নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের নারীরা আজকে কঠিন সময় পার করছেন। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নারীদের পাশে দাঁড়ানোর কথা থাকলেও তাঁরা এসব বিষয়ে কোনো কথা বলছেন না বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম। আজ শনিবার (৮ মার্চ) জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে এই অভিযোগ তোলেন তিনি।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, ‘যাঁরা আজকে উপদেষ্টা আছে, তাঁরা নানা আন্দোলনের ফসল। আজকে নারীরা যখন কঠিন সময় পার করছে, উপদেষ্টাদের মুখ থেকে কোনো কথা শুনতে না পাওয়া আমাদের ক্ষুব্ধ করেছে। আমাদের ব্যথিত করেছে। আমরা তাঁদের প্রতি ধিক্কার জানাচ্ছি।’
নারীর প্রতি সব প্রকার সহিংসতা ও বৈষম্যের প্রতিবাদে আজ শনিবার আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক নারী দিবসে এই সমাবেশের আয়োজন করে ৬৭ সংগঠনের জোট ‘সামাজিক প্রতিরোধ কমিটি’।
মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, ‘তাঁরা (উপদেষ্টা) কেন এ পরিস্থিতিতে নারী সমাজের পাশে এসে দাঁড়াচ্ছেন না। তাদের প্রতি আহ্বান জানাই, এখনো সময় আছে আপনারা নারী সমাজের পাশে এসে দাঁড়ান।’
নারীর প্রতি সংঘটিত সহিংসতার বিচার হচ্ছে না জানিয়ে এই নারী নেত্রী আরও বলেন, ‘আজকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর অবস্থায় থাকায় কোনো বিচারই হচ্ছে না। এই পরিস্থিতি থাকলে শুধু নারীরা সহিংসতার শিকার হবেন না, যাঁরা শাসনক্ষমতায় আছেন, তাঁরাও অনিরাপদ হয়ে যাবেন। তাঁরাও নৈরাজ্যের কাছে ভেসে যাবেন।’
মানবাধিকারকর্মী খুশী কবির বলেন, ‘নারীর প্রতি সমমর্যাদা থাকলে এত সহিংসতা ঘটতে পারে না। কেন ঘটছে, কিসের জন্য ঘটছে। নারীর ওপর যে জঘন্য আক্রমণ হচ্ছে। অপরাধীদের কীভাবে ছেড়ে দেওয়া হচ্ছে। তারা প্রশ্রয় পেয়ে যাচ্ছে। সহিংসতার খবর গণমাধ্যমে আসার পরও প্রশাসন ব্যবস্থা নেয় না। এমন সমাজ তো আমরা চাই না। অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে।’
বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের সমন্বয়কারী ফাল্গুনী ত্রিপুরা বলেন, ‘সহিংসতা হলে নারী অন্য জনগোষ্ঠীর কি না, সেটা বিবেচনা না করে বিচারের দাবি তুলুন। আমরা এখন যে সমাজে বসবাস করছি, তা মোটেও নারী ও কন্যাশিশুদের জন্য উপযুক্ত নয়। রাষ্ট্রীয় ব্যবস্থাপনা কাঠামোর কারণে আমরা সহিংসতার শিকার হচ্ছি।’
সমাবেশে সামাজিক প্রতিরোধ কমিটির ঘোষণাপত্র পাঠ করে কর্মজীবী নারীর কর্মকর্তা গুলশানারা দিপা। ঘোষণাপত্রে ১৪টি দাবি উপস্থাপন করা হয়েছে।
দাবিগুলোর মধ্যে রয়েছে—বৈষম্যমূলক পারিবারিক আইন পরিবর্তন করে সব নাগরিকের সমঅধিকার নিশ্চিত করার লক্ষ্যে অভিন্ন পারিবারিক আইন চালু করতে হবে। (বিবাহ ও বিবাহবিচ্ছেদ, ভরণপোষণ, অভিভাবকত্ব, দত্তক, সম্পত্তির উত্তরাধিকার বিষয়সমূহ।) সম্পদ-সম্পত্তিতে নারীর সমান অধিকার ও সম-অংশীদারত্ব নিশ্চিত করতে হবে ইত্যাদি।

