দিলে সে সেখানে যায়। এক হোটেলের লোকজন যাত্রীর সঙ্গে কথা বলার সময় আরেক হোটেলের কর্মচারী গেল কেন, এ নিয়ে দ্বন্দ্বে প্রথম দফায় শহিদুলকে মারধরের ঘটনা ঘটে। এ মারধরকে কেন্দ্র করে সন্ধ্যা ৬টা, পৌনে ৭টা ও ৮টার দিকে দুই গ্রুপের মারামারি হয়।
এতে এয়ারপোর্ট হোটেলের মালিক মনির হোসেন, কাকন দাদ, শহিদুল ও সাকিব এবং আল আমিন রেস্তোরাঁর কর্মচারী হেলাল, হাসান ও তাহের আহত হয়েছেন। আহতদের মধ্যে মনির হোসেন, কাকন ও সাকিবসহ চারজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আল আমিন হোটেলের মালিক শেখ ফজলুল হক নান্নুর ছেলে হৃদয় আজকের পত্রিকাকে বলেন, এয়ারপোর্ট হোটেলের লোকজন বহিরাগত লোকজন নিয়ে আমাদের রেস্তোরাঁয় হামলা চালিয়েছে। এ সময় তাঁদের মধ্যে নিজেরা নিজেরাই আহত হয়েছেন।
এয়ারপোর্ট হোটেলের কর্মচারী মাসুদ আজকের পত্রিকাকে বলেন, আমাদের হোটেলের কর্মচারীকে মারধরের কারণ জানতে গেলে হোটেলের মালিকসহ কয়েকজনকে দফায় দফায় মারধর করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আজকের পত্রিকাকে বলেন, 'আল আমিন রেস্তোরাঁয় আগে থেকেই লোকজন ওত পেতে ছিল। এয়ারপোর্ট হোটেলের লোকজন যখন জিজ্ঞাসা করতে এসেছিল, তখন ওত পেতে থাকা লোকজন তাঁদের ওপর হামলা চালিয়েছে।'
এ বিষয়ে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, 'যাত্রী নিয়ে দুই হোটেলের মালিক কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানতে পেরেছি।'
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এখন পর্যন্ত কোন পক্ষ লিখিত অভিযোগ করেনি বলেও উল্লেখ করেন এসআই শফিকুল ইসলাম।

চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
৩৪ মিনিট আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
৩৪ মিনিট আগে
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
১ ঘণ্টা আগে