আজকের পত্রিকা ডেস্ক

‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। ইসকন নিষিদ্ধের দাবিতে প্রয়োজনে রাজধানীর শাপলা চত্বরে বড় সমাবেশের হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতের নেতারা।
আজ শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখা আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে নেতারা এ হুঁশিয়ারি দেন।
সংগঠনের ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন মাওলানা মহিউদ্দিন রাব্বানী প্রমুখ।
সভাপতির বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, ‘মুসলমানেরা ৮০০ বছর ভারতবর্ষ শাসন করেছে। যদি আমরা সে সময় হিন্দুদের ওপর নির্যাতন চালাতাম, তা হলে আজ ভারতবর্ষে একজন হিন্দুকেও খুঁজে পাওয়া যেত না। অথচ ইতিহাস সাক্ষী, সেই শাসনকালেও হিন্দু-মুসলমানের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় ছিল।’ তিনি বলেন, ‘আমার দেশের ফ্যাসিবাদী সরকার যখন হিন্দুস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে, তখনই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের মিথ্যা নাটক তৈরি করে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করা হয়েছে। এ কাজের মূল উদ্দেশ্য ছিল বিশ্ববাসীর সামনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা।’
হেফাজতের নেতারা জানান, হিন্দু সম্প্রদায়ের মানুষকে সব ধরনের নিরাপত্তা দেবে এ দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা। কিন্তু তাঁরা যেন ইসকনের সঙ্গে কোনো আপস না করে। হিন্দুত্ব আর ইসকন এক নয় বলেও দাবি করেন হেফাজত নেতারা।
হেফাজতের ঢাকা মহানগর সেক্রেটারি মাওলানা মামুনুল হক তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে সুপরিকল্পিত একটি সাম্প্রদায়িক উসকানির মাধ্যমে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর পাঁয়তারা চালানো হচ্ছে। শহীদ সাইফুল ইসলাম আলিফের নির্মম হত্যাকাণ্ডের ঘটনা শুধু বর্বরই নয়; বরং একটি ঘৃণ্য হত্যাকাণ্ড।’

‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। ইসকন নিষিদ্ধের দাবিতে প্রয়োজনে রাজধানীর শাপলা চত্বরে বড় সমাবেশের হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতের নেতারা।
আজ শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখা আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে নেতারা এ হুঁশিয়ারি দেন।
সংগঠনের ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন মাওলানা মহিউদ্দিন রাব্বানী প্রমুখ।
সভাপতির বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, ‘মুসলমানেরা ৮০০ বছর ভারতবর্ষ শাসন করেছে। যদি আমরা সে সময় হিন্দুদের ওপর নির্যাতন চালাতাম, তা হলে আজ ভারতবর্ষে একজন হিন্দুকেও খুঁজে পাওয়া যেত না। অথচ ইতিহাস সাক্ষী, সেই শাসনকালেও হিন্দু-মুসলমানের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় ছিল।’ তিনি বলেন, ‘আমার দেশের ফ্যাসিবাদী সরকার যখন হিন্দুস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে, তখনই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের মিথ্যা নাটক তৈরি করে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করা হয়েছে। এ কাজের মূল উদ্দেশ্য ছিল বিশ্ববাসীর সামনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা।’
হেফাজতের নেতারা জানান, হিন্দু সম্প্রদায়ের মানুষকে সব ধরনের নিরাপত্তা দেবে এ দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা। কিন্তু তাঁরা যেন ইসকনের সঙ্গে কোনো আপস না করে। হিন্দুত্ব আর ইসকন এক নয় বলেও দাবি করেন হেফাজত নেতারা।
হেফাজতের ঢাকা মহানগর সেক্রেটারি মাওলানা মামুনুল হক তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে সুপরিকল্পিত একটি সাম্প্রদায়িক উসকানির মাধ্যমে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর পাঁয়তারা চালানো হচ্ছে। শহীদ সাইফুল ইসলাম আলিফের নির্মম হত্যাকাণ্ডের ঘটনা শুধু বর্বরই নয়; বরং একটি ঘৃণ্য হত্যাকাণ্ড।’

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২ ঘণ্টা আগে