দেশের নারীরা আজকে কঠিন সময় পার করছেন। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নারীদের পাশে দাঁড়ানোর কথা থাকলেও তাঁরা এসব বিষয়ে কোনো কথা বলছেন না বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম। আজ শনিবার (৮ মার্চ) জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে এই অভিযোগ তোলেন তিনি।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, ‘যাঁরা আজকে উপদেষ্টা আছে, তাঁরা নানা আন্দোলনের ফসল। আজকে নারীরা যখন কঠিন সময় পার করছে, উপদেষ্টাদের মুখ থেকে কোনো কথা শুনতে না পাওয়া আমাদের ক্ষুব্ধ করেছে। আমাদের ব্যথিত করেছে। আমরা তাঁদের প্রতি ধিক্কার জানাচ্ছি।’
নারীর প্রতি সব প্রকার সহিংসতা ও বৈষম্যের প্রতিবাদে আজ শনিবার আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক নারী দিবসে এই সমাবেশের আয়োজন করে ৬৭ সংগঠনের জোট ‘সামাজিক প্রতিরোধ কমিটি’।
মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, ‘তাঁরা (উপদেষ্টা) কেন এ পরিস্থিতিতে নারী সমাজের পাশে এসে দাঁড়াচ্ছেন না। তাদের প্রতি আহ্বান জানাই, এখনো সময় আছে আপনারা নারী সমাজের পাশে এসে দাঁড়ান।’
নারীর প্রতি সংঘটিত সহিংসতার বিচার হচ্ছে না জানিয়ে এই নারী নেত্রী আরও বলেন, ‘আজকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর অবস্থায় থাকায় কোনো বিচারই হচ্ছে না। এই পরিস্থিতি থাকলে শুধু নারীরা সহিংসতার শিকার হবেন না, যাঁরা শাসনক্ষমতায় আছেন, তাঁরাও অনিরাপদ হয়ে যাবেন। তাঁরাও নৈরাজ্যের কাছে ভেসে যাবেন।’
মানবাধিকারকর্মী খুশী কবির বলেন, ‘নারীর প্রতি সমমর্যাদা থাকলে এত সহিংসতা ঘটতে পারে না। কেন ঘটছে, কিসের জন্য ঘটছে। নারীর ওপর যে জঘন্য আক্রমণ হচ্ছে। অপরাধীদের কীভাবে ছেড়ে দেওয়া হচ্ছে। তারা প্রশ্রয় পেয়ে যাচ্ছে। সহিংসতার খবর গণমাধ্যমে আসার পরও প্রশাসন ব্যবস্থা নেয় না। এমন সমাজ তো আমরা চাই না। অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে।’
বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের সমন্বয়কারী ফাল্গুনী ত্রিপুরা বলেন, ‘সহিংসতা হলে নারী অন্য জনগোষ্ঠীর কি না, সেটা বিবেচনা না করে বিচারের দাবি তুলুন। আমরা এখন যে সমাজে বসবাস করছি, তা মোটেও নারী ও কন্যাশিশুদের জন্য উপযুক্ত নয়। রাষ্ট্রীয় ব্যবস্থাপনা কাঠামোর কারণে আমরা সহিংসতার শিকার হচ্ছি।’
সমাবেশে সামাজিক প্রতিরোধ কমিটির ঘোষণাপত্র পাঠ করে কর্মজীবী নারীর কর্মকর্তা গুলশানারা দিপা। ঘোষণাপত্রে ১৪টি দাবি উপস্থাপন করা হয়েছে।
দাবিগুলোর মধ্যে রয়েছে—বৈষম্যমূলক পারিবারিক আইন পরিবর্তন করে সব নাগরিকের সমঅধিকার নিশ্চিত করার লক্ষ্যে অভিন্ন পারিবারিক আইন চালু করতে হবে। (বিবাহ ও বিবাহবিচ্ছেদ, ভরণপোষণ, অভিভাবকত্ব, দত্তক, সম্পত্তির উত্তরাধিকার বিষয়সমূহ।) সম্পদ-সম্পত্তিতে নারীর সমান অধিকার ও সম-অংশীদারত্ব নিশ্চিত করতে হবে ইত্যাদি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
১ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
২ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
২ ঘণ্টা আগে