Ajker Patrika

‘শিক্ষকদের নির্বাচন হয়, ছাত্রদের নির্বাচন কবে’ 

ঢাবি প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৪: ৫১
‘শিক্ষকদের নির্বাচন হয়, ছাত্রদের নির্বাচন কবে’ 

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন সঠিক সময়ে অনুষ্ঠিত হলেও শিক্ষার্থীদের ডাকসু নির্বাচন কেন নয়? এমন প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে মিছিল-সমাবেশ করেছে সংগঠনটি। 

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সামনে গিয়ে সমাবেশ করেন তাঁরা। এ সময় বিশ্ববিদ্যালয় ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২২ সালের কার্যকরী পরিষদের নির্বাচন চলছিল। 

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘শতবর্ষের অর্জন ডাকসু কেন বর্জন’, ‘শিক্ষকদের নির্বাচন হয়, ছাত্রদের নির্বাচন কবে’, ‘ডাকসু নির্বাচন বন্ধ, শিক্ষকদের চোখ কি অন্ধ’, ‘ডাকসু দে ডাকসু দে’ ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করেন। 

শিক্ষার্থীদের সমাবেশে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী নির্বাচন চলাকালীন সেখানে সমাবেশ না করার অনুরোধ করেন। সেই সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য শিক্ষার্থীদের প্রক্টর অফিসে যাওয়ার আহ্বান করেন। 

প্রক্টরের আহ্বানে স্বাগত জানিয়ে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, আমরা ডাকসু নির্বাচন চাই। এখানে শিক্ষক সমিতির নির্বাচন হচ্ছে, এখানে শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের বড় একটি প্রশ্ন, বিশ্ববিদ্যালয় পরিচালনায় মূল উপকরণ কারা। এটা ছাত্ররা অবশ্যই। এ জন্য ছাত্রদের নির্বাচ বিশ্ববিদ্যালয় অঙ্গনে অবশ্যই গুরুত্বপূর্ণ। 

এ সময় তিনি হলে হলে প্রশাসনিকভাবে সিট দেওয়া, গেস্টরুম নির্যাতনবিরোধী আইন পাস, হল সংস্কারের দাবি জানান। 

উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০১৯ সালে ডাকসু নির্বাচন হওয়ার পর আবার তাতে ছেদ পড়েছে। তাই নতুন করে ডাকসু নির্বাচনের দাবিও উঠেছে। ডাকসুর গঠনতন্ত্রে ছাত্র সংসদের মেয়াদ ৩৬৫ দিন। নিয়ম অনুযায়ী ২০২০ সালের ২৩ মার্চ ছাত্র সংসদের মেয়াদ শেষ হয়ে গেছে। তবে নতুন করে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো তৎপরতা নেই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত