টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইলে একটি বাজারের দোকানে অগ্নিকাণ্ডে সৈয়দ মঞ্জুরুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বাজারে তাঁর টেইলার্সের দোকান ছিল। তিনি দোকানের ভেতরেই ঘুমিয়ে ছিলেন।
গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে বাসাইল উপজেলার আইসড়া বাজারে অগ্নিকাণ্ডটি ঘটে।
স্থানীয়রা বলছেন, আইসড়া বাজারের ব্যবসায়ীরা প্রতিদিনের মতো বেচাকেনা শেষে রাতে দোকানপাট বন্ধ করে বাড়িতে চলে যান। রোববার রাত দুইটার দিকে একটি দোকানের ভেতর থেকে আগুনের শিখা বেরোতে থাকে। স্থানীয়রা তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান এবং বাসাইলের ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। ঘণ্টাখানেক চেষ্টা করে স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে সৈয়দ মঞ্জুরুল ইসলামের সিয়াম টেইলার্স, জমশের আলীর জান্নাত বস্ত্রালয়, আহাম্মদ আলীর ফার্নিচার মার্ট ও আজিম উদ্দিনের ঢেউটিনের দোকান আজিম ট্রেডার্স সম্পূর্ণ পুড়ে যায়। এই অগ্নিকাণ্ডে সিয়াম টেইলার্সের মালিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম দোকানঘরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। ফায়ার সার্ভিসের লোকজন দুই ঘণ্টা পর ঘটনাস্থলে আসায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
স্থানীয় ইউপি সদস্য বাবুল সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘হঠাৎ করে টেইলার্সের দোকান থেকে আগুন জ্বলে উঠতে দেখা যায়। এ সময় ওই দোকানের ভেতরে মঞ্জুরুল ঘুমিয়ে ছিলেন। সেখান থেকে বের হতে না পারায় আগুনে পুড়ে তাঁর মৃত্যু হয়। আগুনে চারটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।’
বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মাজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘টেইলার্সের দোকানে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। টেইলার্সের দোকানে থাকা ব্যক্তি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে, আগুনে পুড়ে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় চারটি দোকানঘর পুড়ে প্রায় সাড়ে সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।’
বাসাইল থানার উপপরিদর্শক (এসআই) ফজলে এলাহি আজকের পত্রিকাকে জানান, অগ্নিকাণ্ডে নিহত মঞ্জুরুল ইসলামের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

টাঙ্গাইলের বাসাইলে একটি বাজারের দোকানে অগ্নিকাণ্ডে সৈয়দ মঞ্জুরুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বাজারে তাঁর টেইলার্সের দোকান ছিল। তিনি দোকানের ভেতরেই ঘুমিয়ে ছিলেন।
গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে বাসাইল উপজেলার আইসড়া বাজারে অগ্নিকাণ্ডটি ঘটে।
স্থানীয়রা বলছেন, আইসড়া বাজারের ব্যবসায়ীরা প্রতিদিনের মতো বেচাকেনা শেষে রাতে দোকানপাট বন্ধ করে বাড়িতে চলে যান। রোববার রাত দুইটার দিকে একটি দোকানের ভেতর থেকে আগুনের শিখা বেরোতে থাকে। স্থানীয়রা তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান এবং বাসাইলের ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। ঘণ্টাখানেক চেষ্টা করে স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে সৈয়দ মঞ্জুরুল ইসলামের সিয়াম টেইলার্স, জমশের আলীর জান্নাত বস্ত্রালয়, আহাম্মদ আলীর ফার্নিচার মার্ট ও আজিম উদ্দিনের ঢেউটিনের দোকান আজিম ট্রেডার্স সম্পূর্ণ পুড়ে যায়। এই অগ্নিকাণ্ডে সিয়াম টেইলার্সের মালিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম দোকানঘরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। ফায়ার সার্ভিসের লোকজন দুই ঘণ্টা পর ঘটনাস্থলে আসায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
স্থানীয় ইউপি সদস্য বাবুল সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘হঠাৎ করে টেইলার্সের দোকান থেকে আগুন জ্বলে উঠতে দেখা যায়। এ সময় ওই দোকানের ভেতরে মঞ্জুরুল ঘুমিয়ে ছিলেন। সেখান থেকে বের হতে না পারায় আগুনে পুড়ে তাঁর মৃত্যু হয়। আগুনে চারটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।’
বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মাজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘টেইলার্সের দোকানে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। টেইলার্সের দোকানে থাকা ব্যক্তি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে, আগুনে পুড়ে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় চারটি দোকানঘর পুড়ে প্রায় সাড়ে সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।’
বাসাইল থানার উপপরিদর্শক (এসআই) ফজলে এলাহি আজকের পত্রিকাকে জানান, অগ্নিকাণ্ডে নিহত মঞ্জুরুল ইসলামের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার নির্দেশদাতা ইয়াছিন আরাফাতকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
১৮ মিনিট আগে
শীতে মৌলভীবাজারে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। শ্রীমঙ্গলে আজ তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবার এই জেলায় বেশি শীত পড়েছে। দিন কিংবা রাতে ঘন কুয়াশায় ঢাকা থাকে এই অঞ্চল। কিছুদিন ধরে বেশির ভাগ সময় কুয়াশার আড়ালে সূর্যের দেখা মেলে না।
৪৩ মিনিট আগে
ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলাঘেঁষা ভারতের ত্রিপুরা রাজ্য। সীমান্তবর্তী গ্রামগুলোয় দীর্ঘদিন ধরে অবাধে ব্যবহার হচ্ছে ভারতীয় বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির সিম কার্ড। শুধু সীমান্তে নয়, এমন সিমের ব্যবহারের প্রমাণ মিলেছে খোদ ফেনী শহরেও; যা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে...
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি নির্বাচনের খরচের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের থেকে তিন দিনে ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা পেয়েছেন।
২ ঘণ্টা আগে